মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪

আমার অন্তর জ্বইলা গেল

 




                                                             গানের কথা                                                               


আমার  অন্তর জ্বইলা গেল কবে
আমারে ডুইবা নিলো নদে।।

আমি কপাল পোড়া লাগে নারে জোড়া
ও তুই আমারে নিঃস্ব করলি
ও তুই আমারে পাগল করলি।।

আমি মানুষ কালা 
আমার অন্তর ভালা
ও তুই আমারে দিলি প্রেমের জ্বালা।।

সময় অসময়ে ডাকতি তুই আমারে
তোর ডাকে সারা দিতাম অনাহারে
কামাল পারে না এখন জ্বালা সইতে।।


লেখক কামাল হোসেন
তাং 23/12/2023

রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪

খুলে না খুলে না আমার তালা খুলে না

 




খুলে না খুলে না,আমার তালা খুলে না
আমার তালার মধ্যে জং ধরেছে গো
আমার তালা জং ধরেছে ।।

কত তালা মিস্ত্রির খবর দিলাম 
আসবে বলে আসলো না গো
আমার তালা জং ছুটে না গো।।

আমি যারে মেস্তুর ভাবি
সে তো প্রস্তাবে হয়না রাজি
অভাগিনীর হবে কি উপায়
ও মেস্তুরী
আমার তালা রং বদলায় ছে গো।।

প্রথম যে দিন হয়েছে দেখা
মনে হয়েছে আর হবেনা দেখা
কারণ তোমার চরিত্র ভালো না গো
আমার তালা জং ধরেছে ।।
 
লেখক কামাল হোসেন
তাং 14/01/2024

 

শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪

আমার তালা বাবা কলা খাবা

 



আমার তালা বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও
কলাবাগান চাষ কইরা কষ্ট কইরা খাও বাবারে।। 

বাবা কলার গুনে এত ভালো 
অন্ধকারের লাগে কালো 
ওরে বাবা তোমার ইন্ডিয়াতে কত কলা খাও 
কলাবাগান চাষ কইরে কষ্ট কইরা খাও বাবারে।। 

বাবা কলার সাইজ এ-তো বড়
তোমরা কে কোথায় আছো আমায় ধরো
বাবা তোমায় কতো কলা এনে দেবো খাও
কলাবাগান চাষ কইরা কষ্ট কইরা খাও বাবারে।।

লোকের বিরে চাপা চাপি তালা বাবা করে লাপা লাঠি
বাবা তুমি চুপিচুপি কতো কলা খাও বাবারে।।

লেখক কামাল হোসেন 
                    তাং ২৩/০২/২০২৪

বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪

যৌবণ শেষে বৃদ্ধ এলো

 



যৌবণ শেষে বৃদ্ধ এলো
চামড়া ছিলো টানেটান
শ্রবন শক্তি কমে গিয়ে
নষ্ট হয়েছে কান।।

মুখে মজা নেই, গন্ধ নেই
হাটু পায়ে ব্যাথা
গায়ের জোরে একদিন ছিলে মহানেতা।।

অপেক্ষা দিন শেষ তার
আসতে পারে রবের ডাক
স্বং রাব্বুল আলামিন চিটি পাক।।

খবর আসার সাথে সাথে
দিতে হবে পাড়ি
তখন হবে সারা জীবণ
খবর খানা বাড়ি।।

লেখক কামাল হোসেন
তাং-22/02/2024

সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪

মানব মানবের জন্যে

 





 মানব মানবের জন্যে
প্রাণ প্রাণের জন্যে
একটু দরদ কি মানব পেতে পারেনা ?
ও সখা-----------------।।
মানব মানবের জন্যে

মানব মানবকে বেসাত করে
মানব মানবকে ভাড়া করে।।
সেকেলে অতীত কাহিনী ফিরে এলে
শরম কি তুমি পাবে না?
ও সখা-----------------।।
মানব মানবের জন্যে

বলো কি তোমার হানি
জীবণের অথির নদী
পার হয় তোমাকে ধরে ক্ষীন মানব যদি।।

মানব যদি সে না হয় মানব
দৈত্য কখনো হয়না মানব
যদি দৈত্য কখনো হয় মানব
শরম কি তুমি পাবে না?
ও সখা---------------।।
মানব মানবের জন্যে

লেখক কামাল হোসেন
তাং 15/02/2024

রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪

মানুষের মাঝে থেকে উঠে গেছে বিবেক বুদ্ধি রে

মানুষের মাঝে থেকে উঠে গেছে বিবেক বুদ্ধি রে

 মানুষের মাঝে থেকে উঠে গেছে বিবেক বুদ্ধি রে 
হালাল হারাম নাইতো বুঝি বর্তমান সমাজে।। 

কি করিলে হালাল হইবে বুঝে সকলে 
তবুও বুঝে বুঝেনা বর্তমান সমাজে।।

কামার বাজার কোরআন পড়ে কি লাভ হবে রে 
যা পায় তাই খায় বর্তমান সমাজে।। 

এই কথা বলি আমি কামাল বর্তমান সমাজে 
মানুষের মাঝে থেকে উঠে গেছে বিবেক-বুদ্ধি রে

লেখক কামাল হোসেন 
তাং ১৮/০২/২০২৪

শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪

হালাল খাবার খাও গো তোমরা

 




                                হালাল খাবার খাও গো তোমরা
                                         কইরো না দ্বিধাদ্বন্দি
                                         হালাল খাবার বরকত আছে দিন রজনী।।

সকাল সন্ধ্যা ব্যায়াম করো

অবসর হইলে কর্ম কর

কর্ম তোমায় দিবে মুক্তি

এ কথার আছে যুক্তি

আমি কামাল বলি আছে মুক্তি 

কর্ম ক্ষেত্রে হও সাবধান।।


সৎ পথে করিও ইনকাম

যদি হয় গো দেরি

অসৎ নারীর কাছে যেওনা যদি হয় পরী

করিওনা  দ্বিধাদ্বন্দী ভেবে দেখো দিন রজনী।। 

 

                                                                                 লেখক কামাল হোসেন 


Featured Post

একা একা সময় কাটেনা আমার মন

  একা একা সময় কাটেনা আমার মন ও সোহানী তুমি দেখে যাও।। কতো কষ্টে দিন যায়,কেউ দেখেনা ও সোহানী তুমি দেখে যাও।। একবার এসে তোমার স্মৃতি, আমায় দিয়...