বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪

ভালো না ভালো না।

ভালো না ভালো না

 ভালো না ভালো না,অতি আদর ভালো না

আমার কথা মনে রাখলিনারে 

আমার কথা মনে রাখলিনা।।

ছোট্র কালের সোনা বন্ধু থাকতাম একসাথে

বয়স যখন হইলো কুরি,ভূলি গেলি আমারে

আমার কথা মনে রাখলিনারে ।।

বন্ধু তুমি কোথায় রইলা খুজি তোমারে

ছোট্র কালের গোপন কথা নাইকি তোর মনে

আমার কথা মনে রাখলিনারে ।।

এখন কামাল দিশেহারা বন্ধু তোর জন্য রে

আগে জানলে এমন করবি ভালো বাসতাম নারে

আমার কথা মনে রাখলিনারে ।।

লেখক কামাল হোসেন 

২৯/১০/২০২৩


কোন মন্তব্য নেই:

Featured Post

দে দে পাল তুলে দে

 গানের কথা---------- দে দে পাল তুলে দে                                                       মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা আমি যাবো মদিনা--...