শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

জগতে সারে তিন হাত লম্বা মানুষ অর্ধেক ফারা

 



জগতে সারে তিন লম্বা মানুষ অর্ধেক ফারা
আমার বাড়ি আমার ঘর আমার আমার করো মন।।

দুই চারদিনের বাহাদুরী রে মানুষ
একদিন বাহিরে পরবি ধরা
জগতে সারে তিন হাত লম্বা মানুষ অর্ধেক ফারা,জগতে - এ।।

মাটি দিবা বানাইলো মানুষ সেই মানুষে হিংসা ভরা
জগতে সারে তিন হাত লম্বা মানুষ অর্ধেক ফারা,জগতে - এ।।

মানুষ নয়রে স্বর্ণরুপা,হিরা কাঞ্চন মনি মুক্তা
মানুষের পেঠের ভিতর আছে কতলি আতুরি ভরা
জগতে সারে তিন হাত লম্বা মানুষ অর্ধেক ফারা,জগতে- এ।।

বয়াতীর-অ মুখের বানী,মানুষ আর করিওনা
অহংকারী জ্ঞানী যারা
বয়াতীর -অ মুখের বানী,মানুষ আর করিওনা অহংকারী মানুষ যারা
ওরে লাকশামের ক্ষুদ্র গায়ক ভাইরে, নামটি আমার মারফত আলী
জগতে সারে তিন হাত লম্বা মানুষ অর্ধেক ফারা,জগতে- এ।। 

 

                                                           লেখক মারফত আলী 

Featured Post

একা একা সময় কাটেনা আমার মন

  একা একা সময় কাটেনা আমার মন ও সোহানী তুমি দেখে যাও।। কতো কষ্টে দিন যায়,কেউ দেখেনা ও সোহানী তুমি দেখে যাও।। একবার এসে তোমার স্মৃতি, আমায় দিয়...