দেহতত্ত গান লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
দেহতত্ত গান লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ২৫ আগস্ট, ২০২৪

মন তুই বুঝিস না কেন

 

সাড়ে তিন হাত হয় যদি বাড়ি
কেন কর মারামাড়ি।।

দালানকোঠা রেখে যাবি
এমন এক বাড়ি
মন তুই বুঝিস না কেন দুনিয়াটা ছলচাতুরি।।

যেদিন তুমি এসেছিলে দুনিয়াদারি
সেদিন তুমি কেঁদে ছিলে হেসেছিল তোমার বাড়ি
এখন তোমার যাবার পালা কাঁদবে তোমার বাড়ি।।

যাবার কালে ক্ষমা চাইও তোমার প্রতিবেশী
না হয় স্থান পাইবানা তিনহাত বাড়ি
তাই ভেবে কামাল কয় আমার হবে কি।।

 

লেখক কামাল হোসেন
তাং ২৫/০৮/২০২৪ 

 

সম্মানিত দর্শক বিন্দ যদি আমার গান আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক ও কমেন্ট এবং শেয়ার করবেন ।

BD Music Channel



শনিবার, ২২ জুন, ২০২৪

উপরওলার চালান যদি বসে বসে খাও

 




বন্ধু কানাই কসাই ঘর,কোথায় তোমার বাড়ি ঘর।।
বাজারে আইছো কি নিয়া
দেইক্কা দেইক্কা লইয়া যাও
যাইবা তুমি কি সদাই লইয়া
আমারে একটু বইল্লা যাও।।

আইছো বাজারে কত চালান লইয়া
যাইবা তুমি কি সদাই লইয়া রে
ও মন আমার-যাইবা তুমি কি সদাই লইয়া।।

যে সদাই কিনতে আইছো মনে আছে নি
মহাজনের কথা স্বরণ আছে নি
যাইবার বেলায় যদি খালি হাতে যাও
বাড়ির কথা মনে করে নাও।।

উপরওলার চালান যদি বসে বসে খাও
বিধায় বেলায় ওমন যদি খালি হাতে যাও
সম্পদের মহাজন যিনি হাত কড়াইবেন তিনি
রাস্তায় রাস্তায় ঘুরবে কাঙ্গাল হইয়ারে।।

 

কামাল হোসেন 
তাং 22/06/2024 
সম্মানিত ধর্ষক বিন্ধ যদি আমার গান আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমন শেয়ার করে
আমার পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ ।
 

শনিবার, ২৩ মার্চ, ২০২৪

জগৎ বাড়ি কত সুন্দর করলিরে মন

 



জগৎ বাড়ি কত সুন্দর করলিরে মন

আসল বাড়ি খবর নিলিনা-ওরে মন

তোর মত বোকা আছে

আমার জানা ছিল না।।


কত টাকা খড়ি জমায়ইলি জগৎ বাড়িতে

আসল বাড়িতে নজর দিলিনা-ওরে মন

আসল বাড়ির খবর নিলিনা।।


জগৎ বাড়ির মায়ায় পরে

ভুলে ছিলে আসল বাড়ির ঠিকানা

এখন ও সময় আছে নিজের বাড়ি আপণ করে নেনা

ওরে মন-আসল বাড়ির খবর নিলি না।।


ওরে ভেবে কয় কামাল মন তোর কোথায় আসল বাড়ি

খবর নেনা নিজের বাড়ি,কতো সুন্দর করলি পরের বাড়ি

ওরে মন-আসল বাড়ির খবর নিলি না।।


লেখক কামাল হোসেন

তাং-22/03/2024


 

রবিবার, ১৭ মার্চ, ২০২৪

জগতে মানুষ নামে বসত করে অমানুষে

 




 জগতে মানুষ নামে বসত করে অমানুষে
 জগতে-এ
ওরে জগতে মানুষ রুপে বসত করে অমানুষে
জগতে-এ।।

মাটি হইলো সোনার ঘাটি
মাটি হইলো বসত বাড়ি
কিসের ভবে,জানতো না সে মানুষ রুপে
জগতে -এ।।

ওরে সেই মাটি দিয়া মানুষ হইয়া রুপ দরিয়া বসত করে অমানুষে 
জগতে -এ।।

মানুষ হইলো বুদ্ধিজীবি
মানুষ হইলো শতরুপি
হইলো কিসে
ওরে দামি জিনিস হবে কিসে জানে না সে
জগতে মানুষ নামে বসত করে অমানুষে
জগতে-এ।।

