শনিবার, ২২ জুন, ২০২৪

উপরওলার চালান যদি বসে বসে খাও

 




বন্ধু কানাই কসাই ঘর,কোথায় তোমার বাড়ি ঘর।।
বাজারে আইছো কি নিয়া
দেইক্কা দেইক্কা লইয়া যাও
যাইবা তুমি কি সদাই লইয়া
আমারে একটু বইল্লা যাও।।

আইছো বাজারে কত চালান লইয়া
যাইবা তুমি কি সদাই লইয়া রে
ও মন আমার-যাইবা তুমি কি সদাই লইয়া।।

যে সদাই কিনতে আইছো মনে আছে নি
মহাজনের কথা স্বরণ আছে নি
যাইবার বেলায় যদি খালি হাতে যাও
বাড়ির কথা মনে করে নাও।।

উপরওলার চালান যদি বসে বসে খাও
বিধায় বেলায় ওমন যদি খালি হাতে যাও
সম্পদের মহাজন যিনি হাত কড়াইবেন তিনি
রাস্তায় রাস্তায় ঘুরবে কাঙ্গাল হইয়ারে।।

 

কামাল হোসেন 
তাং 22/06/2024 
সম্মানিত ধর্ষক বিন্ধ যদি আমার গান আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমন শেয়ার করে
আমার পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ ।
 

বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪

কন্ধুর খবর নাই

                                                                 অনেক বছর হয়ে গেল বন্ধুর খবর নাই
               প্রাণ বন্ধুরে--------------------------------
              কোন দেশে আছে যেে
             এখনো খবর নাই।। 
 
   কোথায় গেলে পাবো আমি 
   তার ঠিকানারে ভাই
   তার কথা ভাবতে ভাবতে
  আমি ঘুমিয়ে যাই।।
 
  বন্ধুর জন্য মন কাঁদরে
  তোর জন্য হইলাম বাড়ী ছাড়া
  এখন আমার লয়না খবর কেউ
 বন্ধু তোরে ছাড়া।।
 
এখন আমি কাঁদি দিবানিশি
প্রাণ বন্ধুর লাগি
তোর স্মৃতি কষ্ট দেয়
আমায় দিবানিশি
প্রাণ বন্ধুরে----------------------।।

 

লেখক কামাল হোসেন 
তাং 05/04/2024
সম্মানিত ধর্ষ ক বিন্ধ যদি আমার গান আপনাদের পছন্দ হয় তাহলে লাইক কমন করে পাশে থাকবেন।
ধন্যবাদ সকলকে।

 

রবিবার, ৩১ মার্চ, ২০২৪

ভূতল ঘর

 



ভূতলের ঘরে যাওয়ার আগে
ওরে মন হিসাব নিকাশ কর।।

পরজনমের পুঁজি কর
পুঁজিমন্ডল সঠিক হলে
তুমি হবে অনেক বড়।।

আমলের খাতা শূন্য হলে
পরবে ধরা ওরে মদন ভাই
ভূতলের ঘরে আজাব হবে
তোমার আর রক্ষা নাই।।

সুখের জীবণ পেয়ে যা করেছিলে তাই
কি করেছ ভবে এই না মদন সাই
নৈকট্য ফেরেশতা আসবে যখন ঘরে
করাগন্ডা হিসাব নিবে ওরে কামাল ভাই
মন্দ হলে আমলনামা
নরক হবে ঠাঁই।।

লেখক কামাল হোসেন
তাং 31/03/2024

শনিবার, ৩০ মার্চ, ২০২৪

হে আমার রহমান তুমি হও মহিয়ান

 




হে আমার রহমান
তুমি হও মহিয়ান
তোমার পদতলে
আমার অবসান।।
যা করিবার চিত্ত
নেওনি কারো ভাগীদার
তুমি আমার মহীয়ান।।
তোমারী গোলাঘর
নেই কোন অভেদ্য
হাতছানি হতে চাইনি
আজও আমি অনবদ্য নই।।
আমি তো ক্ষুদ্র দাস
নেই কোন উৎপাত
হে মহিয়ান অনন্তকাল
দাও তিতিক্ষার অবসান।।
লেখক কামাল হোসেন
২৯/০৩/২০২৪
সম্মানিত গ্রাহক বিন্দ আসসালামু আলাইকুম আপনারা আমার গান ও কবিতা
যারা পছন্দ করেন লাইক কমেন্ট শেয়ার করেন এবং পেইজটি ফলো দিয়ে রাখুন
যাতে করে ভবিষতের বিডীও পেতে পারেন।

বুধবার, ২৭ মার্চ, ২০২৪

ভালো হোক মন্দ হোক মা আমার মা

 



 ভালো হোক মন্দ হোক মা আমার মা
পৃথিবীতে তার মতো কে আছে বলো না
মা আমার মা।। 
 
তোমার মতো কেউতো ভালো বাসেনা
কত মানুষ দেখলাম আমি হয় না তোমার মতন
মা আমার মা।। 
 
ও যেদিন থেকে জন্মেছি,সে দিন থেকে দেখেছি
কত কষ্ট সহেছো তুমি,এই ভূবণে শয়নে সপণে
মা আমার মা।।
 
কতো স্বপ্ন কতো আশা ছিলো তোমারী মনে
সময় দিলো না আশা পুরুণ করিতে
মা আমার মা ।।

লেখক কামাল হোসেন
তাং 27/03/2024

শনিবার, ২৩ মার্চ, ২০২৪

জগৎ বাড়ি কত সুন্দর করলিরে মন

 



জগৎ বাড়ি কত সুন্দর করলিরে মন

আসল বাড়ি খবর নিলিনা-ওরে মন

তোর মত বোকা আছে

আমার জানা ছিল না।।


কত টাকা খড়ি জমায়ইলি জগৎ বাড়িতে

আসল বাড়িতে নজর দিলিনা-ওরে মন

আসল বাড়ির খবর নিলিনা।।


জগৎ বাড়ির মায়ায় পরে

ভুলে ছিলে আসল বাড়ির ঠিকানা

এখন ও সময় আছে নিজের বাড়ি আপণ করে নেনা

ওরে মন-আসল বাড়ির খবর নিলি না।।


ওরে ভেবে কয় কামাল মন তোর কোথায় আসল বাড়ি

খবর নেনা নিজের বাড়ি,কতো সুন্দর করলি পরের বাড়ি

ওরে মন-আসল বাড়ির খবর নিলি না।।


লেখক কামাল হোসেন

তাং-22/03/2024


 

বুধবার, ২০ মার্চ, ২০২৪

দেখতে কনক দানার মত

 


দেখতে কনক দানার মত
পরাণ যায় সেখানে 
ও নন্দিনী-পরাণ যায় সেখানে।। 

রুপের বাহার পরে তুই
হইলি দেওয়ানা
সময় হইলে বুঝবা তুমি 
কনক দানার দাম কত
এখন তোমার যায়রে বেলা
উড়াল পঙ্খীর মত।।

উড়তে দেনা পঙ্খীর মত
নীল দরিয়া বসত রত
পূর্বে ছিলে কিসের মত
বুঝতে দেনা আমায়
ও নন্দিনী-পরাণ যায় সেখানে।। 

লেখক কামাল হোসেন 
তাং১৯/০৩/২০২৪

 

Featured Post

একা একা সময় কাটেনা আমার মন

  একা একা সময় কাটেনা আমার মন ও সোহানী তুমি দেখে যাও।। কতো কষ্টে দিন যায়,কেউ দেখেনা ও সোহানী তুমি দেখে যাও।। একবার এসে তোমার স্মৃতি, আমায় দিয়...