মধুর সুরে কথা কইয়া প্রাণ বন্ধু কি করিলোহায়রে কালা বন্ধে কি দুষে লুকাইলো।।
তুই তো ছিলে সঙ্গী আমার নিত্য দিনের আশা
নিত্য দিনের আশা।
হায়রে কালা বন্ধে কি দুষে লুকাইলো।।
আশা ছিলো মনে প্রাণ বন্ধুরে লইয়া উড়াল দিবো বনে
সেই আশা রইলো আমার মনে।
হায়রে কালা বন্ধে কি দুষে লুকাইলো।।
ওরে আশা ভরসা শেষ হয়ে যাবে, বন্ধু না পাই তোরে
হায়রে কালা বন্ধে কি দুষে লুকাইলো।।
এখন শুধু কামাল পথ চেয়ে আছে কখন দেখা হবে
হায়রে কালা বন্ধে কি দুষে লুকাইলো।।
লেখক কামাল হোসেন
তাং-১৪/১০/২০২৩