সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪

কতো দিন দেখিনি তোমায়।


কতো দিন দেখিনি তোমায়

মা গো ------ও

মনে পরে তাই,মনে পরে তাই

মা গো ------ও।।

মা তুমি কোথায় আছো

মা গো ------ও

দেখা দাও আমায়,দেখা দাও আমায়

মা গো ------ও।।

অ----ও--- কতো কষ্টে  আছি মাগো

কেউ দেখার নাই

তোমার কথা মনে করে চোখের জল ফালাই

মা গো ------ও

কতো দিন দেখিনি তোমায়

মা গো ------ও।।


লেখক কামাল হোসেন

তাং-২৭/০১/২০২৪

কোন মন্তব্য নেই:

Featured Post

দে দে পাল তুলে দে

 গানের কথা---------- দে দে পাল তুলে দে                                                       মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা আমি যাবো মদিনা--...