মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪

মন চাইলে কি করা যায়।

 



মন চাইলে কি করা যায় গো
আমি যদি যাই মরিয়া।।

চাইলে কি হাসতে পারি
গাইতে পারি গান
আমি যদি যাই মরিয়া।।

চাইলে কি বলতে পারি
চলতে পারি সুখে
বিধাতা নাহি রাখে কপালে
আমি যদি যাই মরিয়া।।

চাইলে ও পাইতে পারি
না পাইলে ও মেঘ বৃষ্টি রোধে যায় বেলা
আমি যদি যাই মরিয়া।।

প্রাণ সখিরে কামাল হোসেন পাইতে মন চায় গো
আমি যদি যাই মরিয়া।।

লেখক কামাল হোসেন
তাং 14/09/2023

সুন্দর সুন্দর গান পেতে আমার পেইজটি ফলো দিয়ে রাখুন।

কোন মন্তব্য নেই:

Featured Post

দে দে পাল তুলে দে

 গানের কথা---------- দে দে পাল তুলে দে                                                       মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা আমি যাবো মদিনা--...