আমি কামাল হোসেন আপনাদের জন্য গানের কলি সংরক্ষণ করা হয়েছে। বাংলা গান, বাউল, বিচ্ছদ, দেহতত্ত্ব, ভাটিয়ালী এবং বিভিন্ন গানের কবিতা ও গজল ইত্যাদি।
শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২১
মা-বাবা সাথে শুদ্ধাচার ।
মা-বাবা সাথে শুদ্ধাচারপিতা-মাতার সাথে সালাম ও কূশল বিনিময় করুন।ঘর থেকে বের হওয়ার সময় পিতার ও মাতার সাথে সাক্ষাৎ করুন।
কি লাগবে না লাগবে এবং কি খাবে না খাবে খোজ খবর নিয়ে বাসায় ফিরার সময় হাতে করে কিছু একটা নিয়ে আসুন দেখবেন ওরা কতো খুশি
হয়েছে।দেখুন সামন্য কিছুতে ওরা অনেক খুশি তার মানে ওরা খুশি সয়ং মহান আল্লাহ খুশি।কারণ আল্লাহ নিদর্েশ পিতা-মাতার সাথে সুন্দর
ব্যবহার করা। তাদের সাথে ও শব্দ করা যাবে না।কোথায়ও গেলে তাদের কে নিয়ে এক সাথে বের হন।ওদের সাথে গল্প আড্ডা দিন দেখবেন ওদের
মন ভালো থাকবে।
Labels:
মা-বাবা সাথে শুদ্ধাচার ।

এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Featured Post
একা একা সময় কাটেনা আমার মন
একা একা সময় কাটেনা আমার মন ও সোহানী তুমি দেখে যাও।। কতো কষ্টে দিন যায়,কেউ দেখেনা ও সোহানী তুমি দেখে যাও।। একবার এসে তোমার স্মৃতি, আমায় দিয়...

-
কত কিছু জানেরে মানুষ কত কিছু জানে।। জানা সত্বে মানুষ কত ভূল করে বসে তবুও মানুষ হুস হয়না কি বসে-ঐ যেমনে মন চায় তেমনি চলে কেউ কিছু বলেনা, বু...
-
Kamal Hossain সম্মানিত ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম,আশা করি সকলে যে যেখানে আছেন ভালো আছেন। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রহিল। আপনারা অনে...
-
বন্ধু কানাই কসাই ঘর,কোথায় তোমার বাড়ি ঘর।। বাজারে আইছো কি নিয়া দেইক্কা দেইক্কা লইয়া যাও যাইবা তুমি কি সদাই লইয়া আমারে একটু বইল্লা যাও।। আইছ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন