শুক্রবার, ১৩ মে, ২০২২

নহর তৈরি করার নিয়ম ও কি ভাবে পান করবো।






কাউসার হলো জান্নাতের একটি নহর।নহর অর্থ হল খাল ঝর্ণাধারা (দুধের নহর বহিয়া সাগরে পড়িতেছে) তাহলে আমরা নহর সর্ম্পকে জানতে পালাম। চলুন আমরা নহর তৈরি করে পান করি। গাভীর দুধ নেই ১/২ লিটার ও মরিম খেজুর ৮ থেকে ১০ পিছ। খেজুরের বিচি খেজুরের খোসা থেকে বের করে ফেলে দেই তার পর পানি দিয়ে ভাল করে ধুয়ে নেই। এখন আমরা ধুদের সাথে খেজুর মিশ্রন করে পাতিলে জাল দিয়ে ভাল করে সিদ্ধ করে নিব। মনে রাখবেন ধুদে কোর প্রকার পানি মিশ্রন করবেন না। তার পর আমরা গরম অবস্থায় খেজুর গুলো ভাল করে মিশে নেই তার পর পরিবেশন করে হালকা গরম থাকায় অবস্থায় আমরা পান করি। মনে রাখবেন যারা বিবাহিত পরুষ তারা রাত্রে পান করবেন আর অবিবাহিত পরুষরা সকালে পান করবেন।
নহর তৈরি করার নিয়ম ও কি ভাবে পান করবো।

বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১

প্রবাসীদের জন্য বিশেষ সুযোগ সুবিধা দেওয়া আমি লাভবান মনে করছি

প্রবাসীদের জন্য বিশেষ সুযোগ সুবিধা দেওয়া আমি লাভবান মনে করছি

 

প্রবাসীদের জন্য বিশেষ সুযোগ 

সুবিধা দেওয়া আমি লাভমান মনে করছি
 । যারা ট্রাবেল এজেন্সি ও বিসা ক্রয় বিক্রয় করেন আপনাদের কাছে আমার অনুরুদ রহিল প্রবাসীদের উপর বেশি জুলুম করবেন না। যত সম্ভব তাদেরকে ছাড় দিয়ে কাজ করবেন।মনে রাখবেন প্রবাসীদের কারনে বাংলাদেশ টিকে আছে,সেই দিক নজর রাখতে হবে কারন গত জুন মাসে 2020 সালে প্রবাসী রেমিটেন্স বাংলাদেশে এসেছে ১৮৩ কোটি মার্কিন ডলার। আলহামদুল্লিাহ এই সময়ে প্রবাসীদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই তাদের অক্রান্ত পরিশ্রম করে দেশের জন্য কিছু করছে,আমাদের উচিত প্রবাসী ভাইদের পাশে দাড়ানো যারা বিপদে আছেন একে অপরকে সাহায্যের হাত বাড়িয়ে দিন তাদের খোজ খবর রাখুন । প্রবাসীদের জানমাল হেফাজত রাখার জন্য আমাদের সকলের দায়িত্ব পালন করতে হবে । যখন শুনি প্রবাসীরা দেশে আসে এয়ারফোটে তাদের মালসামানা গায়েব হয়ে যায়,তখন নিজকে নিছক ও ছোট মনের হয়। এসব কর্মকান্ড যাতে ভবিষৎতে না হয় এয়ারফোট কর্তৃপক্ষকে দৃষ্টিআর্কষন করছি । হে প্রবাসীরা তোমরা আমাদের গর্ব
 অহংকার। তোমরা হলে রেমিটেন্স যোদ্ধা,তোমাদের কোন ভয় নেই,শক্তি সাহস মোনোবল দিয়ে তোমাদের সামনে এগিয়ে আসতে হবে।

