ভালো না ভালো না,অতি আদর ভালো না
আমার কথা মনে রাখলিনারে
আমার কথা মনে রাখলিনা।।
ছোট্র কালের সোনা বন্ধু থাকতাম একসাথে
বয়স যখন হইলো কুরি,ভূলি গেলি আমারে
আমার কথা মনে রাখলিনারে ।।
বন্ধু তুমি কোথায় রইলা খুজি তোমারে
ছোট্র কালের গোপন কথা নাইকি তোর মনে
আমার কথা মনে রাখলিনারে ।।
এখন কামাল দিশেহারা বন্ধু তোর জন্য রে
আগে জানলে এমন করবি ভালো বাসতাম নারে
আমার কথা মনে রাখলিনারে ।।
লেখক কামাল হোসেন
২৯/১০/২০২৩
আমি কামাল হোসেন আপনাদের জন্য গানের কলি সংরক্ষণ করা হয়েছে। বাংলা গান, বাউল, বিচ্ছদ, দেহতত্ত্ব, ভাটিয়ালী এবং বিভিন্ন গানের কবিতা ও গজল ইত্যাদি।
বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
ভালো না ভালো না।
I am Kamal Hossain.I am a song and poetry and ghazal writer. Also collection of Baul songs, Bichched songs, Dehatatta songs, Bhatiali songs, Palligiti etc.
মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
ধর এমন মনের আদবের সঙ্গ।
ধররে এমন মনের আদবের সঙ্গ
ধররে এমন মনের মাওলার সঙ্গ।।
তুই ধরিসনারে এমন হিতাকাঙ্কি বন্ধুর সঙ্গ
ধরা খাবি ঐ পথে,যাবি যখন মাওলার সঙ্গ।।
তুই চিনলেনা নারে মানবের সঙ্গ
খুঝে বেড়াশ কিসের সঙ্গ,তোর ঘরে আছে সর্গ সঙ্গ।।
মন তুই ধররে শক্ত হস্তে গুরুর সঙ্গ
মনকে কামাল বলে,মিলবে তোর মাওলার সঙ্গ
অবেহেলা করিসনা মানবের সঙ্গ।।
লেখক-কামাল হোসেন
তাং-১০/১২/২০২২
I am Kamal Hossain.I am a song and poetry and ghazal writer. Also collection of Baul songs, Bichched songs, Dehatatta songs, Bhatiali songs, Palligiti etc.
সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
বন্ধু ধোকা দিওনা।
ধোকা দিয়া বন্ধু ফোকা খাইওনা।।
কইলজা কাঠা বন্ধু তুমি
আগে জানতাম না
জানলে পরে তোমার সনে পিরিত করতাম না।।
ওরে বারো মাসে তের পুজা
আগে জানতাম না
কাচা কলা গাছে পাকাইলা
আমি দেখলাম না।।
ওরে সময় মতো আইসো বন্ধু
ধোকা দিওনা
যৌবণ গাড়ি থেমে গেলে এই কামাল কে পাইবা না ।।
লেখক-কামাল হোসেন
তাং-২৮/১০/২০২৩
I am Kamal Hossain.I am a song and poetry and ghazal writer. Also collection of Baul songs, Bichched songs, Dehatatta songs, Bhatiali songs, Palligiti etc.
রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
জগতে এমন কোন চান্দু নাই।
জগতে এমন কোন চান্দু নাইমারে কষ্ট দেয়নি এমন কোন নাই ।।বিয়া করে বৌ আপন মা পর হয়ে যায়মায়ে কিছু কইলে কয় বৌ জোদা খাই।।বৌয়ে খাইবো পলাও কুরমা তরকারীওরে মা খাইবো সুটকী মাছের তরকারীকি অপরাধ করছে মায়েএই দুনিয়া সব বাবুরে দেখাই।।ওরে ভালো খাবার মা চাইলে বুঝিমুখ ফিরেয়ে গড়ের বৌয়ানিকিতা আছে ঘরে মু্ই জানিযা আছে খেয়ে নাও তানে।।লেখক কামাল হোসেন27/10/2023
I am Kamal Hossain.I am a song and poetry and ghazal writer. Also collection of Baul songs, Bichched songs, Dehatatta songs, Bhatiali songs, Palligiti etc.
শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
সংসার জ্বালা কঠিন জ্বালা ।
সংসার জ্বালা কঠিন জ্বালা
যে কইরাছে সে জানে
সংসার কইরো না, সংসার মর্ম না জেনে
না জেনে ।।
সংসার হইলো আল্লাহরি দান
সংসার হইলো শান্তির পংগাম
সংসার মিলে যতনে,সংসার কইরো না,
সংসার মর্ম না জেনে।।
যদি না হয় মন মতো,সংসার হয়রে অশান্ত
আদর সোহাগ সব বন্ধ
কি যে অশান্ত মনে রে,সংসার কইরো না,
সংসার মর্ম না জেনে।।
সংসার হইলো পিরিত ভান্ডার
যদি না অন্ধকার,দিন যাবে মন মতো সংসারে
সংসার কইরো না,সংসার মর্ম না জেনে।।
লেখক-কামাল হোসেন
তং-২৫/১০/২০২৩
I am Kamal Hossain.I am a song and poetry and ghazal writer. Also collection of Baul songs, Bichched songs, Dehatatta songs, Bhatiali songs, Palligiti etc.
শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪
ওঠ হে মুসলমান জাগ্রত হও মানবতার জন্য
ওঠ হে মুসলমান জাগ্রত হও মানবতার জন্য
ঘুমিয়ে থাকলে মার খাবা সন্দেহ নেই তাতে।।
ইনসাফ বিলীন হয়ে গেছে বসে থাকা যায়না
আর ঘরে মানবতার জন্যে ডাকদাও এক্য হয়ে।।
এভাবে বসে থাকলে মুসলিম বিশ্ব ধ্বংশ হবে
সন্দেহ নেই তাতে।।
তাই কামাল হোসেন বলে সময় এসেছে অন্যায়
প্রতিশোধ নিতে হাতে হাত মিলিয়ে যুদ্ধ কর এক সাথে।।
লেখক-কামাল হোসেন
তাং-২২/১০/২০২৩
I am Kamal Hossain.I am a song and poetry and ghazal writer. Also collection of Baul songs, Bichched songs, Dehatatta songs, Bhatiali songs, Palligiti etc.
বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
আমার অন্তর পুরে অঙ্গার হইলো।
আমার অন্তর পুরে অঙ্গার হইলো
মন হইলো কালা সংসার করে, হায়রে
সংসার করে না মন দিলে সেটা হইতো বালা
জানতে আমার হইলো দেরি এই সংসারের জ্বালা।।
অবলা সরলা ছিলো আমারী মন
না বুঝিয়া করিলাম সংসার এই জীবণ
কত কষ্ট সইতে হবে আমার এই মন।।
শিশুকাল ছিলো ভালো মায়ের কোলে
কত যত্ম আদর পেতাম মায়েরী কোলে
এখন আমি হারে হারে টের পেয়েছি
কোথায় গেল যৌবন।।
তাই কামাল বলে সংসার জীবণ বহুত
পেরা জানতামনা আগে রে,ওরে আগে
তিতা পিছে মিঠা এটাই মানব জাীবণ রে।।
লেখক-কামাল হোসেন
তাং-20/10/2023
I am Kamal Hossain.I am a song and poetry and ghazal writer. Also collection of Baul songs, Bichched songs, Dehatatta songs, Bhatiali songs, Palligiti etc.
Featured Post
দে দে পাল তুলে দে
গানের কথা---------- দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা আমি যাবো মদিনা--...
-
The weather patterns have changed quite a bit this summer. Najehal eight to eighty in dry heat. In that one half day again took a bath. It...
-
ধররে এমন মনের আদবের সঙ্গ ধররে এমন মনের মাওলার সঙ্গ।। তুই ধরিসনারে এমন হিতাকাঙ্কি বন্ধুর সঙ্গ ধরা খাবি ঐ পথে,যাবি যখন মাওলার সঙ্গ।। তুই চিনলে...





