সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪

ঘরের চৌকাঠ।

 আমার ঘরের চৌকাঠ ভালো না -রে

বৃষ্টি বেজায় ফুলধানিতে রাখা গেলো নারে।।


জৈষ্ঠ্য মাসে উপরে ঝুপরে পোকার আক্রমন


সেই পোকার রং দেখিয়া মেঝাজ হইলো গরম

         তখন দেখি আকাশে পোকার পাখনা উড়ে।।


       সেই পাখনার উড়াল দেখে,ভাবছি বিপদ কেটে গেছে,

        এখন দেখি বিপদ ঘারে শক্ত করে বসেছে।।


       তাই ভেবে কামাল কয় চৌকাঠে ভালো করে তেল

      দাও যাবে পোকার আক্রমন।।



     লেখক কামাল হোসেন

    তাং-১৫/১০/২০২৩





প্রাণ বন্ধু কি করিলো

প্রাণ বন্ধু কি করিলো" border="0" data-original-height="500" data-original-width="500" height="200" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiBHX8tykF-oz7YVlNSwAr1IRS0ZnIBq4Vm86yD6NFljT-zwJZ4yXYwdFvkPWSBkn9f9XQ_ulJKSaEm3iMFoWvc1sMMQCXPyT20Hz1UhvOy4XcyXin_2KPMe4JPlQ-q3SUcaN-13-H8r5RVVGNYwJKXYbggtxmFJAOe8i4ylLjkA3r2ntFl1VK8ZoIJv3NP/w200-h200/Untitled%20design%20(5).png" title="প্রাণ বন্ধু কি করিলো" width="200" />

 

মধুর সুরে কথা কইয়া প্রাণ বন্ধু কি করিলো

হায়রে কালা বন্ধে কি দুষে লুকাইলো।।

তুই তো ছিলে সঙ্গী আমার নিত্য দিনের আশা

নিত্য দিনের আশা।

হায়রে কালা বন্ধে কি দুষে লুকাইলো।।

আশা ছিলো মনে প্রাণ বন্ধুরে লইয়া উড়াল দিবো বনে

সেই আশা রইলো আমার মনে।

হায়রে কালা বন্ধে কি দুষে লুকাইলো।।

ওরে আশা ভরসা শেষ হয়ে যাবে, বন্ধু না পাই তোরে

হায়রে কালা বন্ধে কি দুষে লুকাইলো।।

এখন শুধু কামাল পথ চেয়ে আছে কখন দেখা হবে

হায়রে কালা বন্ধে কি দুষে লুকাইলো।।

লেখক কামাল হোসেন

তাং-১৪/১০/২০২৩


 

শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪

কত আপন তুমি আমার ।

কত আপন তুমি আমার ।

 কত আপন তুমি আমার 

সে কি জানো না।।

এই মনেতে শুধু তুমি

তুমি তো আমার চেনা -ঐ


ঐ পথ তুমি দেখালে

মানুষ হতে শেখালে-ঐ


জীবনের যা কিছু সবই তোমাকে দিলাম

তুমি তো আমার আপন-ঐ


এই জীবনে পরপারে শুধু তুমি,শুধু তুমি-ঐ


লেখক কামাল হোসেন

কুমিল্লা

শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪

দেখতে নদীর ঘাটে।

দেখতে নদীর ঘাটে

দেখতে নদীর ঘাটে তুমি পারের নাইয়া
দিনো মাঝিরে আমার জীবণ এমনে যাবে বাইয়া।।
মাঝিরে----- কত মাঝি আইলো গেলো দেখলো নারে চাইয়ারে,
দেখলো নারে চাইয়া।।
আমি প্রেম ভিখারী,মন উদাসী ফেলাইছি হারাইয়া দিনো মাঝিরে
আমার জীবণ এমনে যাবে বাইয়া।।
ও মাঝিরে প্রেম নদী অনেক ভারী, কেমনে যাবি বাইয়ারে,
কেমনে যাবি বাইয়া।
আমি দুখি বলে আশায় রইলাম তোর পানে চাইয়া দিনো
মাঝিরে আমার জীবন এমনে যাবে বাইয়া।।

লেখক কামাল হোসেন
তাং-১০/১০/২০২৩

বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪

ছোট কাল থেকে ।

ছোট কাল থেকে

 ‘’ছোট কাল থেকে’’


ছোট কাল থেকে আমি পরো শিকারী ,

পরো শিকারী।।

 কত সময় হাতের খড়ি ছুটে গেলো তাই,

ছুটে গেলো তাই

ছোট কাল থেকে আমি পরো শিকারী,

পরো শিকারী।।

অও এমন এক সময় এলো শিখার সময় নাই,

শিখার সময় নাই

ছোট কাল থেকে আমি পরো শিকারী,

পরো শিকারী।।

কত সময় পিছে গেলো বুঝবার কায়দা নাই,

বুঝবার কায়দা নাই

ছোট কাল থেকে আমি পরো শিকারী,

পরো শিকারী।।

এমন আলো থেকে অন্ধকারে আমি কামাল

এখন দেখার কেউ নাই,দেখার কেউ নাই

ছোট কাল থেকে আমি পরো শিকারী,

পরো শিকারী।।


লেখক-কামাল হোসেন

তাং-০৯/১০/২০২৩

#bdmusic_channel #গান #বাংলাগান #kamalhossain #bissedgaan

বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪

আমি বসে আছি তোর আশায়।

 




আমি বসে আছি তোর আশায় সদায়

কবে এ কাচা হলুদ লাগবে মোর গায় আ------আ------

কবে প্রেমো সুদা লাগবে মোর গায়।।

আশায় আশায় দিন চলে যায়

কবে আসবে রংমেহের গায়

আমি ধর্য্য ধরতে পারছিনারে  ঐ না আমার গায় । ঐ

সাজন বোজন করে আছি ঐ পথে

তোর আশায় বসে আছি লাগবে মোর গায় প্রেমো সুদা

আ------আ------। ঐ

আমার সময় শেষ হয়েছে মন চোরা দেখনা কি করছে

কামাল দেখতে পায় অবশেষে দেখা হলোনা ঐ পথে

কবে প্রেমো সুদা লাগবে মোর গায়। ঐ


                    Writer Kamal Hossain

                   তাং ০৮/১০/২০২৩ 


 

মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪

কত কিছু জানে মানুষ।

 



কত কিছু জানেরে মানুষ কত কিছু জানে।।
জানা সত্বে মানুষ কত ভূল করে বসে
তবুও মানুষ হুস হয়না কি বসে-ঐ

যেমনে মন চায় তেমনি চলে
কেউ কিছু বলেনা, বুঝ মত হলে
করে বসে নয়তো সে করেনা-ঐ

এমন মানুষ আছেরে সমাজে
এমন মানুষ আছে কি করতে 
কি করবে দা-কাচি লাগেনা
কুড়াল লাগাইয়া বসে-ঐ

কিযে এখন করি চিন্তায় এখন মরি
ভেবে পায়না কামাল কার জন্য দোয়া করি-ঐ
লেখক- কামাল হোসন
তাং -০৬/১০/২০২৩

Featured Post

একা একা সময় কাটেনা আমার মন

  একা একা সময় কাটেনা আমার মন ও সোহানী তুমি দেখে যাও।। কতো কষ্টে দিন যায়,কেউ দেখেনা ও সোহানী তুমি দেখে যাও।। একবার এসে তোমার স্মৃতি, আমায় দিয়...