প্রবাসীদের জন্য বিশেষ সুযোগ সুবিধা দেওয়া আমি লাভবান মনে করছি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
প্রবাসীদের জন্য বিশেষ সুযোগ সুবিধা দেওয়া আমি লাভবান মনে করছি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১

প্রবাসীদের জন্য বিশেষ সুযোগ সুবিধা দেওয়া আমি লাভবান মনে করছি

প্রবাসীদের জন্য বিশেষ সুযোগ সুবিধা দেওয়া আমি লাভবান মনে করছি

 

প্রবাসীদের জন্য বিশেষ সুযোগ 

সুবিধা দেওয়া আমি লাভমান মনে করছি
 । যারা ট্রাবেল এজেন্সি ও বিসা ক্রয় বিক্রয় করেন আপনাদের কাছে আমার অনুরুদ রহিল প্রবাসীদের উপর বেশি জুলুম করবেন না। যত সম্ভব তাদেরকে ছাড় দিয়ে কাজ করবেন।মনে রাখবেন প্রবাসীদের কারনে বাংলাদেশ টিকে আছে,সেই দিক নজর রাখতে হবে কারন গত জুন মাসে 2020 সালে প্রবাসী রেমিটেন্স বাংলাদেশে এসেছে ১৮৩ কোটি মার্কিন ডলার। আলহামদুল্লিাহ এই সময়ে প্রবাসীদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই তাদের অক্রান্ত পরিশ্রম করে দেশের জন্য কিছু করছে,আমাদের উচিত প্রবাসী ভাইদের পাশে দাড়ানো যারা বিপদে আছেন একে অপরকে সাহায্যের হাত বাড়িয়ে দিন তাদের খোজ খবর রাখুন । প্রবাসীদের জানমাল হেফাজত রাখার জন্য আমাদের সকলের দায়িত্ব পালন করতে হবে । যখন শুনি প্রবাসীরা দেশে আসে এয়ারফোটে তাদের মালসামানা গায়েব হয়ে যায়,তখন নিজকে নিছক ও ছোট মনের হয়। এসব কর্মকান্ড যাতে ভবিষৎতে না হয় এয়ারফোট কর্তৃপক্ষকে দৃষ্টিআর্কষন করছি । হে প্রবাসীরা তোমরা আমাদের গর্ব
 অহংকার। তোমরা হলে রেমিটেন্স যোদ্ধা,তোমাদের কোন ভয় নেই,শক্তি সাহস মোনোবল দিয়ে তোমাদের সামনে এগিয়ে আসতে হবে।

দৃষ্টি আর্কষন প্রবাসী ভাইদের প্রতিঃ আপনারা যারা জন্মনিবন্ধন দিয়ে এম আর পি পাসপোর্ট বানিয়ে ছেন,কিন্তু এন আই ডি কার্ড করেননি এখন আপনার পাসপোর্ট মেয়াদ শেষ এখন আপনি কি করবেন ?
আমি আপনাদের কে বলব যারা এমন পরিস্থিতি শিকার হয়েছেন আপনারা জন্মনিবন্ধন দিয়ে এন আই ডি কার্ড বানিয়ে নিন । এখন এন আই ডি কার্ড খুব সহজে বানিয়ে নিতে পারেন কোন জামেলা ছাড়াই । আর নয়তো আপনি পাসপোর্ট রেনিও বা নতুন করতে পারবেন না । তাহলে অবশ্যই আপনার আইডি কার্ড বানিয়ে নিতে হবে । নো টেনশন আপনি সর্বপ্রথম ব্লাড গ্রুপ রিপোর্ট নিবেন তারপর জন্মনিবন্ধন ও পিতা মাতা আইডি কার্ড দিয়ে অনলাইন করে নিবেন।
  আপনি যে এলাকার ভোটার হতে চান সে এলাকার কাউন্সসেলর অথবা চেয়ারম্যান থেকে এক কপি জন্মসনদ সার্টিফিকেট নিন তার পর আপনার বাড়ির বিদ্যূৎ বিল ফটোকপি এক সেট নিন তারপর অনলাইন কপি+ ব্লাডরিপোর্ট+সার্টিফিকেট রিপোর্ট বিদ্যূৎবিল ফটোকপি+পিতা ও মাতার আইডি কার্ড ফটোকপি একত্রে করে নিন তার পর নিকটস্ত নির্বাচন অফিসে যোগাযোগ করুন । আপনার তথ্য দিয়ে ভোটার হয়ে নিন । আপনি এখন ভোটার হলেন কিন্তু এন আই ডি কার্ড কোন দিন পাবো বা কোথায় পাবো ? নো টেনসন আপনি ভোটার সিলিপ দিয়ে নির্বাচন অফিসে গিয়ে যোগাযোগ করুন । আপনি বলুন আমার আইডি কার্ড জরুরী প্রয়োজন তার পর তারা ব্যাংক চালান করতে বলবে আপনি ব্যাংক ড্রাফ করে অফিসে কাগজ পত্র জমা দিন তার পর ২,৩ ঘন্টার মধ্যে আপনি আইডি কার্ড হাতে পাবেন । আর বুঝতে কোন অসুবিধা হলে প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করুন । কল করুন +8801915689731 অতবা মেইল করুন manobsheba1@gmail.com  আমার পরার্মশ যদি আপনাদের ভাল লাগে তা হলে শেয়ার ও কমেন করুন। আপনারা সকলে সুস্থ থাকুন ভাল থাকুন শুভকামনা রহিল ।

Featured Post

একা একা সময় কাটেনা আমার মন

  একা একা সময় কাটেনা আমার মন ও সোহানী তুমি দেখে যাও।। কতো কষ্টে দিন যায়,কেউ দেখেনা ও সোহানী তুমি দেখে যাও।। একবার এসে তোমার স্মৃতি, আমায় দিয়...