সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪

মানব মানবের জন্যে

 





 মানব মানবের জন্যে
প্রাণ প্রাণের জন্যে
একটু দরদ কি মানব পেতে পারেনা ?
ও সখা-----------------।।
মানব মানবের জন্যে

মানব মানবকে বেসাত করে
মানব মানবকে ভাড়া করে।।
সেকেলে অতীত কাহিনী ফিরে এলে
শরম কি তুমি পাবে না?
ও সখা-----------------।।
মানব মানবের জন্যে

বলো কি তোমার হানি
জীবণের অথির নদী
পার হয় তোমাকে ধরে ক্ষীন মানব যদি।।

মানব যদি সে না হয় মানব
দৈত্য কখনো হয়না মানব
যদি দৈত্য কখনো হয় মানব
শরম কি তুমি পাবে না?
ও সখা---------------।।
মানব মানবের জন্যে

লেখক কামাল হোসেন
তাং 15/02/2024

Featured Post

একা একা সময় কাটেনা আমার মন

  একা একা সময় কাটেনা আমার মন ও সোহানী তুমি দেখে যাও।। কতো কষ্টে দিন যায়,কেউ দেখেনা ও সোহানী তুমি দেখে যাও।। একবার এসে তোমার স্মৃতি, আমায় দিয়...