সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪

প্রেম কইরনা দেহের সনে।

                                                     ''প্রেম কইরনা দেহের সনে"


প্রেম কইরনা দেহের সনে
ওরে সোনা মনির ছাও
প্রেম কর জীবের সনে
কইরা আত্মার বাও।।

প্রেম কইরাছে ইউসুব নবী
যারে দিয়েছে আত্মার বাণী
খোরাখ পাইলো মহৎ বাণী
কইরা আত্মার বাও।।

দেখে শুনে প্রেম করিও
ওরে সোনা মনির ছাও
দেহের সনে প্রেম কইরনা
আত্মার সনে বাও।।

ঙ্গানী গুনি আছেন যারা
আমার কথা শুনবেন তারা
প্রেম কর জীবের সনে
কইরা আত্মার বাও।।

লেখক কামাল হোসেন
তাং-১২/০২/২০২৪

সুন্দর সুন্দর গান পেতে আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখুন।আপনাদের ভালো লাগা গান কমেন্ট

করুন। 

 

 

কোন মন্তব্য নেই:

Featured Post

দে দে পাল তুলে দে

 গানের কথা---------- দে দে পাল তুলে দে                                                       মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা আমি যাবো মদিনা--...