রবিবার, ৪ আগস্ট, ২০২৪

দেশটা জানি কেমন হলো


 দেশটা জানি কেমন হলো বলতে পারিনা------(2)


উচিত কথা বললে পরে কেউতো ভালো ভাসেনা

এ যেন কেমন হলো রহস্য জানিনা-----------ঐ


তোমরা কি বলতে পারো আমায় বলো না

বলতে গেলে সাহস লাগে খুজে দেখো না------ঐ


সত্য কথা বলার জন্য,নাই সমাজে লোকজনা

বলতে পারে ঘরের কোনে সবজনা-------------ঐ


দেশটা জানি কেমন হলো বলতে পারিনা------(2) 

 

                        লেখক কামাল হোসেন 

সম্মানিত ভাই ও বোনেরা যদি আমার গান ভালো লাগে আমার 

সাথে থাকবেন ।এবং আমার পেইজটি ফলো দিন।

শনিবার, ৩ আগস্ট, ২০২৪

ভালো মানের ফোন চিনার উপায়


ভালো মানের ফোন চিনার উপায়
Kamal Hossain

সম্মানিত ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম,আশা করি সকলে যে যেখানে আছেন ভালো আছেন।
ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রহিল।

আপনারা অনেকেই কম বাজেটের মধ্যে ভালো ফোন মার্কেটে খোজাখুজি করেন তাইনা,হে অবশ্যই
দাম কমের মধ্যে ভালো মানের ফোন ক্রয় করতে পারেন।সে টা কি ভাবে দেখুন মার্কেটে অনেক নামি
দামি কম্পানি আছে বিষয়টা কিন্তু এরকম নয় যে নামিদামি হলে ভালো ফোন পাওয়া যাবে এরকম ধারনাকরা সম্পূর্ণ ভূল। 
দেখুন আপনার চয়েজ অনুযায়ী মার্কেটে খোজাখুজি করুন,যদি পেয়ে যান তাহলে গুড। এবার কি করবেনফোনটি হাতে নিন সর্বপ্রথম কাজ হলো মোবাইলের আই এম ই আই( IMEI ) চেক করুন তার পর ( IMEI )নাম্বারটি নোট করুন।চেক করতে মোবাইলের ডায়ালপেডে নক করুন *#06# তার পর আপনার কাজ হলোমোবাইলটি জেনুইন কিনা চেক করুন যে কোন মোবাইল থেকে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন KYD স্পেস দিয়ে আই এম ই আই নাম্বারটি দিন তার পর 16002 মেসেজ পাটিয়ে দিন।ফিরতি মেসেজ পাওয়া পর্যন্ত অপেক্ষা করুন।দেখুন কি মেসেজ এসেছে যদি জেনুইন হয় তাহলে এভাবে মেসেজ আসবে ডিভাইসটির IMEI বিটিআরসির ডাটাবেইজে পাওয়া গেছে।

দ্বিতীয় ধাপের কাজ হচ্ছে আপনাকে অবশ্যেই মনে রাখতে হবে ফোনটির এভাউট সেকশনে গিয়ে দেখতেহবে সিপিইউ (CPU) অর্থাৎ প্রসেসর কি বা কত পয়েন্ট বেলু আছে দেখে বুঝে নিন। এখন আপনি বলতে পারেন আমিতো ফোনটি তো জেনুইন পেয়েছি আর কি দরকার এনাফ। না দোস্ত যতেষ্ঠ নয় কারন আপনি যে কাজের জন্য ফোটি ব্যবহার করবেন হয়তো বিডিও ও অডিও কনটেন্ট ক্রেয়েটর বা ডিজাইনার কাজ করতে চান তাইনা কিন্তু সেটি আর করতে পারবেনা। কারণ প্রসেসর সম্বন্ধে আপনার ধারনা নেই সেই জন্য আপনি প্রসেসর না দেখে ফোনটি ক্রয় করেছন তাইনা। অবশ্যই কম
পক্ষে 4 টি প্রসেসর দেখে ক্রয় করবেন অর্থাৎ প্রসেসর 2.3GHz Octa-core আর যাতে কমপক্ষে রেম 4 হয় এর উপরে হলে সবচেয়ে ভালো হয়।এবং অ্যান্ড্রয়েড ভার্সন যেন কমপক্ষে 12 হয় ফোন ষ্টোরেজ
সর্বনিম্মে 64 হয়,এর উপরে হলে সবচেয়ে ভালো হয়।

