মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪

আমার দেশের মাটি রে ভাই আমার দেশের মাটি

 



আমার দেশের মাটি রে ভাই আমার দেশের মাটি 
সোনার চেয়ে খাঁটি রে ভাই আমার দেশের মাটি।। 

তার উপরে কত জুলুম করে থাকি 
আমার দেশের মাটি রে ভাই,আমার দেশের মাটি।। 

কত ফসল দেয় মাটি,নেই কোন তার ঝুটি 
বারোমাসি কত ফসল আমরা খেয়ে থাকি 
আমার দেশের মাটি রে ভাই আমার দেশের মাটি।। 

মাটির উপরে যোফ যার,কত-না বড় গাছ
তার উপরে বসবাস নেই কোন উৎপাত 
পড়ে থাকে কত মাঠ,ফসল ফলায় না কৃষক জাত 
আমার দেশের মাটি রে ভাই আমার দেশের মাটি।। 

লেখক কামাল হোসেন 


Featured Post

একা একা সময় কাটেনা আমার মন

  একা একা সময় কাটেনা আমার মন ও সোহানী তুমি দেখে যাও।। কতো কষ্টে দিন যায়,কেউ দেখেনা ও সোহানী তুমি দেখে যাও।। একবার এসে তোমার স্মৃতি, আমায় দিয়...