বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪

ছোট কাল থেকে ।

ছোট কাল থেকে

 ‘’ছোট কাল থেকে’’


ছোট কাল থেকে আমি পরো শিকারী ,

পরো শিকারী।।

 কত সময় হাতের খড়ি ছুটে গেলো তাই,

ছুটে গেলো তাই

ছোট কাল থেকে আমি পরো শিকারী,

পরো শিকারী।।

অও এমন এক সময় এলো শিখার সময় নাই,

শিখার সময় নাই

ছোট কাল থেকে আমি পরো শিকারী,

পরো শিকারী।।

কত সময় পিছে গেলো বুঝবার কায়দা নাই,

বুঝবার কায়দা নাই

ছোট কাল থেকে আমি পরো শিকারী,

পরো শিকারী।।

এমন আলো থেকে অন্ধকারে আমি কামাল

এখন দেখার কেউ নাই,দেখার কেউ নাই

ছোট কাল থেকে আমি পরো শিকারী,

পরো শিকারী।।


লেখক-কামাল হোসেন

তাং-০৯/১০/২০২৩

#bdmusic_channel #গান #বাংলাগান #kamalhossain #bissedgaan

বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪

আমি বসে আছি তোর আশায়।

 




আমি বসে আছি তোর আশায় সদায়

কবে এ কাচা হলুদ লাগবে মোর গায় আ------আ------

কবে প্রেমো সুদা লাগবে মোর গায়।।

আশায় আশায় দিন চলে যায়

কবে আসবে রংমেহের গায়

আমি ধর্য্য ধরতে পারছিনারে  ঐ না আমার গায় । ঐ

সাজন বোজন করে আছি ঐ পথে

তোর আশায় বসে আছি লাগবে মোর গায় প্রেমো সুদা

আ------আ------। ঐ

আমার সময় শেষ হয়েছে মন চোরা দেখনা কি করছে

কামাল দেখতে পায় অবশেষে দেখা হলোনা ঐ পথে

কবে প্রেমো সুদা লাগবে মোর গায়। ঐ


                    Writer Kamal Hossain

                   তাং ০৮/১০/২০২৩ 


 

মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪

কত কিছু জানে মানুষ।

 



কত কিছু জানেরে মানুষ কত কিছু জানে।।
জানা সত্বে মানুষ কত ভূল করে বসে
তবুও মানুষ হুস হয়না কি বসে-ঐ

যেমনে মন চায় তেমনি চলে
কেউ কিছু বলেনা, বুঝ মত হলে
করে বসে নয়তো সে করেনা-ঐ

এমন মানুষ আছেরে সমাজে
এমন মানুষ আছে কি করতে 
কি করবে দা-কাচি লাগেনা
কুড়াল লাগাইয়া বসে-ঐ

কিযে এখন করি চিন্তায় এখন মরি
ভেবে পায়না কামাল কার জন্য দোয়া করি-ঐ
লেখক- কামাল হোসন
তাং -০৬/১০/২০২৩

সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪

আমার মাওলা দয়াময় তোমারে দেখিবার মনেলয়।

 




আমার মাওলা দয়াময় তোমারে দেখিবার মনেলয় ।।

তোমারে না দেখলে আমার জীবণ কেমনে রয় মাওলারে-ঐ

ছোট্র কালে শুনতাম আমি তোমার গুনগান
     পিতা-মাতার কাছে পাইতাম তোমার অবদান-ঐ

                                               আরঁশে বসিয়া মাওলা বাজাও রংঙ্গের বাঁশি
                                                      সেই বাঁশির সূরে পাগল হইলাম আমি-ঐ

                                               এই কামাল হোসেন বলে তোমারে পাইলে 
                                                     দুনিয়া চায়না মোরে মাওলারে-ঐ

                                                        লেখক -কামাল হোসেন
                                                        তাং-০৫/১০/২০২৩

 

রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪

জন্ম আমার রাসুলের যুগে হলে

                    




                    জন্ম আমার রাসুলের যুগে হলে

হলে কেমন হতো,বলো না,বলো না

কেমন হতো।

           ভোর রজণীতে নবীর সাথে

দেখা হতো,মোলাকাত হতো

বলো না কেমন হতো।।

          দুই নয়নে দেখিতাম আমি

জন্ম আমার রাসুলের যুগে হলে কেমন হতো


বলো না কেমন হতো

ভাগ্য আমার ভালো হতো

বলো না কেমন হতো।।

          মক্কা থেকে মদিনার পথে

নবীর সাথে দেখা হতো

বলো না কেমন হতো

শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪

ভুলে থাকতে চাই

ভুলে থাকতে চাই,
ভুলার মত 
তবুও পারিনী ভুলতে
একি হলো আমার বলো না প্রিয়সী।। 

 

 প্রথম যেদিন দেখাতে,
অনুভবে চোয়াতে
গিতে চিলো অন্তরে 
মনে হয় পেয়েছি তোমারে ও প্রিয়সী।।

 

 হ্রদয় গহিনে রেখেছিলে আমারে
 এখন কেন ভূলেছো 
বলোনী আগে আমারে ও প্রিয়সী।।

 

এখন আমি কি করি,
বলোনা প্রিয়সী বেচে থেকে হবে কি,
যদি ফিরে না আসো তুমি 
কি করে ভূলি 
আমি কামাল হোসেন তোমার স্মৃতি ও প্রিয়সী ।।
 
 লেখক কামাল হোসেন

 


বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪

এমন জীবণ করিও গঠন ।

এমন জীবণ করিও গঠন মরিয়েও হবে আপন 
মানুষ স্বরণ করিবে কাদিবে ভূবন এমন জীবণ করিও গঠন।। 
তোমার জীবণ হবে তোমার থেকে পর
তোমার আপন হবে ত্রিভূবন 
ওরে ভাওলা মন এমন জীবণ করিও গঠন।।
মনকে ধর শক্ত হাতে,
ছেড়ে দিওনা অজুহাতে 
ছেড়ে দিলে পাইবানা তারে
মাওলারে বলে দাওনা 
ধরবো কি ভাবে এমন জীবণ করিও গঠন।। 
ওমন চলবি তুই সরল পথে 
ধরতে তোর সহজ হবে 
কামনা বাসনা বন্ধ হবে 
মাওলারে পাবি তুই সহজে 
হোকনা জীবণ কামাল হোসেন বলে
সবার তরে এমন জীবণ করিও গঠন।।

 লেখক -কামাল হোসেন তাং ২৮/০৯/২০২৩

 #হককথা #ভালোকথা #কামালহোসেন #BDMusic_Channel #kamalhossain

Featured Post

একা একা সময় কাটেনা আমার মন

  একা একা সময় কাটেনা আমার মন ও সোহানী তুমি দেখে যাও।। কতো কষ্টে দিন যায়,কেউ দেখেনা ও সোহানী তুমি দেখে যাও।। একবার এসে তোমার স্মৃতি, আমায় দিয়...