শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪

আমার তালা বাবা কলা খাবা

 



আমার তালা বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও
কলাবাগান চাষ কইরা কষ্ট কইরা খাও বাবারে।। 

বাবা কলার গুনে এত ভালো 
অন্ধকারের লাগে কালো 
ওরে বাবা তোমার ইন্ডিয়াতে কত কলা খাও 
কলাবাগান চাষ কইরে কষ্ট কইরা খাও বাবারে।। 

বাবা কলার সাইজ এ-তো বড়
তোমরা কে কোথায় আছো আমায় ধরো
বাবা তোমায় কতো কলা এনে দেবো খাও
কলাবাগান চাষ কইরা কষ্ট কইরা খাও বাবারে।।

লোকের বিরে চাপা চাপি তালা বাবা করে লাপা লাঠি
বাবা তুমি চুপিচুপি কতো কলা খাও বাবারে।।

লেখক কামাল হোসেন 
                    তাং ২৩/০২/২০২৪

Featured Post

একা একা সময় কাটেনা আমার মন

  একা একা সময় কাটেনা আমার মন ও সোহানী তুমি দেখে যাও।। কতো কষ্টে দিন যায়,কেউ দেখেনা ও সোহানী তুমি দেখে যাও।। একবার এসে তোমার স্মৃতি, আমায় দিয়...