মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪

সময়ের কাজ সময় মত কর

 

কত বছর কত সময় গেল পিছনে
ভাবলাম নারে একটু খানি এই সময়ে।।
ওরে পাগল মন-----------------------------------

মূল্যবান সময় হাত ছাড়া হলো কর্ম দোষে
এখন ভাবি শেষ বয়সে অবশেষে কি হবে ।।
ওরে পাগল মন-------------------------------

সময় মতো কাজ না হলে সময় থাকেনা
আর সময়ের কাজ সময় মত কর রে মন
ভেবে দেখো না সময় হাত ছাড়া হলে
আর কপালে ঝুটেনা।।
ওরে পাগল মন-------------------------------

জীবণ থাকতে সয়টাকে গুরুত্ব দাও
এখনও সময় আছে ।।
ওরে পাগল মন-------------------------------

 

লেখক কামাল হোসেন 
তাং২৭/০৮/২০২৪ 

 

    

কোন মন্তব্য নেই:

Featured Post

দে দে পাল তুলে দে

 গানের কথা---------- দে দে পাল তুলে দে                                                       মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা আমি যাবো মদিনা--...