রবিবার, ৩১ মার্চ, ২০২৪

ভূতল ঘর

 



ভূতলের ঘরে যাওয়ার আগে
ওরে মন হিসাব নিকাশ কর।।

পরজনমের পুঁজি কর
পুঁজিমন্ডল সঠিক হলে
তুমি হবে অনেক বড়।।

আমলের খাতা শূন্য হলে
পরবে ধরা ওরে মদন ভাই
ভূতলের ঘরে আজাব হবে
তোমার আর রক্ষা নাই।।

সুখের জীবণ পেয়ে যা করেছিলে তাই
কি করেছ ভবে এই না মদন সাই
নৈকট্য ফেরেশতা আসবে যখন ঘরে
করাগন্ডা হিসাব নিবে ওরে কামাল ভাই
মন্দ হলে আমলনামা
নরক হবে ঠাঁই।।

লেখক কামাল হোসেন
তাং 31/03/2024

কোন মন্তব্য নেই:

Featured Post

দে দে পাল তুলে দে

 গানের কথা---------- দে দে পাল তুলে দে                                                       মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা আমি যাবো মদিনা--...