আর কত কাল থাকব আমি তোমার পথ চাইয়াআমার জীবণ গেল ঘাটে ঘাটে নৌকা সারি বাইয়াবাঙ্গা তরী বাইয়া।।আমার যৌবন গাড়ি শেষ হইলো পরের বোঝা বইয়াপরের বোঝা বইয়া রেআর কত কাল থাকব আমি তোমার পথ চাইয়া।।আমার নিজের বোঝা কে বইবে রেপরের বোঝা বইয়া জনম গেল রেআর কত কাল থাকব আমি তোমার পথ চাইয়া।।এই জীবণে দেখলাম আমি, সংসার বাঙ্গা আর গরাআমার জীবণ তছমছ হইলো না পাইলামনা কেহ সারাআর কত কাল থাকব আমি তোমার পথ চাইয়া।।আমার দুখের কথা কে শুনিবে,তোমরা কে আছো ভাইএসে দেখে যাও,এসে দেখে যাওআর কত কাল থাকব আমি তোমার পথ চাইয়া।।
লেখক কামাল হোসেনতাং ২৮/০৮/২০২৪