লেখক কামাল হোসেন
তাং15/03/2024

শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

জগতে সারে তিন হাত লম্বা মানুষ অর্ধেক ফারা

 



জগতে সারে তিন লম্বা মানুষ অর্ধেক ফারা
আমার বাড়ি আমার ঘর আমার আমার করো মন।।

দুই চারদিনের বাহাদুরী রে মানুষ
একদিন বাহিরে পরবি ধরা
জগতে সারে তিন হাত লম্বা মানুষ অর্ধেক ফারা,জগতে - এ।।

মাটি দিবা বানাইলো মানুষ সেই মানুষে হিংসা ভরা
জগতে সারে তিন হাত লম্বা মানুষ অর্ধেক ফারা,জগতে - এ।।

মানুষ নয়রে স্বর্ণরুপা,হিরা কাঞ্চন মনি মুক্তা
মানুষের পেঠের ভিতর আছে কতলি আতুরি ভরা
জগতে সারে তিন হাত লম্বা মানুষ অর্ধেক ফারা,জগতে- এ।।

বয়াতীর-অ মুখের বানী,মানুষ আর করিওনা
অহংকারী জ্ঞানী যারা
বয়াতীর -অ মুখের বানী,মানুষ আর করিওনা অহংকারী মানুষ যারা
ওরে লাকশামের ক্ষুদ্র গায়ক ভাইরে, নামটি আমার মারফত আলী
জগতে সারে তিন হাত লম্বা মানুষ অর্ধেক ফারা,জগতে- এ।। 

 

                                                           লেখক মারফত আলী 

বুধবার, ১৩ মার্চ, ২০২৪

সময় থাকতে হাটো

 



সময় থাকথে হাটো
জোয়ানগিরি থাকতে খাটো
ভালো থাকতে চাইলে এখন ধূমপান ছাড়ো
ও আমার বন্ধুগন।।

ভবিষ্যৎ নিয়ে চিন্তা কর
নিজে কোন পথে হাটো
যত অবৈধ কাজ আছে আজ ছাড়ো
ও আমার বন্ধুগন।।

পরকালের কথা একটু ভাবো
অতীতের কথা স্বরণ কর
হিসাব নিকাশ করে তোমার ফল দেখো
ও আমার বন্ধুগন।।

যদি তোমার ফল ভােলো না হয়
কি হবে ভেবে দেখো

লেখক কামাল হোসেন

 

তাং 12/03/2024

শনিবার, ২ মার্চ, ২০২৪

প্রেম কইরনা দেহের সনে

 




                                                   গানের কথা

                                                   ’’ প্রেম কইরনা দেহের সনে  ’’                                                                  
প্রেম কইরনা দেহের সনে
ওরে সোনা মনির ছাও
প্রেম কর জীবের সনে
কইরা আত্মার বাও।।

প্রেম কইরাছে ইউসুব নবী
যারে দিয়েছে আত্মার বাণী
খোরাখ পাইলো মহৎ জ্ঞানী
কইরা আত্মার বাও।।

দেখে শুনে প্রেম করিও
ওরে সোনা মনির চাও
দেহের সনে প্রেম কইরনা
আত্মার সনে বাও।।

জ্ঞানী গুনি আছেন যারা
আমার কথা শুনবেন তারা
প্রেম কর জীবের সনে
কইরা আত্মার বাও।।

লেখক কামাল হোসেন
         তাং12/02/2024

রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪

খুলে না খুলে না আমার তালা খুলে না

 




খুলে না খুলে না,আমার তালা খুলে না
আমার তালার মধ্যে জং ধরেছে গো
আমার তালা জং ধরেছে ।।

কত তালা মিস্ত্রির খবর দিলাম 
আসবে বলে আসলো না গো
আমার তালা জং ছুটে না গো।।

আমি যারে মেস্তুর ভাবি
সে তো প্রস্তাবে হয়না রাজি
অভাগিনীর হবে কি উপায়
ও মেস্তুরী
আমার তালা রং বদলায় ছে গো।।

প্রথম যে দিন হয়েছে দেখা
মনে হয়েছে আর হবেনা দেখা
কারণ তোমার চরিত্র ভালো না গো
আমার তালা জং ধরেছে ।।
 
লেখক কামাল হোসেন
তাং 14/01/2024

 

Featured Post

একা একা সময় কাটেনা আমার মন

  একা একা সময় কাটেনা আমার মন ও সোহানী তুমি দেখে যাও।। কতো কষ্টে দিন যায়,কেউ দেখেনা ও সোহানী তুমি দেখে যাও।। একবার এসে তোমার স্মৃতি, আমায় দিয়...