বিচ্চেদ গান লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বিচ্চেদ গান লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪

কন্ধুর খবর নাই

                                                                 অনেক বছর হয়ে গেল বন্ধুর খবর নাই
               প্রাণ বন্ধুরে--------------------------------
              কোন দেশে আছে যেে
             এখনো খবর নাই।। 
 
   কোথায় গেলে পাবো আমি 
   তার ঠিকানারে ভাই
   তার কথা ভাবতে ভাবতে
  আমি ঘুমিয়ে যাই।।
 
  বন্ধুর জন্য মন কাঁদরে
  তোর জন্য হইলাম বাড়ী ছাড়া
  এখন আমার লয়না খবর কেউ
 বন্ধু তোরে ছাড়া।।
 
এখন আমি কাঁদি দিবানিশি
প্রাণ বন্ধুর লাগি
তোর স্মৃতি কষ্ট দেয়
আমায় দিবানিশি
প্রাণ বন্ধুরে----------------------।।

 

লেখক কামাল হোসেন 
তাং 05/04/2024
সম্মানিত ধর্ষ ক বিন্ধ যদি আমার গান আপনাদের পছন্দ হয় তাহলে লাইক কমন করে পাশে থাকবেন।
ধন্যবাদ সকলকে।

 

বুধবার, ২৭ মার্চ, ২০২৪

ভালো হোক মন্দ হোক মা আমার মা

 



 ভালো হোক মন্দ হোক মা আমার মা
পৃথিবীতে তার মতো কে আছে বলো না
মা আমার মা।। 
 
তোমার মতো কেউতো ভালো বাসেনা
কত মানুষ দেখলাম আমি হয় না তোমার মতন
মা আমার মা।। 
 
ও যেদিন থেকে জন্মেছি,সে দিন থেকে দেখেছি
কত কষ্ট সহেছো তুমি,এই ভূবণে শয়নে সপণে
মা আমার মা।।
 
কতো স্বপ্ন কতো আশা ছিলো তোমারী মনে
সময় দিলো না আশা পুরুণ করিতে
মা আমার মা ।।

লেখক কামাল হোসেন
তাং 27/03/2024

বুধবার, ২০ মার্চ, ২০২৪

দেখতে কনক দানার মত

 


দেখতে কনক দানার মত
পরাণ যায় সেখানে 
ও নন্দিনী-পরাণ যায় সেখানে।। 

রুপের বাহার পরে তুই
হইলি দেওয়ানা
সময় হইলে বুঝবা তুমি 
কনক দানার দাম কত
এখন তোমার যায়রে বেলা
উড়াল পঙ্খীর মত।।

উড়তে দেনা পঙ্খীর মত
নীল দরিয়া বসত রত
পূর্বে ছিলে কিসের মত
বুঝতে দেনা আমায়
ও নন্দিনী-পরাণ যায় সেখানে।। 

লেখক কামাল হোসেন 
তাং১৯/০৩/২০২৪

 

মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪

মন চাইলে কি করা যায়।

 



মন চাইলে কি করা যায় গো
আমি যদি যাই মরিয়া।।

চাইলে কি হাসতে পারি
গাইতে পারি গান
আমি যদি যাই মরিয়া।।

চাইলে কি বলতে পারি
চলতে পারি সুখে
বিধাতা নাহি রাখে কপালে
আমি যদি যাই মরিয়া।।

চাইলে ও পাইতে পারি
না পাইলে ও মেঘ বৃষ্টি রোধে যায় বেলা
আমি যদি যাই মরিয়া।।

প্রাণ সখিরে কামাল হোসেন পাইতে মন চায় গো
আমি যদি যাই মরিয়া।।

লেখক কামাল হোসেন
তাং 14/09/2023

সুন্দর সুন্দর গান পেতে আমার পেইজটি ফলো দিয়ে রাখুন।

শুক্রবার, ১ মার্চ, ২০২৪

ছোট্র কালে বিয়ে করিস না

 





