![]() |
কামাল হোসেন লেখক |
আল্লাহু আল্লাহু
একটা নূরের বাত্তি জালাইয়া দে
ও দয়াল আমার অন্তরে।।
আমি অবাঘিনী পাগলিনী
ডাকি তোমায় অন্তরে,
এসকের বাত্তি জ্বালাইয়া দে
ও দয়াল আমার অন্তরে।।
কোটি কোটি বান্দা তোমার
ডাকে তোমায় দিবানিশি
ওরে সেই ডাকে খুশি হইলো
নিজেই মালিক রব্বানা
একটা নূরের বাত্তি জালাইয়া দে
ও দয়াল আমার অন্তরে।।
আরে কত মানুষ অভাব গ্রস্ত
দার প্রান্তে তোমার দরবারে
মোচন করে দাও আমাদের সংসারে
একটা নূরের বাত্তি জালাইয়া দে
ও দয়াল আমার অন্তরে।।
লেখক কামাল হোসেন
তাং-১৭/০১/২০২৪