ওঠ ওঠ মুসলমানও ঘুমানোর সময় নাই
এমন সময় এসে গেলো,বুঝবার কায়দা নাই।।
কত মানুষ আইলো গেলো,দেখলাম নারে ভাই
এমন জাতি আসবে নাকী বুঝতাম নারে ভাই।।
এখন দেখি আইসা গেছে বলার কিছু নাই
পাখির মত থাবা দাও ছারবার কায়দা নাই।।
যেখানে পাও সেখানে খিছা দাওরে ভাই
দেরি করলে পস্তাইবা পরে বুঝবা ভাই।।
লেখক-কামাল হোসেন
তাং- ১৭/১০/২০২৩
আমি কামাল হোসেন আপনাদের জন্য গানের কলি সংরক্ষণ করা হয়েছে। বাংলা গান, বাউল, বিচ্ছদ, দেহতত্ত্ব, ভাটিয়ালী এবং বিভিন্ন গানের কবিতা ও গজল ইত্যাদি।
ওঠ ওঠ মুসলমানও ঘুমানোর সময় নাই। লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ওঠ ওঠ মুসলমানও ঘুমানোর সময় নাই। লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
ওঠ ওঠ মুসলমানও ঘুমানোর সময় নাই।
Labels:
ওঠ ওঠ মুসলমানও ঘুমানোর সময় নাই।

এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)
Featured Post
একা একা সময় কাটেনা আমার মন
একা একা সময় কাটেনা আমার মন ও সোহানী তুমি দেখে যাও।। কতো কষ্টে দিন যায়,কেউ দেখেনা ও সোহানী তুমি দেখে যাও।। একবার এসে তোমার স্মৃতি, আমায় দিয়...

-
কত কিছু জানেরে মানুষ কত কিছু জানে।। জানা সত্বে মানুষ কত ভূল করে বসে তবুও মানুষ হুস হয়না কি বসে-ঐ যেমনে মন চায় তেমনি চলে কেউ কিছু বলেনা, বু...
-
Kamal Hossain সম্মানিত ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম,আশা করি সকলে যে যেখানে আছেন ভালো আছেন। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রহিল। আপনারা অনে...
-
বন্ধু কানাই কসাই ঘর,কোথায় তোমার বাড়ি ঘর।। বাজারে আইছো কি নিয়া দেইক্কা দেইক্কা লইয়া যাও যাইবা তুমি কি সদাই লইয়া আমারে একটু বইল্লা যাও।। আইছ...