আত্মমর্যাদা বৃদ্ধি করার কৌশল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
আত্মমর্যাদা বৃদ্ধি করার কৌশল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ১৭ মে, ২০২১

আত্মমর্যাদা বৃদ্ধি করার কৌশল

আত্মমর্যাদা বৃদ্ধি করার কৌশল

 আত্মমর্যাদা বৃদ্ধি করার কৌশল

দরুন আপনি নিম্ম সাধারন পরিবারে জন্ম গ্রহন করেছেন,আপনি কি ভাবছেন যে,আমার দ্বারা সমাজ,জাতি কিছুই পাবেনা বা আমি কি আদর্শবান হতে পারবো ?

হে আপনি পারবেন,পারতে হবে । একটু সাহস মনোবল জাগ্রত করে তুলতে হবে যে আমিও পারবো তাহলে সম্ভব । কিছু কৌশল অবলম্ভন করুন,প্রথমে আপনি মানুষের সরাপন্ন হন,ফ্রি মাইনডে কথাবার্তা বলুন,কেউ শোনলো বা না শোনলো তাতে হতাশ হবেন না,ওদের কথায় কোন জায়গায় দূর্বল আছে সেই জায়গায় ইগনোর করুন আর ভাল কথা,ভাল উপদেশগুলো আপনি কালেক্ট করুন, এবার ঠান্ডা মাথায় অবসরে ইসলামিক ইতিহাস বিশেষঙ্গ ব্যক্তিদের সরাপন্ন হন অথবা নিজে ইসলামিক ইতিহাস বই পরুন অথবা মহানবীর জিবনী পরতে পারেন,অথবা ঈমাম বোখারী লেখা আদাবূল মুফরাদ গ্রন্থটি পরতে পারেন । তাহলে আপনি বুজতে পারবেন যে,আপনি কোন জায়গায় অবস্থান করেছেন ।

দ্বিতীয়তো, গড় থেকে যখন বেড় হবেন আল্লাহ মুখি হয়ে বেড় হন,মানুষের সাথে সালাম কূশল বিনিময় করেন,ছোট বড় সকলকে সালাম দিন । অসহায় ও মিসকিনদের হাতে খাবার তুলে দিন ।মিথ্যা বানোয়াট অপ-প্রচার থেকে দূরে থাকুন ও সত্যটা তুলে ধরুন ।

পাঁচ ওয়াক্ত স্বলাত কায়েম করার অভ্যাস করুন ও পরিবার পরিজনকে অবহিত করুন । আপনার সন্তান-সন্তুতি ও স্ত্রি-গনকে সালাম কূশল বিনিময় করুন ।

ধুমপান ও এলকোহল মদজাতীয় খাবার পরিহার করুন এবং হালাল জাতীয় পুষ্টিকর খাবার গ্রহন করুন ।

পিতা মাতার সাথে সুন্দর ও কোমল ভাষায় কথাবার্তা বলুন ও সালাম কূশল বিনিময় করুন । 

আপনি যে কর্ম করেন সততার সাথে করুন ও সময়কে হাতের মুঠোয় রাখুন যাতে করে সময় অপচয় না হয় । জায়গা জমি থাকলে পরিবেশ বান্ধব ফলের চারা রোপন করতে পারেন যাহা আপনার ভবিষৎতের জন্য সদাকায়ে জারিয়া হিসাবে নেক পাবেন । পারা প্রতিবেশি খোজ খবর রাখুন বিপদ-আপদে হাত বাড়িয়ে দিন ইনশাআল্লাহ আপনার আত্মমর্যাদা দিন দিন বাড়তে থাকবে । সকলকে আমল করার তৌফিক দান করুক আমিন ।

লেখক- কামাল হোসেন
তারিখ-১৭-৫-২০২১

                                                     

Featured Post

একা একা সময় কাটেনা আমার মন

  একা একা সময় কাটেনা আমার মন ও সোহানী তুমি দেখে যাও।। কতো কষ্টে দিন যায়,কেউ দেখেনা ও সোহানী তুমি দেখে যাও।। একবার এসে তোমার স্মৃতি, আমায় দিয়...