শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২

একলা চলো উদাসী মন

                                                             দেহতত্ত গান 
   একলা চলো উদাসী মন,
  ওরে বাউলা মন প্রেম করো জীবের সনে,
  হইওনা নিসর্জন ওরে বাউলা মন ।। 
 
 ১. রুপ সাগরে পরে তুই বিসর্জন দিলি,
 দেখলিনারে মন কোথায় আছো তুমি অপার হয়ে শূন্যে ভূবনে, 
প্রেম করো জীবের সনে,
হইওনা নিসর্জন ওরে বাউলা মন ।। 
 
 ২. ধর্ম-দর্শন হওরে মন, 
ওয়াদা করিছিলি যখন, 
 মানব গঠন ছিলনা তখন,
শূন্যতে পরে ছিলি যখন ভেবে ছিলি কি করবি তখন
 ওরে বাউলা মন প্রেম করো জীবের সনে হইওনা নিসর্জন।। 
 
 ৩. মহাশূন্য ছিল যখন এই ভূবন,
গঠন করিল বিধাতা তখন 
 রুহ আসিলো মৃত্তিকা দিয়ে রুপ নিয়েছে মানবের গঠন
 শব্দ দিয়েছে যখন ওয়াদা করিছিলি তখন 
কামাল বলে ভেবে দেখনা বাউলা মন কি করেছো অবুঝ মন 
 ওরে বাউলা মন প্রেম করো জীবের সনে,হইওনা নিসর্জন।।

 লেখক- কামাল হোসেন তাং-২৫/১২/২০২২

Featured Post

একা একা সময় কাটেনা আমার মন

  একা একা সময় কাটেনা আমার মন ও সোহানী তুমি দেখে যাও।। কতো কষ্টে দিন যায়,কেউ দেখেনা ও সোহানী তুমি দেখে যাও।। একবার এসে তোমার স্মৃতি, আমায় দিয়...