দৃষ্টি আর্কষন প্রবাসী ভাইদের প্রতিঃ আপনারা যারা জন্মনিবন্ধন দিয়ে এম আর পি পাসপোর্ট বানিয়ে ছেন,কিন্তু এন আই ডি কার্ড করেননি এখন আপনার পাসপোর্ট মেয়াদ শেষ এখন আপনি কি করবেন ?
আমি আপনাদের কে বলব যারা এমন পরিস্থিতি শিকার হয়েছেন আপনারা জন্মনিবন্ধন দিয়ে এন আই ডি কার্ড বানিয়ে নিন । এখন এন আই ডি কার্ড খুব সহজে বানিয়ে নিতে পারেন কোন জামেলা ছাড়াই । আর নয়তো আপনি পাসপোর্ট রেনিও বা নতুন করতে পারবেন না । তাহলে অবশ্যই আপনার আইডি কার্ড বানিয়ে নিতে হবে । নো টেনশন আপনি সর্বপ্রথম ব্লাড গ্রুপ রিপোর্ট নিবেন তারপর জন্মনিবন্ধন ও পিতা মাতা আইডি কার্ড দিয়ে অনলাইন করে নিবেন।
  আপনি যে এলাকার ভোটার হতে চান সে এলাকার কাউন্সসেলর অথবা চেয়ারম্যান থেকে এক কপি জন্মসনদ সার্টিফিকেট নিন তার পর আপনার বাড়ির বিদ্যূৎ বিল ফটোকপি এক সেট নিন তারপর অনলাইন কপি+ ব্লাডরিপোর্ট+সার্টিফিকেট রিপোর্ট বিদ্যূৎবিল ফটোকপি+পিতা ও মাতার আইডি কার্ড ফটোকপি একত্রে করে নিন তার পর নিকটস্ত নির্বাচন অফিসে যোগাযোগ করুন । আপনার তথ্য দিয়ে ভোটার হয়ে নিন । আপনি এখন ভোটার হলেন কিন্তু এন আই ডি কার্ড কোন দিন পাবো বা কোথায় পাবো ? নো টেনসন আপনি ভোটার সিলিপ দিয়ে নির্বাচন অফিসে গিয়ে যোগাযোগ করুন । আপনি বলুন আমার আইডি কার্ড জরুরী প্রয়োজন তার পর তারা ব্যাংক চালান করতে বলবে আপনি ব্যাংক ড্রাফ করে অফিসে কাগজ পত্র জমা দিন তার পর ২,৩ ঘন্টার মধ্যে আপনি আইডি কার্ড হাতে পাবেন । আর বুঝতে কোন অসুবিধা হলে প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করুন । কল করুন +8801915689731 অতবা মেইল করুন manobsheba1@gmail.com  আমার পরার্মশ যদি আপনাদের ভাল লাগে তা হলে শেয়ার ও কমেন করুন। আপনারা সকলে সুস্থ থাকুন ভাল থাকুন শুভকামনা রহিল ।

শুক্রবার, ৪ জুন, ২০২১

Things that children need to take care of in summer

Things that children need to take care of in summer

 

The weather patterns have changed quite a bit this summer. Najehal eight to eighty in dry heat. In that one half day again took a bath. It is very difficult to control the body of adults in such extreme weather, so work should be done while maintaining the balance of environmental load. And in that case, it is necessary to pay special attention to the body of children.

Question: What aspects of children's health need to be taken care of in such heat?

We may not realize that children feel hot just like us. So they should wear cotton clothes as thin as possible. You will get some relief in summer. He should be fed with water at intervals. Special attention should be paid so that the child does not lack fresh water. Parents should be very careful. Thin cotton clothes should be worn in order not to get hot in the heat. Remember, never give children cold water from the refrigerator because the refrigerator is cold water. Children may get phlegm or cold in the chest and pneumonia germs from cold affect the lungs and respiratory system of children.

What should be done if you sweat excessively during the heat or wake up in the heat?

