শনিবার, ১৭ আগস্ট, ২০২৪

আমার জীবণ শেষ করিলাম



 

 আমার জীবণ শেষ করিলাম পরের বোঝা বইয়া দিনো বন্ধুরে
 আমার জীবণ শেষ করিলাম যারে----বন্ধু রে-----।।

ওরে কোথায় ছিলাম, কোথায় আইছি,আবার কোথায় যাবো
পথ তো দেখি নারে দিনো বন্ধু রে।।

সাড়া জীবণ কাঠাইলাম হিসাব নিকাস ছাড়া রে
হিসাব নিকাস ছাড়া
এখন শেষ বয়সে কি করিবো রে, দিনো বন্ধু রে।। 

আমার জীবণ শেষ করিলাম পরের বোঝা বইয়া দিনো বন্ধুরে
 আমার জীবণ শেষ করিলাম যারে----বন্ধু রে-----।।

 

লেখক কামাল হোসেন 
তাং ১৭/০৮/২০২৪ 

 

সম্মানিত দর্শক বিন্দ যদি আমার গান আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি কমেন্ট ও শেয়ার  করবেন এবং আপনাদেরকে সুন্দর সুন্দর গান উপহার দিতে আমাকে উৎসাহিত করবেন। ধন্যবাদ


কামাল হোসেন



কোন মন্তব্য নেই:

Featured Post

দে দে পাল তুলে দে

 গানের কথা---------- দে দে পাল তুলে দে                                                       মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা আমি যাবো মদিনা--...