রবিবার, ২৫ আগস্ট, ২০২৪

মন তুই বুঝিস না কেন

 

সাড়ে তিন হাত হয় যদি বাড়ি
কেন কর মারামাড়ি।।

দালানকোঠা রেখে যাবি
এমন এক বাড়ি
মন তুই বুঝিস না কেন দুনিয়াটা ছলচাতুরি।।

যেদিন তুমি এসেছিলে দুনিয়াদারি
সেদিন তুমি কেঁদে ছিলে হেসেছিল তোমার বাড়ি
এখন তোমার যাবার পালা কাঁদবে তোমার বাড়ি।।

যাবার কালে ক্ষমা চাইও তোমার প্রতিবেশী
না হয় স্থান পাইবানা তিনহাত বাড়ি
তাই ভেবে কামাল কয় আমার হবে কি।।

 

লেখক কামাল হোসেন
তাং ২৫/০৮/২০২৪ 

 

সম্মানিত দর্শক বিন্দ যদি আমার গান আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক ও কমেন্ট এবং শেয়ার করবেন ।

BD Music Channel



কোন মন্তব্য নেই:

Featured Post

দে দে পাল তুলে দে

 গানের কথা---------- দে দে পাল তুলে দে                                                       মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা আমি যাবো মদিনা--...