ফোনটি কেনার পর অফ করে চার্জ দিবেন 100% যাতে পূর্ণ হয়।মনে রাখবেন যে সমস্ত মোবাইলের
সাথে টোল্স আসে সে গুলো দিয়ে মোবাইল ব্যবহার করবেন । অন্যথায় অন্য ডিবাইসের টোল্স কখনো
ব্যবহার করবেন না।তাহলে আপনার ফোনটি ভালো থাকবে। আর ভুলে কখনো ডিবাইসে  ছবি, ফাইল,
ডাটা,বিডিও যে সমস্ত ভাইরাস েথাকে ডিলেট করবেন না।কারণ ডিলেট করলে মোবাইলে থেকে যায়।
সেই জন্য পেনড্রাইভ একটি ব্যবহার করবেন যাতে যতো ফাইল,ভাইরাস আছে সব পেনড্রাইভ ট্রান্সপার
করে রাখবেন তাহলে ফোনটি ভালো থাকবে।আশা করি বুঝতে পেরেছেন।ধন্যবাদ
প্রয়োজনে যোগাযোগ করুন 01915689731

                                                                                                       লেখক -কামাল হোসেন

বুধবার, ১৭ জুলাই, ২০২৪

হাত ছারিয়ে দেয় মরন

 



 

 


 

 হাত ছারিয়ে দেয় মরন
 ক্ষ্যাপারে জোয়ান নাহি বারণ।
 
                                                   ধীরে স্থিরে নজর দাও আখিঁ বরণ
                                                  বাণীটি রাখিও আজীবন স্বরণ। 

                                                   বৃষ্টিতে তিব্রতা বারিয়ে দেয় রক্ত ক্ষরন 
                                                   জোয়ানিরে হাত ছানি দেয় আলোর বরণ
 কি করে সহ্য করে নওজোয়ান এমন আচরন।
 
অসভ্য ষাঁড়ের মতন যদি করে আচরন
তিক্ততা বিষন্নতা দূর কর এখ
 
বন্ধ করো নগ্নতা ভাইয়ে ভাইয়ে রক্ত ক্ষরন।
 
ওরা গুন থাকা সত্বে পাপের মাথা করে বারী
বুঝে না বুঝে দেয় উস্কানি 
 
 মিলেমিশে নাহি লাজ,করি এক সাথে কাজ
 হাত বুলিয়ে দে সবার মাঝে কলিজা শীতল হয়ে যাক।

লেখক কামাল হোসেন
তাং ১৭/০৭/২০২৪

মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

গান লেখার কৌশল ও হেকমত

 


গান লেখার কৌশল ও হেকমত কলা কৌশল অবলম্ভন বিষয়ের উপর নজর দিতে হবে। আমাদের পারিবাশিক নৈথিকতা ও আদর্শ বিষয় উপর বিত্তিকরে কথা ও গান নির্বাচন করতে হবে। যাহা অর্থের
উপর বিকৃত্তি না ঘটে সেদিক নজর রেখে মনের ভাব প্রকাশ করতে হবে এবং গান লিখতে হবে।মনে
রাখতে হবে গানের ভাষা সৌন্দর্য ও মাধুর্য নম্র ভাষায় হয়। বাংলা ভাষার উপর বেশি বেশি চর্চা করতে 
হবে এবং শাবধিক অর্থ জানতে হবে। যদি ভাষার ক্ষেত্রে আপনি দূর্বল হন বাংলা ভাষা ব্যাকরণ চর্চা 
করুণ আপনি এক্সপার্ট হয়ে যাবেন।তখন আপনার ভাষার অর্থ বুঝতে সহজ হবে এবং গানের শিল্পী
দের সাথে গানের সুর মিলান এবং প্রবাদ বাক্য সচারাচর আদান প্রধান ও কথাবার্তা বলেন আপনার 
মুখের জরতা দুর হবে।

গান লেখার আগে পরিবেশ নির্বাচণ করুন নিরব জায়গা বসুন এবং কোন দৃশ্যকে টার্গেট করুন মনে
করুন গানের সুর ধরে প্রথম একলাইন লিখুন দেখবেন পরের লাইন লেখা হয়ে গেছে। আপনি কল্পনা
করতে পারবেন না যে কিভাবে হয়ে গেলে গানের কথা।

