গান লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
গান লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪

গান কি ? গানের সুর কয়টি এবং গানের রচয়িতা কি?

 

গান কি ? গান হলো তাল ও সংগিত। গানের প্রথম অংশকে মুখরা বা স্থায়ী বলে আর দ্বিতীয় অংশকে অন্তরা বলে।

গানের সুর কয়টি ? গানের সুর সাধারণত তিনটি সাধারণ সুর ভিন্ন ভিন্ন হয়ে থাকে। সেগুলো হলো  স্থায়ী,অন্তরা ও সঞ্চারী।

গানের রচিয়তা কি ? গানের কথা ও সুর যিনি গীতিকার শুধু মাত্র একটি গানের কথা জন্য দায়ী।তিনি হলেন গীতিকার তার ভাষায় কথা ও সুর এবং গীতিমূলক উপাধান তৈরি করে থাকে।

দর্শকবিন্দ আশা করি বুজতে পেরেছেন। আমার কথা ও লেখা ভুল হলে ক্ষমাপ্রার্থী ।

লেখক কামাল হোসেন
তাং ২২/০৮/২০২৪

সম্মানিত দর্শকবিন্দ আমার লেখা যদি আপনাদের কাছে ভালো  লাগে তাহলে  
আমাকে ফলো দিতে ভুলবেন না।

কামাল হোসেন


Featured Post

একা একা সময় কাটেনা আমার মন

  একা একা সময় কাটেনা আমার মন ও সোহানী তুমি দেখে যাও।। কতো কষ্টে দিন যায়,কেউ দেখেনা ও সোহানী তুমি দেখে যাও।। একবার এসে তোমার স্মৃতি, আমায় দিয়...