কবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
কবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ৩১ মার্চ, ২০২৪

ভূতল ঘর

 



ভূতলের ঘরে যাওয়ার আগে
ওরে মন হিসাব নিকাশ কর।।

পরজনমের পুঁজি কর
পুঁজিমন্ডল সঠিক হলে
তুমি হবে অনেক বড়।।

আমলের খাতা শূন্য হলে
পরবে ধরা ওরে মদন ভাই
ভূতলের ঘরে আজাব হবে
তোমার আর রক্ষা নাই।।

সুখের জীবণ পেয়ে যা করেছিলে তাই
কি করেছ ভবে এই না মদন সাই
নৈকট্য ফেরেশতা আসবে যখন ঘরে
করাগন্ডা হিসাব নিবে ওরে কামাল ভাই
মন্দ হলে আমলনামা
নরক হবে ঠাঁই।।

লেখক কামাল হোসেন
তাং 31/03/2024

রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪

মানুষের মাঝে থেকে উঠে গেছে বিবেক বুদ্ধি রে

মানুষের মাঝে থেকে উঠে গেছে বিবেক বুদ্ধি রে

 মানুষের মাঝে থেকে উঠে গেছে বিবেক বুদ্ধি রে 
হালাল হারাম নাইতো বুঝি বর্তমান সমাজে।। 

কি করিলে হালাল হইবে বুঝে সকলে 
তবুও বুঝে বুঝেনা বর্তমান সমাজে।।

কামার বাজার কোরআন পড়ে কি লাভ হবে রে 
যা পায় তাই খায় বর্তমান সমাজে।। 

এই কথা বলি আমি কামাল বর্তমান সমাজে 
মানুষের মাঝে থেকে উঠে গেছে বিবেক-বুদ্ধি রে

লেখক কামাল হোসেন 
তাং ১৮/০২/২০২৪

Featured Post

একা একা সময় কাটেনা আমার মন

  একা একা সময় কাটেনা আমার মন ও সোহানী তুমি দেখে যাও।। কতো কষ্টে দিন যায়,কেউ দেখেনা ও সোহানী তুমি দেখে যাও।। একবার এসে তোমার স্মৃতি, আমায় দিয়...