ওরে ছোট্র কালে বিয়ে করিস না
ওরে চন্দ্রনা, ছোট্র কালে বিয়ে করিস না।।

যতন করে রেখে দে নষ্ট করিস না
ওরে চন্দ্রনা ছোট্র কালে বিয়ে করিস না।।

আগুনের মাতাল হাওয়া লাগলো মোর যৌবণে
ওরে চন্দ্রনা, ছোট্র কালে বিয়ে করিস না।।

প্রেমের খেলা জমবে ভালো যৌবণে
ওরে চন্দ্রনা, ছোট্র কালে বিয়ে করিস না।।

লেখক কামাল হোসেন
তাং07/12/2023

সম্মানিত গ্রাহকবিন্দ সুন্দর সুন্দর গান পেতে আমার ব্লক পেইজটির সাথে থাকুন।

মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪

আমার অন্তর জ্বইলা গেল

 




                                                             গানের কথা                                                               


আমার  অন্তর জ্বইলা গেল কবে
আমারে ডুইবা নিলো নদে।।

আমি কপাল পোড়া লাগে নারে জোড়া
ও তুই আমারে নিঃস্ব করলি
ও তুই আমারে পাগল করলি।।

আমি মানুষ কালা 
আমার অন্তর ভালা
ও তুই আমারে দিলি প্রেমের জ্বালা।।

সময় অসময়ে ডাকতি তুই আমারে
তোর ডাকে সারা দিতাম অনাহারে
কামাল পারে না এখন জ্বালা সইতে।।


লেখক কামাল হোসেন
তাং 23/12/2023

সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪

মানব মানবের জন্যে

 





 মানব মানবের জন্যে
প্রাণ প্রাণের জন্যে
একটু দরদ কি মানব পেতে পারেনা ?
ও সখা-----------------।।
মানব মানবের জন্যে

মানব মানবকে বেসাত করে
মানব মানবকে ভাড়া করে।।
সেকেলে অতীত কাহিনী ফিরে এলে
শরম কি তুমি পাবে না?
ও সখা-----------------।।
মানব মানবের জন্যে

বলো কি তোমার হানি
জীবণের অথির নদী
পার হয় তোমাকে ধরে ক্ষীন মানব যদি।।

মানব যদি সে না হয় মানব
দৈত্য কখনো হয়না মানব
যদি দৈত্য কখনো হয় মানব
শরম কি তুমি পাবে না?
ও সখা---------------।।
মানব মানবের জন্যে

লেখক কামাল হোসেন
তাং 15/02/2024

বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪

তুমি আমার মনের মানুষ।

 




তুমি আমার মনের মানুষ
তুমি আমার প্রেম
আমায় তুমি কইরো না গো
পিরিতির অবশেষ।।

ছোট কাল থেকে আমি স্বপ্ন দেখি তোমায়
আমার কত স্বপ্ন পুরণ হইবে
তুমি যে আমার।।

আর কয়টা দিন ধৈর্য্য ধরো সোনা মনি আমার
পিরিতির বাতাস বয়ে যাক আমার।। 

তুমি আমার মনের মানুষ
তুমি আমার প্রেম
আমায় তুমি কইরো না গো
পিরিতির অবশেষ

লেখক কামাল হোসেন
তাং-১৩/০২/২০২৪

সুন্দর সুন্দর গান পেতে আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখুন। এবং গান ভালো লাগার কমেন্ট করে

জানিয়ে দিন। 


মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪

বন্ধু কই রইলারে

বন্ধু কই রইলারে



বন্ধু কই রইলারে
সময় মতো আইসো বন্ধু ভালো ভাইসোরে।।

ভালো বাসা নাহি যদি পাই
তোর মতো বন্ধু দরকার নাই।।

যদি আসো ভোর রজনীতে ভালো বাসা দিবো মনভরে
তখন মন মেঝাজ ভালো থাকে ভালো বাসা দিবো মন খুলে
এটাইতো ভালো বাসার পরিচয়।।

যেমন রজনীতে ফুল ফুঠে তেমনী আমার যৌবণ ফুঠে
এই সময়ে বুঝেনা পাগলা মন বন্ধুরে 
ভালো বাসা দিও আমারে।।