Answer: Sweating can make you feel cold. Children may catch cold more quickly. If you sweat, wipe it immediately with a cotton dry cloth. Make the children sleep at normal temperature at night. If it is too hot, keep the air cooler or AC at a temperature of 25 to 27 degrees. This will make the child sleep well.

Children eat in summer

Is it okay to be pampered?

Never allow children to play in Rudra during Bhardupur as it may cause allergies or colds due to dust. In the afternoon when Rudra is not present, give children time to play dust where there is cold weather environment, this will increase the intellectual power of children.

In summer, children should not eat any food in the outdoor environment or from the fountain, it can cause upset stomach of children, such as juice, soft water, ice cream, chips, etc.

সোমবার, ১৭ মে, ২০২১

আত্মমর্যাদা বৃদ্ধি করার কৌশল

আত্মমর্যাদা বৃদ্ধি করার কৌশল

 আত্মমর্যাদা বৃদ্ধি করার কৌশল

দরুন আপনি নিম্ম সাধারন পরিবারে জন্ম গ্রহন করেছেন,আপনি কি ভাবছেন যে,আমার দ্বারা সমাজ,জাতি কিছুই পাবেনা বা আমি কি আদর্শবান হতে পারবো ?

হে আপনি পারবেন,পারতে হবে । একটু সাহস মনোবল জাগ্রত করে তুলতে হবে যে আমিও পারবো তাহলে সম্ভব । কিছু কৌশল অবলম্ভন করুন,প্রথমে আপনি মানুষের সরাপন্ন হন,ফ্রি মাইনডে কথাবার্তা বলুন,কেউ শোনলো বা না শোনলো তাতে হতাশ হবেন না,ওদের কথায় কোন জায়গায় দূর্বল আছে সেই জায়গায় ইগনোর করুন আর ভাল কথা,ভাল উপদেশগুলো আপনি কালেক্ট করুন, এবার ঠান্ডা মাথায় অবসরে ইসলামিক ইতিহাস বিশেষঙ্গ ব্যক্তিদের সরাপন্ন হন অথবা নিজে ইসলামিক ইতিহাস বই পরুন অথবা মহানবীর জিবনী পরতে পারেন,অথবা ঈমাম বোখারী লেখা আদাবূল মুফরাদ গ্রন্থটি পরতে পারেন । তাহলে আপনি বুজতে পারবেন যে,আপনি কোন জায়গায় অবস্থান করেছেন ।

দ্বিতীয়তো, গড় থেকে যখন বেড় হবেন আল্লাহ মুখি হয়ে বেড় হন,মানুষের সাথে সালাম কূশল বিনিময় করেন,ছোট বড় সকলকে সালাম দিন । অসহায় ও মিসকিনদের হাতে খাবার তুলে দিন ।মিথ্যা বানোয়াট অপ-প্রচার থেকে দূরে থাকুন ও সত্যটা তুলে ধরুন ।

পাঁচ ওয়াক্ত স্বলাত কায়েম করার অভ্যাস করুন ও পরিবার পরিজনকে অবহিত করুন । আপনার সন্তান-সন্তুতি ও স্ত্রি-গনকে সালাম কূশল বিনিময় করুন ।

ধুমপান ও এলকোহল মদজাতীয় খাবার পরিহার করুন এবং হালাল জাতীয় পুষ্টিকর খাবার গ্রহন করুন ।

পিতা মাতার সাথে সুন্দর ও কোমল ভাষায় কথাবার্তা বলুন ও সালাম কূশল বিনিময় করুন । 

আপনি যে কর্ম করেন সততার সাথে করুন ও সময়কে হাতের মুঠোয় রাখুন যাতে করে সময় অপচয় না হয় । জায়গা জমি থাকলে পরিবেশ বান্ধব ফলের চারা রোপন করতে পারেন যাহা আপনার ভবিষৎতের জন্য সদাকায়ে জারিয়া হিসাবে নেক পাবেন । পারা প্রতিবেশি খোজ খবর রাখুন বিপদ-আপদে হাত বাড়িয়ে দিন ইনশাআল্লাহ আপনার আত্মমর্যাদা দিন দিন বাড়তে থাকবে । সকলকে আমল করার তৌফিক দান করুক আমিন ।

লেখক- কামাল হোসেন
তারিখ-১৭-৫-২০২১

                                                     

Strategies to increase self-esteem


Kamal Hossain
Writer
 Strategies to increase self-esteem

Because you were born into a lowly family, do you think that society and race will get nothing from me or can I be an ideal?

