শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪

ভুলে থাকতে চাই

ভুলে থাকতে চাই,
ভুলার মত 
তবুও পারিনী ভুলতে
একি হলো আমার বলো না প্রিয়সী।। 

 

 প্রথম যেদিন দেখাতে,
অনুভবে চোয়াতে
গিতে চিলো অন্তরে 
মনে হয় পেয়েছি তোমারে ও প্রিয়সী।।

 

 হ্রদয় গহিনে রেখেছিলে আমারে
 এখন কেন ভূলেছো 
বলোনী আগে আমারে ও প্রিয়সী।।

 

এখন আমি কি করি,
বলোনা প্রিয়সী বেচে থেকে হবে কি,
যদি ফিরে না আসো তুমি 
কি করে ভূলি 
আমি কামাল হোসেন তোমার স্মৃতি ও প্রিয়সী ।।
 
 লেখক কামাল হোসেন

 


বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪

এমন জীবণ করিও গঠন ।

এমন জীবণ করিও গঠন মরিয়েও হবে আপন 
মানুষ স্বরণ করিবে কাদিবে ভূবন এমন জীবণ করিও গঠন।। 
তোমার জীবণ হবে তোমার থেকে পর
তোমার আপন হবে ত্রিভূবন 
ওরে ভাওলা মন এমন জীবণ করিও গঠন।।
মনকে ধর শক্ত হাতে,
ছেড়ে দিওনা অজুহাতে 
ছেড়ে দিলে পাইবানা তারে
মাওলারে বলে দাওনা 
ধরবো কি ভাবে এমন জীবণ করিও গঠন।। 
ওমন চলবি তুই সরল পথে 
ধরতে তোর সহজ হবে 
কামনা বাসনা বন্ধ হবে 
মাওলারে পাবি তুই সহজে 
হোকনা জীবণ কামাল হোসেন বলে
সবার তরে এমন জীবণ করিও গঠন।।

 লেখক -কামাল হোসেন তাং ২৮/০৯/২০২৩

 #হককথা #ভালোকথা #কামালহোসেন #BDMusic_Channel #kamalhossain

মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪

বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩

দেশে মোবাইল এসেছে


                                                                      গানের কথা----------------------------

দেশে মোবাইল এসেছে চিটি বন্ধ হয়েছে,
সর্বনাশ হইছে,ভাল বাসার কথা এখন বাতাসে আসে ।।

 

১ আমার অভাবের সংসার
বন্ধুর সাথে প্রেম করিতে মোবাইল দরকার।
ওরে তা না হলে বেইল নাই
বন্ধু বলে দিয়েছে,সর্বনাশ হইছে,
ভালবাসার কথা এখন বাতাসে আসে।।

 

২ বন্ধুর কথা শুনিয়া
মোবাইল একটা লইলাম হালের বলদ বেচিয়া,
ওরে মাসে মাসে কার্ড ভরিলাম
ঘর বাড়ি বেচে,সর্বনাশ হইছে,
ভাল বাসার কথা এখন বাতাসে আসে।।

 

৩ আমার মোবাইল একখান নাই
ছয় মাস ধরে বন্ধুর সাথে যোগাযোগ নাই,
এই মোবাইলের জন্য
কামাল হোসেন বন্ধু হারাইছে,
সর্বনাশ হইছে,ভাল বাসার কথা এখন বাতাসে আসে।।


লেখক:কামাল হোসেন
তাং০৯/০৯/২০১৩

রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩

আমার হ্রদয় পুরে অঙ্গার হইলো দেহ হইলো কালা

 





  বুজতে আমার হইলো দেরি এ সংসারের জ্বালা

                                 আমার হ্রদয় পুরে অঙ্গার হইলো দেহ হইলো কালা

                                 সংসার টানে---------------------

                                 না করিলে সেটাই হইতো বালা--------ঐ


                                 অবলা সরলা ছিল আমার মন 

                                 না বুঝিয়া করিলাম সংসার জীবণ

                                 আমার অন্তর জ্বালা কে বুঝিবে---------

                                 শিশু কাল ছিল আমার বালা-----------ঐ

                                 শেষ হইলো আমার দেহ ঘড়ি 

                                 মান সম্মান নিয়ে টানি

                                 এখন আমার বাচাঁর উপায় নাই

                                 কি করি সংসার নিয়ে বিধি বলে দাও আমায়

                                এই কামাল হোসেন জানে সংসার কত জ্বালা-------ঐ



                                                         লেখক—কামাল হোসেন

                                                         তাং-২১/০১/২০২৩


সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩

Kamal Hossain

 I am a writer & travel agency Executive and Social Video Creator Expert. I am an ordinary Bengali by birth. I live well in Bangladesh. I love my country very much. I love the people of my country, so I want to do something for the country. That is why I have got people's inspiration, values, self-respect, so may Allah bless me with your prayers so that I can work for the welfare of the people as long as I live. That prayer is hopeful to all. It affects the people in my circle. Satisfaction and faith in God keep me motivated and alive for the service of greater humanity.


বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩

Support

                                                                             








                                                               manobsheba1@gmail.com 

call 01915686731
9:00am to 9:00pm


Featured Post

একা একা সময় কাটেনা আমার মন

  একা একা সময় কাটেনা আমার মন ও সোহানী তুমি দেখে যাও।। কতো কষ্টে দিন যায়,কেউ দেখেনা ও সোহানী তুমি দেখে যাও।। একবার এসে তোমার স্মৃতি, আমায় দিয়...