|
Kamal Hossain |
সম্মানিত ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম,আশা করি সকলে যে যেখানে আছেন ভালো আছেন।
ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রহিল।
আপনারা অনেকেই কম বাজেটের মধ্যে ভালো ফোন মার্কেটে খোজাখুজি করেন তাইনা,হে অবশ্যই
দাম কমের মধ্যে ভালো মানের ফোন ক্রয় করতে পারেন।সে টা কি ভাবে দেখুন মার্কেটে অনেক নামি
দামি কম্পানি আছে বিষয়টা কিন্তু এরকম নয় যে নামিদামি হলে ভালো ফোন পাওয়া যাবে এরকম ধারনাকরা সম্পূর্ণ ভূল।
দেখুন আপনার চয়েজ অনুযায়ী মার্কেটে খোজাখুজি করুন,যদি পেয়ে যান তাহলে গুড। এবার কি করবেনফোনটি হাতে নিন সর্বপ্রথম কাজ হলো মোবাইলের আই এম ই আই( IMEI ) চেক করুন তার পর ( IMEI )নাম্বারটি নোট করুন।চেক করতে মোবাইলের ডায়ালপেডে নক করুন *#06# তার পর আপনার কাজ হলোমোবাইলটি জেনুইন কিনা চেক করুন যে কোন মোবাইল থেকে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন KYD স্পেস দিয়ে আই এম ই আই নাম্বারটি দিন তার পর 16002 মেসেজ পাটিয়ে দিন।ফিরতি মেসেজ পাওয়া পর্যন্ত অপেক্ষা করুন।দেখুন কি মেসেজ এসেছে যদি জেনুইন হয় তাহলে এভাবে মেসেজ আসবে ডিভাইসটির IMEI বিটিআরসির ডাটাবেইজে পাওয়া গেছে।
দ্বিতীয় ধাপের কাজ হচ্ছে আপনাকে অবশ্যেই মনে রাখতে হবে ফোনটির এভাউট সেকশনে গিয়ে দেখতেহবে সিপিইউ (CPU) অর্থাৎ প্রসেসর কি বা কত পয়েন্ট বেলু আছে দেখে বুঝে নিন। এখন আপনি বলতে পারেন আমিতো ফোনটি তো জেনুইন পেয়েছি আর কি দরকার এনাফ। না দোস্ত যতেষ্ঠ নয় কারন আপনি যে কাজের জন্য ফোটি ব্যবহার করবেন হয়তো বিডিও ও অডিও কনটেন্ট ক্রেয়েটর বা ডিজাইনার কাজ করতে চান তাইনা কিন্তু সেটি আর করতে পারবেনা। কারণ প্রসেসর সম্বন্ধে আপনার ধারনা নেই সেই জন্য আপনি প্রসেসর না দেখে ফোনটি ক্রয় করেছন তাইনা। অবশ্যই কম
পক্ষে 4 টি প্রসেসর দেখে ক্রয় করবেন অর্থাৎ প্রসেসর 2.3GHz Octa-core আর যাতে কমপক্ষে রেম 4 হয় এর উপরে হলে সবচেয়ে ভালো হয়।এবং অ্যান্ড্রয়েড ভার্সন যেন কমপক্ষে 12 হয় ফোন ষ্টোরেজ
সর্বনিম্মে 64 হয়,এর উপরে হলে সবচেয়ে ভালো হয়।
ফোনটি কেনার পর অফ করে চার্জ দিবেন 100% যাতে পূর্ণ হয়।মনে রাখবেন যে সমস্ত মোবাইলের
সাথে টোল্স আসে সে গুলো দিয়ে মোবাইল ব্যবহার করবেন । অন্যথায় অন্য ডিবাইসের টোল্স কখনো
ব্যবহার করবেন না।তাহলে আপনার ফোনটি ভালো থাকবে। আর ভুলে কখনো ডিবাইসে ছবি, ফাইল,
ডাটা,বিডিও যে সমস্ত ভাইরাস েথাকে ডিলেট করবেন না।কারণ ডিলেট করলে মোবাইলে থেকে যায়।
সেই জন্য পেনড্রাইভ একটি ব্যবহার করবেন যাতে যতো ফাইল,ভাইরাস আছে সব পেনড্রাইভ ট্রান্সপার
করে রাখবেন তাহলে ফোনটি ভালো থাকবে।আশা করি বুঝতে পেরেছেন।ধন্যবাদ
প্রয়োজনে যোগাযোগ করুন 01915689731
লেখক -কামাল হোসেন