মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪

বন্ধু কই রইলারে

বন্ধু কই রইলারে



বন্ধু কই রইলারে
সময় মতো আইসো বন্ধু ভালো ভাইসোরে।।

ভালো বাসা নাহি যদি পাই
তোর মতো বন্ধু দরকার নাই।।

যদি আসো ভোর রজনীতে ভালো বাসা দিবো মনভরে
তখন মন মেঝাজ ভালো থাকে ভালো বাসা দিবো মন খুলে
এটাইতো ভালো বাসার পরিচয়।।

যেমন রজনীতে ফুল ফুঠে তেমনী আমার যৌবণ ফুঠে
এই সময়ে বুঝেনা পাগলা মন বন্ধুরে 
ভালো বাসা দিও আমারে।।

লেখক কামাল হোসেন
তাং-৩০/০১/২০২৪
 

কোন মন্তব্য নেই:

Featured Post

দে দে পাল তুলে দে

 গানের কথা---------- দে দে পাল তুলে দে                                                       মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা আমি যাবো মদিনা--...