বুধবার, ২০ মার্চ, ২০২৪

দেখতে কনক দানার মত

 


দেখতে কনক দানার মত
পরাণ যায় সেখানে 
ও নন্দিনী-পরাণ যায় সেখানে।। 

রুপের বাহার পরে তুই
হইলি দেওয়ানা
সময় হইলে বুঝবা তুমি 
কনক দানার দাম কত
এখন তোমার যায়রে বেলা
উড়াল পঙ্খীর মত।।

উড়তে দেনা পঙ্খীর মত
নীল দরিয়া বসত রত
পূর্বে ছিলে কিসের মত
বুঝতে দেনা আমায়
ও নন্দিনী-পরাণ যায় সেখানে।। 

লেখক কামাল হোসেন 
তাং১৯/০৩/২০২৪

 

রবিবার, ১৭ মার্চ, ২০২৪

জগতে মানুষ নামে বসত করে অমানুষে

 




 জগতে মানুষ নামে বসত করে অমানুষে
 জগতে-এ
ওরে জগতে মানুষ রুপে বসত করে অমানুষে
জগতে-এ।।

মাটি হইলো সোনার ঘাটি
মাটি হইলো বসত বাড়ি
কিসের ভবে,জানতো না সে মানুষ রুপে
জগতে -এ।।

ওরে সেই মাটি দিয়া মানুষ হইয়া রুপ দরিয়া বসত করে অমানুষে 
জগতে -এ।।

মানুষ হইলো বুদ্ধিজীবি
মানুষ হইলো শতরুপি
হইলো কিসে
ওরে দামি জিনিস হবে কিসে জানে না সে
জগতে মানুষ নামে বসত করে অমানুষে
জগতে-এ।।

লেখক কামাল হোসেন
তাং15/03/2024

শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

জগতে সারে তিন হাত লম্বা মানুষ অর্ধেক ফারা

 



জগতে সারে তিন লম্বা মানুষ অর্ধেক ফারা
আমার বাড়ি আমার ঘর আমার আমার করো মন।।

দুই চারদিনের বাহাদুরী রে মানুষ
একদিন বাহিরে পরবি ধরা
জগতে সারে তিন হাত লম্বা মানুষ অর্ধেক ফারা,জগতে - এ।।

মাটি দিবা বানাইলো মানুষ সেই মানুষে হিংসা ভরা
জগতে সারে তিন হাত লম্বা মানুষ অর্ধেক ফারা,জগতে - এ।।

মানুষ নয়রে স্বর্ণরুপা,হিরা কাঞ্চন মনি মুক্তা
মানুষের পেঠের ভিতর আছে কতলি আতুরি ভরা
জগতে সারে তিন হাত লম্বা মানুষ অর্ধেক ফারা,জগতে- এ।।

বয়াতীর-অ মুখের বানী,মানুষ আর করিওনা
অহংকারী জ্ঞানী যারা
বয়াতীর -অ মুখের বানী,মানুষ আর করিওনা অহংকারী মানুষ যারা
ওরে লাকশামের ক্ষুদ্র গায়ক ভাইরে, নামটি আমার মারফত আলী
জগতে সারে তিন হাত লম্বা মানুষ অর্ধেক ফারা,জগতে- এ।। 

 

                                                           লেখক মারফত আলী 

বুধবার, ১৩ মার্চ, ২০২৪

সময় থাকতে হাটো

 



সময় থাকথে হাটো
জোয়ানগিরি থাকতে খাটো
ভালো থাকতে চাইলে এখন ধূমপান ছাড়ো
ও আমার বন্ধুগন।।

ভবিষ্যৎ নিয়ে চিন্তা কর
নিজে কোন পথে হাটো
যত অবৈধ কাজ আছে আজ ছাড়ো
ও আমার বন্ধুগন।।

পরকালের কথা একটু ভাবো
অতীতের কথা স্বরণ কর
হিসাব নিকাশ করে তোমার ফল দেখো
ও আমার বন্ধুগন।।

যদি তোমার ফল ভােলো না হয়
কি হবে ভেবে দেখো

লেখক কামাল হোসেন

 

