ধররে এমন মনের আদবের সঙ্গ
ধররে এমন মনের মাওলার সঙ্গ।।
তুই ধরিসনারে এমন হিতাকাঙ্কি বন্ধুর সঙ্গ
ধরা খাবি ঐ পথে,যাবি যখন মাওলার সঙ্গ।।
তুই চিনলেনা নারে মানবের সঙ্গ
খুঝে বেড়াশ কিসের সঙ্গ,তোর ঘরে আছে সর্গ সঙ্গ।।
মন তুই ধররে শক্ত হস্তে গুরুর সঙ্গ
মনকে কামাল বলে,মিলবে তোর মাওলার সঙ্গ
অবেহেলা করিসনা মানবের সঙ্গ।।
লেখক-কামাল হোসেন
তাং-১০/১২/২০২২
আমি কামাল হোসেন আপনাদের জন্য গানের কলি সংরক্ষণ করা হয়েছে। বাংলা গান, বাউল, বিচ্ছদ, দেহতত্ত্ব, ভাটিয়ালী এবং বিভিন্ন গানের কবিতা ও গজল ইত্যাদি।
মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
ধর এমন মনের আদবের সঙ্গ।

সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
বন্ধু ধোকা দিওনা।
ধোকা দিয়া বন্ধু ফোকা খাইওনা।।
কইলজা কাঠা বন্ধু তুমি
আগে জানতাম না
জানলে পরে তোমার সনে পিরিত করতাম না।।
ওরে বারো মাসে তের পুজা
আগে জানতাম না
কাচা কলা গাছে পাকাইলা
আমি দেখলাম না।।
ওরে সময় মতো আইসো বন্ধু
ধোকা দিওনা
যৌবণ গাড়ি থেমে গেলে এই কামাল কে পাইবা না ।।
লেখক-কামাল হোসেন
তাং-২৮/১০/২০২৩

রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
জগতে এমন কোন চান্দু নাই।
জগতে এমন কোন চান্দু নাইমারে কষ্ট দেয়নি এমন কোন নাই ।।বিয়া করে বৌ আপন মা পর হয়ে যায়মায়ে কিছু কইলে কয় বৌ জোদা খাই।।বৌয়ে খাইবো পলাও কুরমা তরকারীওরে মা খাইবো সুটকী মাছের তরকারীকি অপরাধ করছে মায়েএই দুনিয়া সব বাবুরে দেখাই।।ওরে ভালো খাবার মা চাইলে বুঝিমুখ ফিরেয়ে গড়ের বৌয়ানিকিতা আছে ঘরে মু্ই জানিযা আছে খেয়ে নাও তানে।।লেখক কামাল হোসেন27/10/2023

শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
সংসার জ্বালা কঠিন জ্বালা ।
সংসার জ্বালা কঠিন জ্বালা
যে কইরাছে সে জানে
সংসার কইরো না, সংসার মর্ম না জেনে
না জেনে ।।
সংসার হইলো আল্লাহরি দান
সংসার হইলো শান্তির পংগাম
সংসার মিলে যতনে,সংসার কইরো না,
সংসার মর্ম না জেনে।।
যদি না হয় মন মতো,সংসার হয়রে অশান্ত
আদর সোহাগ সব বন্ধ
কি যে অশান্ত মনে রে,সংসার কইরো না,
সংসার মর্ম না জেনে।।
সংসার হইলো পিরিত ভান্ডার
যদি না অন্ধকার,দিন যাবে মন মতো সংসারে
সংসার কইরো না,সংসার মর্ম না জেনে।।
লেখক-কামাল হোসেন
তং-২৫/১০/২০২৩

শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪
ওঠ হে মুসলমান জাগ্রত হও মানবতার জন্য
ওঠ হে মুসলমান জাগ্রত হও মানবতার জন্য
ঘুমিয়ে থাকলে মার খাবা সন্দেহ নেই তাতে।।
ইনসাফ বিলীন হয়ে গেছে বসে থাকা যায়না
আর ঘরে মানবতার জন্যে ডাকদাও এক্য হয়ে।।
এভাবে বসে থাকলে মুসলিম বিশ্ব ধ্বংশ হবে
সন্দেহ নেই তাতে।।
তাই কামাল হোসেন বলে সময় এসেছে অন্যায়
প্রতিশোধ নিতে হাতে হাত মিলিয়ে যুদ্ধ কর এক সাথে।।
লেখক-কামাল হোসেন
তাং-২২/১০/২০২৩

বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
আমার অন্তর পুরে অঙ্গার হইলো।
আমার অন্তর পুরে অঙ্গার হইলো
মন হইলো কালা সংসার করে, হায়রে
সংসার করে না মন দিলে সেটা হইতো বালা
জানতে আমার হইলো দেরি এই সংসারের জ্বালা।।
অবলা সরলা ছিলো আমারী মন
না বুঝিয়া করিলাম সংসার এই জীবণ
কত কষ্ট সইতে হবে আমার এই মন।।
শিশুকাল ছিলো ভালো মায়ের কোলে
কত যত্ম আদর পেতাম মায়েরী কোলে
এখন আমি হারে হারে টের পেয়েছি
কোথায় গেল যৌবন।।
তাই কামাল বলে সংসার জীবণ বহুত
পেরা জানতামনা আগে রে,ওরে আগে
তিতা পিছে মিঠা এটাই মানব জাীবণ রে।।
লেখক-কামাল হোসেন
তাং-20/10/2023

বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
ওঠ ওঠ মুসলমানও ঘুমানোর সময় নাই।
ওঠ ওঠ মুসলমানও ঘুমানোর সময় নাই
এমন সময় এসে গেলো,বুঝবার কায়দা নাই।।
কত মানুষ আইলো গেলো,দেখলাম নারে ভাই
এমন জাতি আসবে নাকী বুঝতাম নারে ভাই।।
এখন দেখি আইসা গেছে বলার কিছু নাই
পাখির মত থাবা দাও ছারবার কায়দা নাই।।
যেখানে পাও সেখানে খিছা দাওরে ভাই
দেরি করলে পস্তাইবা পরে বুঝবা ভাই।।
লেখক-কামাল হোসেন
তাং- ১৭/১০/২০২৩

Featured Post
একা একা সময় কাটেনা আমার মন
একা একা সময় কাটেনা আমার মন ও সোহানী তুমি দেখে যাও।। কতো কষ্টে দিন যায়,কেউ দেখেনা ও সোহানী তুমি দেখে যাও।। একবার এসে তোমার স্মৃতি, আমায় দিয়...

-
কত কিছু জানেরে মানুষ কত কিছু জানে।। জানা সত্বে মানুষ কত ভূল করে বসে তবুও মানুষ হুস হয়না কি বসে-ঐ যেমনে মন চায় তেমনি চলে কেউ কিছু বলেনা, বু...
-
Kamal Hossain সম্মানিত ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম,আশা করি সকলে যে যেখানে আছেন ভালো আছেন। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রহিল। আপনারা অনে...
-
বন্ধু কানাই কসাই ঘর,কোথায় তোমার বাড়ি ঘর।। বাজারে আইছো কি নিয়া দেইক্কা দেইক্কা লইয়া যাও যাইবা তুমি কি সদাই লইয়া আমারে একটু বইল্লা যাও।। আইছ...