শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪

সুদের বাড়ি টাকা খড়ি।

সুদের বাড়ি টাকা খড়ি।
কামাল হোসেন
লেখক

 

সুদের বাড়ি টাকা খড়ি
কারে দিলা কইরা মন ।।

ও পারেতে শাস্তি পাইবা
ওরে ভোলা মন
জুটবে তোমার কপাল মন্দ
কি করে সইবে তোমার পাগল মন
ওরে ভোলা মন।।

সমাজেতে উঠবে তুমি
ডাকবে তোমার বিচার গন
কি করে জবাব দিবে তোমার মন
ওরে ভোলা মন।।

দুনিয়াতে কি করিলা,কি দেখাইলা তোমার মন
এখন তোমার উপায় নাইরে মন,ধরবে তোমায় সাক্ষীগণ
ওরে ভোলা মন।।

লেখক কামাল হোসেন
তাং-০২/০২/২০২৪


কোন মন্তব্য নেই:

Featured Post

দে দে পাল তুলে দে

 গানের কথা---------- দে দে পাল তুলে দে                                                       মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা আমি যাবো মদিনা--...