মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪

মন চাইলে কি করা যায়।

 



মন চাইলে কি করা যায় গো
আমি যদি যাই মরিয়া।।

চাইলে কি হাসতে পারি
গাইতে পারি গান
আমি যদি যাই মরিয়া।।

চাইলে কি বলতে পারি
চলতে পারি সুখে
বিধাতা নাহি রাখে কপালে
আমি যদি যাই মরিয়া।।

চাইলে ও পাইতে পারি
না পাইলে ও মেঘ বৃষ্টি রোধে যায় বেলা
আমি যদি যাই মরিয়া।।

প্রাণ সখিরে কামাল হোসেন পাইতে মন চায় গো
আমি যদি যাই মরিয়া।।

লেখক কামাল হোসেন
তাং 14/09/2023

সুন্দর সুন্দর গান পেতে আমার পেইজটি ফলো দিয়ে রাখুন।

মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪

আমার দেশের মাটি রে ভাই আমার দেশের মাটি

 



আমার দেশের মাটি রে ভাই আমার দেশের মাটি 
সোনার চেয়ে খাঁটি রে ভাই আমার দেশের মাটি।। 

তার উপরে কত জুলুম করে থাকি 
আমার দেশের মাটি রে ভাই,আমার দেশের মাটি।। 

কত ফসল দেয় মাটি,নেই কোন তার ঝুটি 
বারোমাসি কত ফসল আমরা খেয়ে থাকি 
আমার দেশের মাটি রে ভাই আমার দেশের মাটি।। 

মাটির উপরে যোফ যার,কত-না বড় গাছ
তার উপরে বসবাস নেই কোন উৎপাত 
পড়ে থাকে কত মাঠ,ফসল ফলায় না কৃষক জাত 
আমার দেশের মাটি রে ভাই আমার দেশের মাটি।। 

লেখক কামাল হোসেন 


সোমবার, ৪ মার্চ, ২০২৪

বাংঙ্গালী বাবু

 



 বাংঙ্গালী বাবু হাতে দেয় টাইম ছাড়া ঘড়ি
 জিজ্ঞাস করলে লাগে বাবু দৌড়াদুড়ি
একি বাংঙ্গালী বাবু অবস্থা হাতে দেয় টাইম ছাড়া ঘড়ি।। 

ওরে বাবায় করে দিন মজুরি,মা করে পরিশ্রম পরের বাড়িে
এভাবে চালায় সংসার বাড়ি,ছেলে করে বাবু গিরি
বাংঙ্গালী বাবু হাতে দেয় টাইম ছাড়া ঘড়ি
জিজ্ঞাস করলে লাগে বাবু দৌড়াদুড়ি।।

ওরে বাবু ছোট্র কালে তুমি ছিলে অবুঝ পাখি,
খাঁচা থেকে তোমায় ছাড়ে নাই তোমার মা জননী
তোমার খাবার যোগান দিয়েছে জনম দুখি মা জননী
বাংঙ্গালী বাবু হাতে দেয় টাইম ছাড়া ঘড়ি
জিজ্ঞাস করলে লাগে বাবু দৌড়াদুড়ি।।

ওরে বাবু তুমি যখন বড় হয়েছিলে
তোমার পিছনে বাবার কত অবদান
গাছের ডাল হয়ে ছায়া দিতো দিন রাত
স্নেহ ও ভালবাসা কমতি ছিলনা দিন রাত
তাই কামাল বলে ওরে বাবু কি করে ভুলে ছিলে
শৈশবের দিন রাত,মনে কি তোর
বাংঙ্গালী বাবু হাতে দেয় টাইম ছাড়া ঘড়ি
জিজ্ঞাস করলে লাগে বাবু দৌড়াদুড়ি।।

লেখক কামাল হোসেন 

        তাং 08/01/2023

শনিবার, ২ মার্চ, ২০২৪

প্রেম কইরনা দেহের সনে

 




                                                   গানের কথা

                                                   ’’ প্রেম কইরনা দেহের সনে  ’’                                                                  
প্রেম কইরনা দেহের সনে
ওরে সোনা মনির ছাও
প্রেম কর জীবের সনে
কইরা আত্মার বাও।।

প্রেম কইরাছে ইউসুব নবী
যারে দিয়েছে আত্মার বাণী
খোরাখ পাইলো মহৎ জ্ঞানী
কইরা আত্মার বাও।।

দেখে শুনে প্রেম করিও
ওরে সোনা মনির চাও
দেহের সনে প্রেম কইরনা
আত্মার সনে বাও।।

জ্ঞানী গুনি আছেন যারা
আমার কথা শুনবেন তারা
প্রেম কর জীবের সনে
কইরা আত্মার বাও।।

লেখক কামাল হোসেন
         তাং12/02/2024

শুক্রবার, ১ মার্চ, ২০২৪

ছোট্র কালে বিয়ে করিস না

 





ওরে ছোট্র কালে বিয়ে করিস না
ওরে চন্দ্রনা, ছোট্র কালে বিয়ে করিস না।।

যতন করে রেখে দে নষ্ট করিস না
ওরে চন্দ্রনা ছোট্র কালে বিয়ে করিস না।।

আগুনের মাতাল হাওয়া লাগলো মোর যৌবণে
ওরে চন্দ্রনা, ছোট্র কালে বিয়ে করিস না।।

প্রেমের খেলা জমবে ভালো যৌবণে
ওরে চন্দ্রনা, ছোট্র কালে বিয়ে করিস না।।

লেখক কামাল হোসেন
তাং07/12/2023

সম্মানিত গ্রাহকবিন্দ সুন্দর সুন্দর গান পেতে আমার ব্লক পেইজটির সাথে থাকুন।

মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪

আমার অন্তর জ্বইলা গেল

 




                                                             গানের কথা                                                               


আমার  অন্তর জ্বইলা গেল কবে
আমারে ডুইবা নিলো নদে।।

আমি কপাল পোড়া লাগে নারে জোড়া
ও তুই আমারে নিঃস্ব করলি
ও তুই আমারে পাগল করলি।।

আমি মানুষ কালা 
আমার অন্তর ভালা
ও তুই আমারে দিলি প্রেমের জ্বালা।।

সময় অসময়ে ডাকতি তুই আমারে
তোর ডাকে সারা দিতাম অনাহারে
কামাল পারে না এখন জ্বালা সইতে।।


লেখক কামাল হোসেন
তাং 23/12/2023

রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪

খুলে না খুলে না আমার তালা খুলে না

 




খুলে না খুলে না,আমার তালা খুলে না
আমার তালার মধ্যে জং ধরেছে গো
আমার তালা জং ধরেছে ।।

কত তালা মিস্ত্রির খবর দিলাম 
আসবে বলে আসলো না গো
আমার তালা জং ছুটে না গো।।

আমি যারে মেস্তুর ভাবি
সে তো প্রস্তাবে হয়না রাজি
অভাগিনীর হবে কি উপায়
ও মেস্তুরী
আমার তালা রং বদলায় ছে গো।।

প্রথম যে দিন হয়েছে দেখা
মনে হয়েছে আর হবেনা দেখা
কারণ তোমার চরিত্র ভালো না গো
আমার তালা জং ধরেছে ।।
 
লেখক কামাল হোসেন
তাং 14/01/2024

 

Featured Post

একা একা সময় কাটেনা আমার মন

  একা একা সময় কাটেনা আমার মন ও সোহানী তুমি দেখে যাও।। কতো কষ্টে দিন যায়,কেউ দেখেনা ও সোহানী তুমি দেখে যাও।। একবার এসে তোমার স্মৃতি, আমায় দিয়...