O you can, you must. A little courage is needed to awaken the morale that I can if possible. Here are Some tips to help you get started, first talk to people, talk freely, don't be Discouraged if someone hears it or not,ignore where there words are weak and collect good words, good advice, now relax in the cold. You can read Islamic history books yourself or read the biography of the Prophet, or you can read the book Adabul Mufrad written by Imam Bukhari. Then you can understand where you are located.

Secondly, when you are above average, you face Allah, you exchange greetings with people, you greet everyone, big and small. Give food to the helpless and the poor.

Stay away from false propaganda and highlight the truth.

Practice praying five times a day and inform your family. Greet your children and spouses.

Avoid smoking and alcohol and eat halal nutritious food.

Talk to your parents in a nice and gentle way and exchange greetings.

Do what you do honestly and keep time in your hands so that time is not wasted.If you Have Land,You Can Plant Eco- Friendly Fruit Saplings which will be good For Your Future. Keep your neighbors informed. Raise your hand in times of danger. InshaAllah, your self-esteem will continue to increase day by day. May Amin grant everyone the gift of obedience.

                                                         Author- Kamal Hossain

                                                          Date-18-5-2021

                                                           Comilla

কম খরচে দালাল ছাড়াই ই-পাসপোর্ট করুন ।

কম খরচে দালাল ছাড়াই ই-পাসপোর্ট করুন ।

 প্রিয় সম্মানিত মহোদয়গন,আপনারা অবগত আছেন যে, এম আর পি পাসপোর্ট পরিবর্তে ই-পাসপোর্ট সরকার চালু করছে সেই সুবাধে আপনাদের ভোগান্তি যাতে না হয় অনলাইন আবেদন ব্যবস্থা করেছে তাই আমি আপনাদের পাশে আছি যে কোন সময়। তাই কোন দালাল ছাড়াই আপনার পাসপোর্ট আপনি নিজে করুন,যে কোন মূহর্তে,তাই আর অপেক্ষা নয় অনলাইন আবেদন ফরম নিতে আমার সাথে যোগাযোগ করতে পারেন ।

মোবাইল নম্বরঃ-01915689731
অথবা মেইল করুন manobsheba1@gmail.com
অনলাইন ফিঃ২৫০ টাকা মাত্র
টাকা পাঠানঃ-01915689731 (বিকাশ,নগদ,রকেট,এম কেশ)

মঙ্গলবার, ৪ মে, ২০২১

Ways to keep boys and girls safe.

Ways to keep boys and girls safe.

 I fear that over the past few days, the way boys and girls between the ages of 3 and 18 are getting addicted to Facebook, Twitter and games and the Nickelodeon channel in India, their future is going dark. If such a situation continues, today and tomorrow children will become ignorant in the future. This is because boys and girls are not taking books in their hands. Therefore, from now on, all of us parents have to be careful, we have to take steps on how to stay away from Facebook, Twitter and games. I think the government can make a big contribution to this, such as Facebook, YouTube, Twitter account to open a national ID is required, then some boys and girls will save time. Many thanks to everyone.

Writer-Kamal Hossain

Featured Post

একা একা সময় কাটেনা আমার মন

  একা একা সময় কাটেনা আমার মন ও সোহানী তুমি দেখে যাও।। কতো কষ্টে দিন যায়,কেউ দেখেনা ও সোহানী তুমি দেখে যাও।। একবার এসে তোমার স্মৃতি, আমায় দিয়...