আমি কামাল হোসেন আপনাদের জন্য গানের কলি সংরক্ষণ করা হয়েছে। বাংলা গান, বাউল, বিচ্ছদ, দেহতত্ত্ব, ভাটিয়ালী এবং বিভিন্ন গানের কবিতা ও গজল ইত্যাদি।
মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
বন্ধু কই রইলারে

গান লেখতে হলে আগে কি শিখতে হবে।
পারদর্শি হতে হয়, না হয় গানের ভাষা ভিন্ন হয়ে যেতে পারে। আপনি চাইলে গান লিখতে
পারবেন না।মানুষের মনের ভাব প্রকাশ পায় এরকম ধরনের ভাষা নির্বাচণ করতে হবে।
যেমন যদি এক লাইন বলি======আধু কি তোমাকে পাবোনা।
আবার আরেকটি লাইন =======আজ কি তোমারে পাবো না। এখন কোনটি সঠিক বাক্য
নির্বাচণ করবেন? তাহলে ভাষা শিক্ষা জরুরী,পাশাপাশি বাংলা ব্যাকরণ শেখা জরুরী।
কারন অর্থ ছাড়া যেমন শব্দের নাই গতি তাই ব্যাকরণ ছাড়া ভাষা নাই গতি।
বেশি বেশি অর্থ শিখুন আর মনের ভাব প্রকাশ করুন এবং গানের সুর দেওয়া চেষ্টা করুন
দেখবেন অনেকটাই সহজ হয়ে গেছে।
লেখক কামাল হোসেন
তাং-২৯/০১/২০২৪

সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
কতো দিন দেখিনি তোমায়।
কতো দিন দেখিনি তোমায়
মা গো ------ও
মনে পরে তাই,মনে পরে তাই
মা গো ------ও।।
মা তুমি কোথায় আছো
মা গো ------ও
দেখা দাও আমায়,দেখা দাও আমায়
মা গো ------ও।।
অ----ও--- কতো কষ্টে আছি মাগো
কেউ দেখার নাই
তোমার কথা মনে করে চোখের জল ফালাই
মা গো ------ও
কতো দিন দেখিনি তোমায়
মা গো ------ও।।
লেখক কামাল হোসেন
তাং-২৭/০১/২০২৪

শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
তোরা পানি দে পানি দে।
তোরা পানি দে, পানি দে,পানি দে সখী
মাথায় পানি দে তোরা
যা করবার তাই কইরা গেছে
আমার বন্ধু কালা চোরা।।
আমার বন্ধুর মন কেমন ছিলো
সুখের ঘরে দুখের বাসা বাইনদা গেলো।।
সখী দেখে যা,দেখে যা,সখী আমার মনে কতো যন্ত্রনা।।
আমি তারে বিশ্বাস কইরা অন্তরে দিলাম টাই
আসলে এখন বুঝি ভালো বাসনা আমায়,
সখী লাগবে না ,লাগবে না,ভালোবাসা লাগবে না।।
লেখক কামাল হোসেন
২৪/০১/২০২৪

শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
কতো দিন কতো রাত।
কতো দিন কতো রাত
থাকতে আমার পাশে
তুমি ভুলে গেলে আমাকে,
আমি ভুলিনি তোমাকে।।
কতো রাত কতো দিন
ছিলে একসাথে এভাবে
কাটতো দুজনে মিলে মিশে।।
আমার চাওয়া,আমার পাওয়া শেষ
হয়নি তোমার কাছে থেকে
কি ভাবে ভুলেছো আমাকে
আমি ভুলতে পারিনী তোমাকে ।।
পৃথিবীর যত আশা ছিলো তোমায় নিয়ে
তুমি বলো কি করে ভুলে কামাল তোমাকে
আমি স্বরণ করি তোমাকে।।
লেখক কামাল হোসেন
তাং-২৬/১০/২০-২৪

বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
ভালো না ভালো না।
ভালো না ভালো না,অতি আদর ভালো না
আমার কথা মনে রাখলিনারে
আমার কথা মনে রাখলিনা।।
ছোট্র কালের সোনা বন্ধু থাকতাম একসাথে
বয়স যখন হইলো কুরি,ভূলি গেলি আমারে
আমার কথা মনে রাখলিনারে ।।
বন্ধু তুমি কোথায় রইলা খুজি তোমারে
ছোট্র কালের গোপন কথা নাইকি তোর মনে
আমার কথা মনে রাখলিনারে ।।
এখন কামাল দিশেহারা বন্ধু তোর জন্য রে
আগে জানলে এমন করবি ভালো বাসতাম নারে
আমার কথা মনে রাখলিনারে ।।
লেখক কামাল হোসেন
২৯/১০/২০২৩

মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
ধর এমন মনের আদবের সঙ্গ।
ধররে এমন মনের আদবের সঙ্গ
ধররে এমন মনের মাওলার সঙ্গ।।
তুই ধরিসনারে এমন হিতাকাঙ্কি বন্ধুর সঙ্গ
ধরা খাবি ঐ পথে,যাবি যখন মাওলার সঙ্গ।।
তুই চিনলেনা নারে মানবের সঙ্গ
খুঝে বেড়াশ কিসের সঙ্গ,তোর ঘরে আছে সর্গ সঙ্গ।।
মন তুই ধররে শক্ত হস্তে গুরুর সঙ্গ
মনকে কামাল বলে,মিলবে তোর মাওলার সঙ্গ
অবেহেলা করিসনা মানবের সঙ্গ।।
লেখক-কামাল হোসেন
তাং-১০/১২/২০২২

Featured Post
একা একা সময় কাটেনা আমার মন
একা একা সময় কাটেনা আমার মন ও সোহানী তুমি দেখে যাও।। কতো কষ্টে দিন যায়,কেউ দেখেনা ও সোহানী তুমি দেখে যাও।। একবার এসে তোমার স্মৃতি, আমায় দিয়...

-
কত কিছু জানেরে মানুষ কত কিছু জানে।। জানা সত্বে মানুষ কত ভূল করে বসে তবুও মানুষ হুস হয়না কি বসে-ঐ যেমনে মন চায় তেমনি চলে কেউ কিছু বলেনা, বু...
-
Kamal Hossain সম্মানিত ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম,আশা করি সকলে যে যেখানে আছেন ভালো আছেন। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রহিল। আপনারা অনে...
-
বন্ধু কানাই কসাই ঘর,কোথায় তোমার বাড়ি ঘর।। বাজারে আইছো কি নিয়া দেইক্কা দেইক্কা লইয়া যাও যাইবা তুমি কি সদাই লইয়া আমারে একটু বইল্লা যাও।। আইছ...