দেখতে নদীর ঘাটে তুমি পারের নাইয়াদিনো মাঝিরে আমার জীবণ এমনে যাবে বাইয়া।।দেখলো নারে চাইয়া।।আমি প্রেম ভিখারী,মন উদাসী ফেলাইছি হারাইয়া দিনো মাঝিরেআমার জীবণ এমনে যাবে বাইয়া।।ও মাঝিরে প্রেম নদী অনেক ভারী, কেমনে যাবি বাইয়ারে,কেমনে যাবি বাইয়া।আমি দুখি বলে আশায় রইলাম তোর পানে চাইয়া দিনোমাঝিরে আমার জীবন এমনে যাবে বাইয়া।।লেখক কামাল হোসেনতাং-১০/১০/২০২৩
আমি কামাল হোসেন আপনাদের জন্য গানের কলি সংরক্ষণ করা হয়েছে। বাংলা গান, বাউল, বিচ্ছদ, দেহতত্ত্ব, ভাটিয়ালী এবং বিভিন্ন গানের কবিতা ও গজল ইত্যাদি।
দেখতে নদীর ঘাটে। লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
দেখতে নদীর ঘাটে। লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
দেখতে নদীর ঘাটে।
Labels:
দেখতে নদীর ঘাটে।

এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)
Featured Post
একা একা সময় কাটেনা আমার মন
একা একা সময় কাটেনা আমার মন ও সোহানী তুমি দেখে যাও।। কতো কষ্টে দিন যায়,কেউ দেখেনা ও সোহানী তুমি দেখে যাও।। একবার এসে তোমার স্মৃতি, আমায় দিয়...

-
কত কিছু জানেরে মানুষ কত কিছু জানে।। জানা সত্বে মানুষ কত ভূল করে বসে তবুও মানুষ হুস হয়না কি বসে-ঐ যেমনে মন চায় তেমনি চলে কেউ কিছু বলেনা, বু...
-
Kamal Hossain সম্মানিত ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম,আশা করি সকলে যে যেখানে আছেন ভালো আছেন। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রহিল। আপনারা অনে...
-
বন্ধু কানাই কসাই ঘর,কোথায় তোমার বাড়ি ঘর।। বাজারে আইছো কি নিয়া দেইক্কা দেইক্কা লইয়া যাও যাইবা তুমি কি সদাই লইয়া আমারে একটু বইল্লা যাও।। আইছ...