শুক্রবার, ১৩ মে, ২০২২

নহর তৈরি করার নিয়ম ও কি ভাবে পান করবো।






কাউসার হলো জান্নাতের একটি নহর।নহর অর্থ হল খাল ঝর্ণাধারা (দুধের নহর বহিয়া সাগরে পড়িতেছে) তাহলে আমরা নহর সর্ম্পকে জানতে পালাম। চলুন আমরা নহর তৈরি করে পান করি। গাভীর দুধ নেই ১/২ লিটার ও মরিম খেজুর ৮ থেকে ১০ পিছ। খেজুরের বিচি খেজুরের খোসা থেকে বের করে ফেলে দেই তার পর পানি দিয়ে ভাল করে ধুয়ে নেই। এখন আমরা ধুদের সাথে খেজুর মিশ্রন করে পাতিলে জাল দিয়ে ভাল করে সিদ্ধ করে নিব। মনে রাখবেন ধুদে কোর প্রকার পানি মিশ্রন করবেন না। তার পর আমরা গরম অবস্থায় খেজুর গুলো ভাল করে মিশে নেই তার পর পরিবেশন করে হালকা গরম থাকায় অবস্থায় আমরা পান করি। মনে রাখবেন যারা বিবাহিত পরুষ তারা রাত্রে পান করবেন আর অবিবাহিত পরুষরা সকালে পান করবেন।
নহর তৈরি করার নিয়ম ও কি ভাবে পান করবো।

Featured Post

একা একা সময় কাটেনা আমার মন

  একা একা সময় কাটেনা আমার মন ও সোহানী তুমি দেখে যাও।। কতো কষ্টে দিন যায়,কেউ দেখেনা ও সোহানী তুমি দেখে যাও।। একবার এসে তোমার স্মৃতি, আমায় দিয়...