বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪

ছোট কাল থেকে ।

ছোট কাল থেকে

 ‘’ছোট কাল থেকে’’


ছোট কাল থেকে আমি পরো শিকারী ,

পরো শিকারী।।

 কত সময় হাতের খড়ি ছুটে গেলো তাই,

ছুটে গেলো তাই

ছোট কাল থেকে আমি পরো শিকারী,

পরো শিকারী।।

অও এমন এক সময় এলো শিখার সময় নাই,

শিখার সময় নাই

ছোট কাল থেকে আমি পরো শিকারী,

পরো শিকারী।।

কত সময় পিছে গেলো বুঝবার কায়দা নাই,

বুঝবার কায়দা নাই

ছোট কাল থেকে আমি পরো শিকারী,

পরো শিকারী।।

এমন আলো থেকে অন্ধকারে আমি কামাল

এখন দেখার কেউ নাই,দেখার কেউ নাই

ছোট কাল থেকে আমি পরো শিকারী,

পরো শিকারী।।


লেখক-কামাল হোসেন

তাং-০৯/১০/২০২৩

#bdmusic_channel #গান #বাংলাগান #kamalhossain #bissedgaan

Featured Post

একা একা সময় কাটেনা আমার মন

  একা একা সময় কাটেনা আমার মন ও সোহানী তুমি দেখে যাও।। কতো কষ্টে দিন যায়,কেউ দেখেনা ও সোহানী তুমি দেখে যাও।। একবার এসে তোমার স্মৃতি, আমায় দিয়...