লেখক কামাল হোসেন
তাং-৩০/০১/২০২৪
 

শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪

তোরা পানি দে পানি দে।

তোরা পানি দে পানি দে।

 তোরা পানি দে, পানি দে,পানি দে সখী

মাথায় পানি দে তোরা

যা করবার তাই কইরা গেছে

আমার বন্ধু কালা চোরা।।

আমার বন্ধুর মন কেমন ছিলো

সুখের ঘরে দুখের বাসা বাইনদা গেলো।।

সখী দেখে যা,দেখে যা,সখী আমার মনে কতো যন্ত্রনা।।

আমি তারে বিশ্বাস কইরা অন্তরে দিলাম টাই

আসলে এখন বুঝি ভালো বাসনা আমায়,

সখী লাগবে না ,লাগবে না,ভালোবাসা লাগবে না।।

লেখক কামাল হোসেন

২৪/০১/২০২৪

শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪

ভুলে থাকতে চাই

ভুলে থাকতে চাই,
ভুলার মত 
তবুও পারিনী ভুলতে
একি হলো আমার বলো না প্রিয়সী।। 

 

 প্রথম যেদিন দেখাতে,
অনুভবে চোয়াতে
গিতে চিলো অন্তরে 
মনে হয় পেয়েছি তোমারে ও প্রিয়সী।।

 

 হ্রদয় গহিনে রেখেছিলে আমারে
 এখন কেন ভূলেছো 
বলোনী আগে আমারে ও প্রিয়সী।।

 

এখন আমি কি করি,
বলোনা প্রিয়সী বেচে থেকে হবে কি,
যদি ফিরে না আসো তুমি 
কি করে ভূলি 
আমি কামাল হোসেন তোমার স্মৃতি ও প্রিয়সী ।।
 
 লেখক কামাল হোসেন

 


বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩

দেশে মোবাইল এসেছে


                                                                      গানের কথা----------------------------

দেশে মোবাইল এসেছে চিটি বন্ধ হয়েছে,
সর্বনাশ হইছে,ভাল বাসার কথা এখন বাতাসে আসে ।।

 

১ আমার অভাবের সংসার
বন্ধুর সাথে প্রেম করিতে মোবাইল দরকার।
ওরে তা না হলে বেইল নাই
বন্ধু বলে দিয়েছে,সর্বনাশ হইছে,
ভালবাসার কথা এখন বাতাসে আসে।।

 

২ বন্ধুর কথা শুনিয়া
মোবাইল একটা লইলাম হালের বলদ বেচিয়া,
ওরে মাসে মাসে কার্ড ভরিলাম
ঘর বাড়ি বেচে,সর্বনাশ হইছে,
ভাল বাসার কথা এখন বাতাসে আসে।।

 

৩ আমার মোবাইল একখান নাই
ছয় মাস ধরে বন্ধুর সাথে যোগাযোগ নাই,
এই মোবাইলের জন্য
কামাল হোসেন বন্ধু হারাইছে,
সর্বনাশ হইছে,ভাল বাসার কথা এখন বাতাসে আসে।।


লেখক:কামাল হোসেন
তাং০৯/০৯/২০১৩

রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩

আমার হ্রদয় পুরে অঙ্গার হইলো দেহ হইলো কালা

 





  বুজতে আমার হইলো দেরি এ সংসারের জ্বালা

                                 আমার হ্রদয় পুরে অঙ্গার হইলো দেহ হইলো কালা

                                 সংসার টানে---------------------

                                 না করিলে সেটাই হইতো বালা--------ঐ


                                 অবলা সরলা ছিল আমার মন 

                                 না বুঝিয়া করিলাম সংসার জীবণ

                                 আমার অন্তর জ্বালা কে বুঝিবে---------

                                 শিশু কাল ছিল আমার বালা-----------ঐ

                                 শেষ হইলো আমার দেহ ঘড়ি 

                                 মান সম্মান নিয়ে টানি

                                 এখন আমার বাচাঁর উপায় নাই

                                 কি করি সংসার নিয়ে বিধি বলে দাও আমায়

                                এই কামাল হোসেন জানে সংসার কত জ্বালা-------ঐ



                                                         লেখক—কামাল হোসেন

                                                         তাং-২১/০১/২০২৩


Featured Post

একা একা সময় কাটেনা আমার মন

  একা একা সময় কাটেনা আমার মন ও সোহানী তুমি দেখে যাও।। কতো কষ্টে দিন যায়,কেউ দেখেনা ও সোহানী তুমি দেখে যাও।। একবার এসে তোমার স্মৃতি, আমায় দিয়...