বুধবার, ১৭ জুলাই, ২০২৪

হাত ছারিয়ে দেয় মরন

 



 

 


 

 হাত ছারিয়ে দেয় মরন
 ক্ষ্যাপারে জোয়ান নাহি বারণ।
 
                                                   ধীরে স্থিরে নজর দাও আখিঁ বরণ
                                                  বাণীটি রাখিও আজীবন স্বরণ। 

                                                   বৃষ্টিতে তিব্রতা বারিয়ে দেয় রক্ত ক্ষরন 
                                                   জোয়ানিরে হাত ছানি দেয় আলোর বরণ
 কি করে সহ্য করে নওজোয়ান এমন আচরন।
 
অসভ্য ষাঁড়ের মতন যদি করে আচরন
তিক্ততা বিষন্নতা দূর কর এখ
 
বন্ধ করো নগ্নতা ভাইয়ে ভাইয়ে রক্ত ক্ষরন।
 
ওরা গুন থাকা সত্বে পাপের মাথা করে বারী
বুঝে না বুঝে দেয় উস্কানি 
 
 মিলেমিশে নাহি লাজ,করি এক সাথে কাজ
 হাত বুলিয়ে দে সবার মাঝে কলিজা শীতল হয়ে যাক।

লেখক কামাল হোসেন
তাং ১৭/০৭/২০২৪

কোন মন্তব্য নেই:

Featured Post

একা একা সময় কাটেনা আমার মন

  একা একা সময় কাটেনা আমার মন ও সোহানী তুমি দেখে যাও।। কতো কষ্টে দিন যায়,কেউ দেখেনা ও সোহানী তুমি দেখে যাও।। একবার এসে তোমার স্মৃতি, আমায় দিয়...