মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪

বন্ধু কই রইলারে

বন্ধু কই রইলারে



বন্ধু কই রইলারে
সময় মতো আইসো বন্ধু ভালো ভাইসোরে।।

ভালো বাসা নাহি যদি পাই
তোর মতো বন্ধু দরকার নাই।।

যদি আসো ভোর রজনীতে ভালো বাসা দিবো মনভরে
তখন মন মেঝাজ ভালো থাকে ভালো বাসা দিবো মন খুলে
এটাইতো ভালো বাসার পরিচয়।।

যেমন রজনীতে ফুল ফুঠে তেমনী আমার যৌবণ ফুঠে
এই সময়ে বুঝেনা পাগলা মন বন্ধুরে 
ভালো বাসা দিও আমারে।।

লেখক কামাল হোসেন
তাং-৩০/০১/২০২৪
 

গান লেখতে হলে আগে কি শিখতে হবে।

গান লেখতে হলে আগে কি শিখতে হবে।



গান লেখতে হলে আগে কি শিখতে হবে ভাষা ও আত্মপ্রকাশ।আঞ্চলিক ভাষা ও সাধু ভাষা
পারদর্শি হতে হয়, না হয় গানের ভাষা ভিন্ন হয়ে যেতে পারে। আপনি চাইলে গান লিখতে
পারবেন না।মানুষের মনের ভাব প্রকাশ পায় এরকম ধরনের ভাষা নির্বাচণ করতে হবে।
যেমন যদি এক লাইন বলি======আধু কি তোমাকে পাবোনা।
আবার আরেকটি লাইন =======আজ কি তোমারে পাবো না। এখন কোনটি সঠিক বাক্য
নির্বাচণ করবেন? তাহলে ভাষা শিক্ষা জরুরী,পাশাপাশি বাংলা ব্যাকরণ শেখা জরুরী। 


কারন অর্থ ছাড়া যেমন শব্দের নাই গতি তাই ব্যাকরণ ছাড়া ভাষা নাই গতি। 
বেশি বেশি অর্থ শিখুন আর মনের ভাব প্রকাশ করুন এবং গানের সুর দেওয়া চেষ্টা করুন
দেখবেন অনেকটাই সহজ হয়ে গেছে।

লেখক কামাল হোসেন

তাং-২৯/০১/২০২৪


Featured Post

দে দে পাল তুলে দে

 গানের কথা---------- দে দে পাল তুলে দে                                                       মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা আমি যাবো মদিনা--...