সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪

ঘরের চৌকাঠ।

 আমার ঘরের চৌকাঠ ভালো না -রে

বৃষ্টি বেজায় ফুলধানিতে রাখা গেলো নারে।।


জৈষ্ঠ্য মাসে উপরে ঝুপরে পোকার আক্রমন


সেই পোকার রং দেখিয়া মেঝাজ হইলো গরম

         তখন দেখি আকাশে পোকার পাখনা উড়ে।।


       সেই পাখনার উড়াল দেখে,ভাবছি বিপদ কেটে গেছে,

        এখন দেখি বিপদ ঘারে শক্ত করে বসেছে।।


       তাই ভেবে কামাল কয় চৌকাঠে ভালো করে তেল

      দাও যাবে পোকার আক্রমন।।



     লেখক কামাল হোসেন

    তাং-১৫/১০/২০২৩





প্রাণ বন্ধু কি করিলো

প্রাণ বন্ধু কি করিলো" border="0" data-original-height="500" data-original-width="500" height="200" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiBHX8tykF-oz7YVlNSwAr1IRS0ZnIBq4Vm86yD6NFljT-zwJZ4yXYwdFvkPWSBkn9f9XQ_ulJKSaEm3iMFoWvc1sMMQCXPyT20Hz1UhvOy4XcyXin_2KPMe4JPlQ-q3SUcaN-13-H8r5RVVGNYwJKXYbggtxmFJAOe8i4ylLjkA3r2ntFl1VK8ZoIJv3NP/w200-h200/Untitled%20design%20(5).png" title="প্রাণ বন্ধু কি করিলো" width="200" />

 

মধুর সুরে কথা কইয়া প্রাণ বন্ধু কি করিলো

হায়রে কালা বন্ধে কি দুষে লুকাইলো।।

তুই তো ছিলে সঙ্গী আমার নিত্য দিনের আশা

নিত্য দিনের আশা।

হায়রে কালা বন্ধে কি দুষে লুকাইলো।।

আশা ছিলো মনে প্রাণ বন্ধুরে লইয়া উড়াল দিবো বনে

সেই আশা রইলো আমার মনে।

হায়রে কালা বন্ধে কি দুষে লুকাইলো।।

ওরে আশা ভরসা শেষ হয়ে যাবে, বন্ধু না পাই তোরে

হায়রে কালা বন্ধে কি দুষে লুকাইলো।।

এখন শুধু কামাল পথ চেয়ে আছে কখন দেখা হবে

হায়রে কালা বন্ধে কি দুষে লুকাইলো।।

লেখক কামাল হোসেন

তাং-১৪/১০/২০২৩


 

Featured Post

একা একা সময় কাটেনা আমার মন

  একা একা সময় কাটেনা আমার মন ও সোহানী তুমি দেখে যাও।। কতো কষ্টে দিন যায়,কেউ দেখেনা ও সোহানী তুমি দেখে যাও।। একবার এসে তোমার স্মৃতি, আমায় দিয়...