গান বিভিন্ন রকমের হয়ে থাকে---------যেমন ঃ আধুনিক বাংলা গান
                                                                              পল্লি গান
                                                                              জারি গান
                                                                              সারি গান
                                                                              ভাওয়াইয়া গান
                                                                              বাউল গান
                                                                               বিচ্চেদ গান
                                                                               দেহতত্ত গান
                                                                               মারফতি গান
                                                                               ইসলামিক গান ইত্যাদি।

                                                                              লেখক কামাল হোসেন
                                                                              তাং ১৬/০৭/২০২৪

Kamal Hossain


শনিবার, ২২ জুন, ২০২৪

উপরওলার চালান যদি বসে বসে খাও

 




বন্ধু কানাই কসাই ঘর,কোথায় তোমার বাড়ি ঘর।।
বাজারে আইছো কি নিয়া
দেইক্কা দেইক্কা লইয়া যাও
যাইবা তুমি কি সদাই লইয়া
আমারে একটু বইল্লা যাও।।

আইছো বাজারে কত চালান লইয়া
যাইবা তুমি কি সদাই লইয়া রে
ও মন আমার-যাইবা তুমি কি সদাই লইয়া।।

যে সদাই কিনতে আইছো মনে আছে নি
মহাজনের কথা স্বরণ আছে নি
যাইবার বেলায় যদি খালি হাতে যাও
বাড়ির কথা মনে করে নাও।।

উপরওলার চালান যদি বসে বসে খাও
বিধায় বেলায় ওমন যদি খালি হাতে যাও
সম্পদের মহাজন যিনি হাত কড়াইবেন তিনি
রাস্তায় রাস্তায় ঘুরবে কাঙ্গাল হইয়ারে।।

 

কামাল হোসেন 
তাং 22/06/2024 
সম্মানিত ধর্ষক বিন্ধ যদি আমার গান আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমন শেয়ার করে
আমার পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ ।
 

বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪

কন্ধুর খবর নাই

                                                                 অনেক বছর হয়ে গেল বন্ধুর খবর নাই
               প্রাণ বন্ধুরে--------------------------------
              কোন দেশে আছে যেে
             এখনো খবর নাই।। 
 
   কোথায় গেলে পাবো আমি 
   তার ঠিকানারে ভাই
   তার কথা ভাবতে ভাবতে
  আমি ঘুমিয়ে যাই।।
 
  বন্ধুর জন্য মন কাঁদরে
  তোর জন্য হইলাম বাড়ী ছাড়া
  এখন আমার লয়না খবর কেউ
 বন্ধু তোরে ছাড়া।।
 
এখন আমি কাঁদি দিবানিশি
প্রাণ বন্ধুর লাগি
তোর স্মৃতি কষ্ট দেয়
আমায় দিবানিশি
প্রাণ বন্ধুরে----------------------।।

 

লেখক কামাল হোসেন 
তাং 05/04/2024
সম্মানিত ধর্ষ ক বিন্ধ যদি আমার গান আপনাদের পছন্দ হয় তাহলে লাইক কমন করে পাশে থাকবেন।
ধন্যবাদ সকলকে।

 

রবিবার, ৩১ মার্চ, ২০২৪

ভূতল ঘর

 



ভূতলের ঘরে যাওয়ার আগে
ওরে মন হিসাব নিকাশ কর।।

পরজনমের পুঁজি কর
পুঁজিমন্ডল সঠিক হলে
তুমি হবে অনেক বড়।।

আমলের খাতা শূন্য হলে
পরবে ধরা ওরে মদন ভাই
ভূতলের ঘরে আজাব হবে
তোমার আর রক্ষা নাই।।

সুখের জীবণ পেয়ে যা করেছিলে তাই
কি করেছ ভবে এই না মদন সাই
নৈকট্য ফেরেশতা আসবে যখন ঘরে
করাগন্ডা হিসাব নিবে ওরে কামাল ভাই
মন্দ হলে আমলনামা
নরক হবে ঠাঁই।।

লেখক কামাল হোসেন
তাং 31/03/2024

Featured Post

একা একা সময় কাটেনা আমার মন

  একা একা সময় কাটেনা আমার মন ও সোহানী তুমি দেখে যাও।। কতো কষ্টে দিন যায়,কেউ দেখেনা ও সোহানী তুমি দেখে যাও।। একবার এসে তোমার স্মৃতি, আমায় দিয়...