তাং 12/03/2024

মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪

মন চাইলে কি করা যায়।

 



মন চাইলে কি করা যায় গো
আমি যদি যাই মরিয়া।।

চাইলে কি হাসতে পারি
গাইতে পারি গান
আমি যদি যাই মরিয়া।।

চাইলে কি বলতে পারি
চলতে পারি সুখে
বিধাতা নাহি রাখে কপালে
আমি যদি যাই মরিয়া।।

চাইলে ও পাইতে পারি
না পাইলে ও মেঘ বৃষ্টি রোধে যায় বেলা
আমি যদি যাই মরিয়া।।

প্রাণ সখিরে কামাল হোসেন পাইতে মন চায় গো
আমি যদি যাই মরিয়া।।

লেখক কামাল হোসেন
তাং 14/09/2023

সুন্দর সুন্দর গান পেতে আমার পেইজটি ফলো দিয়ে রাখুন।

মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪

আমার দেশের মাটি রে ভাই আমার দেশের মাটি

 



আমার দেশের মাটি রে ভাই আমার দেশের মাটি 
সোনার চেয়ে খাঁটি রে ভাই আমার দেশের মাটি।। 

তার উপরে কত জুলুম করে থাকি 
আমার দেশের মাটি রে ভাই,আমার দেশের মাটি।। 

কত ফসল দেয় মাটি,নেই কোন তার ঝুটি 
বারোমাসি কত ফসল আমরা খেয়ে থাকি 
আমার দেশের মাটি রে ভাই আমার দেশের মাটি।। 

মাটির উপরে যোফ যার,কত-না বড় গাছ
তার উপরে বসবাস নেই কোন উৎপাত 
পড়ে থাকে কত মাঠ,ফসল ফলায় না কৃষক জাত 
আমার দেশের মাটি রে ভাই আমার দেশের মাটি।। 

লেখক কামাল হোসেন 


সোমবার, ৪ মার্চ, ২০২৪

বাংঙ্গালী বাবু

 



 বাংঙ্গালী বাবু হাতে দেয় টাইম ছাড়া ঘড়ি
 জিজ্ঞাস করলে লাগে বাবু দৌড়াদুড়ি
একি বাংঙ্গালী বাবু অবস্থা হাতে দেয় টাইম ছাড়া ঘড়ি।। 

ওরে বাবায় করে দিন মজুরি,মা করে পরিশ্রম পরের বাড়িে
এভাবে চালায় সংসার বাড়ি,ছেলে করে বাবু গিরি
বাংঙ্গালী বাবু হাতে দেয় টাইম ছাড়া ঘড়ি
জিজ্ঞাস করলে লাগে বাবু দৌড়াদুড়ি।।

ওরে বাবু ছোট্র কালে তুমি ছিলে অবুঝ পাখি,
খাঁচা থেকে তোমায় ছাড়ে নাই তোমার মা জননী
তোমার খাবার যোগান দিয়েছে জনম দুখি মা জননী
বাংঙ্গালী বাবু হাতে দেয় টাইম ছাড়া ঘড়ি
জিজ্ঞাস করলে লাগে বাবু দৌড়াদুড়ি।।

ওরে বাবু তুমি যখন বড় হয়েছিলে
তোমার পিছনে বাবার কত অবদান
গাছের ডাল হয়ে ছায়া দিতো দিন রাত
স্নেহ ও ভালবাসা কমতি ছিলনা দিন রাত
তাই কামাল বলে ওরে বাবু কি করে ভুলে ছিলে
শৈশবের দিন রাত,মনে কি তোর
বাংঙ্গালী বাবু হাতে দেয় টাইম ছাড়া ঘড়ি
জিজ্ঞাস করলে লাগে বাবু দৌড়াদুড়ি।।

লেখক কামাল হোসেন 

        তাং 08/01/2023

Featured Post

একা একা সময় কাটেনা আমার মন

  একা একা সময় কাটেনা আমার মন ও সোহানী তুমি দেখে যাও।। কতো কষ্টে দিন যায়,কেউ দেখেনা ও সোহানী তুমি দেখে যাও।। একবার এসে তোমার স্মৃতি, আমায় দিয়...