মুর্শিদতত্ত গান লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
মুর্শিদতত্ত গান লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

দে দে পাল তুলে দে


 গানের কথা----------

দে দে পাল তুলে দে                                                      
মাঝি হেলা করিস না
ছেড়ে দে নৌকা
আমি যাবো মদিনা--------------।।

দুনিয়ায় নবী এলো
মা আমিনার ঘরে
হাসিলে হাজার মানিক
কাঁদিলে মুক্তা ঝরে
ও দয়াল মুর্শিদে যার সখা
তার কিসের ভাবনা
আমার হ্রদয় মাঝে কাবা
নয়নে মদিনা--------------------।।

ও নূরের রৌশনীতে
দুনিয়া গেছে ভরে
সে নূরের বাত্তি জ্বলে
মদিনার ঘরে ঘরে
দয়াল মুর্শিদের যার সখা
তার কিসের ভাবনা
আমার হ্রদয় মাঝে কাবা
নয়নে মদিনা-------------------।।

প্রথম লেখা ২০১২ দিত্বীয় সংশোধন ২০১৩ আগষ্ট ৮ বৃহস্পতিবার

Lyrics----
Writer Kamal Hossain
Raise the sails, don't let the boat sway, leave the boat, I will go to Medina-------------..
The Prophet came to the world in the house of Mother Amina. When she smiled, a thousand diamonds fell. When she cried, pearls fell. What is the thought of the kind teacher, whose friend is the Kaaba in my heart, in the eyes of Medina--------------------..
The world is filled with the light of the light, That lamp of light burns, In the houses of Medina, Whose friend is the Kaaba in my heart, In the eyes of Medina-----..  First written 2012 Second revision 2013 August Thursday

মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪

শুকরিয়া করো ভবে ডাকোরে আল্লাহ

 শুকরিয়া করো ভবে ডাকোরে আল্লাহ মনোরে পাখি ভবে
রাজ্জাক বলো মনোরে পাখি একবার আল্লাহ বলো 
মনোরে পাখি-----------ঐ

সদায় সবসময় স্বরণ রাখো রে ময়না পাখি
শুকরিয়া করো ভবে ডাকরো আল্লাহ মনোরে পাখি একবার
রাজ্জাক বলো মনোরে পাখি------------ঐ

হাটা চলার পথে ভেবে হাটো হায়াতের নিশানা চোখে দেখে
হিসাব করে মিলিয়ে দেখো, কি আছে তোমার অবশেষে বন্দিগী 
মনোরে  পাখি একবার আল্লাহ বলো মনোরে পাখি-------ঐ

যা কিছু করেছো পাখি, ইতে হবেনা তোমার ফল আছে কি
রাজ্জাক বলো মনোরে পাখি একবার আল্লাহ বলো মনোরে পাখি----ঐ

 

                                                   লেখক কামাল হোসেন 
                                                   তাং ২০/০৮/২০২৪

কামাল হোসেন



Featured Post

দে দে পাল তুলে দে

 গানের কথা---------- দে দে পাল তুলে দে                                                       মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা আমি যাবো মদিনা--...