সোমবার, ৪ মার্চ, ২০২৪

বাংঙ্গালী বাবু

 



 বাংঙ্গালী বাবু হাতে দেয় টাইম ছাড়া ঘড়ি
 জিজ্ঞাস করলে লাগে বাবু দৌড়াদুড়ি
একি বাংঙ্গালী বাবু অবস্থা হাতে দেয় টাইম ছাড়া ঘড়ি।। 

ওরে বাবায় করে দিন মজুরি,মা করে পরিশ্রম পরের বাড়িে
এভাবে চালায় সংসার বাড়ি,ছেলে করে বাবু গিরি
বাংঙ্গালী বাবু হাতে দেয় টাইম ছাড়া ঘড়ি
জিজ্ঞাস করলে লাগে বাবু দৌড়াদুড়ি।।

ওরে বাবু ছোট্র কালে তুমি ছিলে অবুঝ পাখি,
খাঁচা থেকে তোমায় ছাড়ে নাই তোমার মা জননী
তোমার খাবার যোগান দিয়েছে জনম দুখি মা জননী
বাংঙ্গালী বাবু হাতে দেয় টাইম ছাড়া ঘড়ি
জিজ্ঞাস করলে লাগে বাবু দৌড়াদুড়ি।।

ওরে বাবু তুমি যখন বড় হয়েছিলে
তোমার পিছনে বাবার কত অবদান
গাছের ডাল হয়ে ছায়া দিতো দিন রাত
স্নেহ ও ভালবাসা কমতি ছিলনা দিন রাত
তাই কামাল বলে ওরে বাবু কি করে ভুলে ছিলে
শৈশবের দিন রাত,মনে কি তোর
বাংঙ্গালী বাবু হাতে দেয় টাইম ছাড়া ঘড়ি
জিজ্ঞাস করলে লাগে বাবু দৌড়াদুড়ি।।

লেখক কামাল হোসেন 

        তাং 08/01/2023

Featured Post

একা একা সময় কাটেনা আমার মন

  একা একা সময় কাটেনা আমার মন ও সোহানী তুমি দেখে যাও।। কতো কষ্টে দিন যায়,কেউ দেখেনা ও সোহানী তুমি দেখে যাও।। একবার এসে তোমার স্মৃতি, আমায় দিয়...