মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪

সময়ের কাজ সময় মত কর

 

কত বছর কত সময় গেল পিছনে
ভাবলাম নারে একটু খানি এই সময়ে।।
ওরে পাগল মন-----------------------------------

মূল্যবান সময় হাত ছাড়া হলো কর্ম দোষে
এখন ভাবি শেষ বয়সে অবশেষে কি হবে ।।
ওরে পাগল মন-------------------------------

সময় মতো কাজ না হলে সময় থাকেনা
আর সময়ের কাজ সময় মত কর রে মন
ভেবে দেখো না সময় হাত ছাড়া হলে
আর কপালে ঝুটেনা।।
ওরে পাগল মন-------------------------------

জীবণ থাকতে সয়টাকে গুরুত্ব দাও
এখনও সময় আছে ।।
ওরে পাগল মন-------------------------------

 

লেখক কামাল হোসেন 
তাং২৭/০৮/২০২৪ 

 

    

রবিবার, ২৫ আগস্ট, ২০২৪

মন তুই বুঝিস না কেন

 

সাড়ে তিন হাত হয় যদি বাড়ি
কেন কর মারামাড়ি।।

দালানকোঠা রেখে যাবি
এমন এক বাড়ি
মন তুই বুঝিস না কেন দুনিয়াটা ছলচাতুরি।।

যেদিন তুমি এসেছিলে দুনিয়াদারি
সেদিন তুমি কেঁদে ছিলে হেসেছিল তোমার বাড়ি
এখন তোমার যাবার পালা কাঁদবে তোমার বাড়ি।।

যাবার কালে ক্ষমা চাইও তোমার প্রতিবেশী
না হয় স্থান পাইবানা তিনহাত বাড়ি
তাই ভেবে কামাল কয় আমার হবে কি।।

 

লেখক কামাল হোসেন
তাং ২৫/০৮/২০২৪ 

 

সম্মানিত দর্শক বিন্দ যদি আমার গান আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক ও কমেন্ট এবং শেয়ার করবেন ।

BD Music Channel



শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪

পাশে থেকো সোনা বন্ধুরে

 


এই সময়ে পাশে থেকো সোনা বন্ধুরে 

বাঁচার কোন রাস্তা খোলা নাই রে 

ও বন্ধুরে, বিদেশ বাড়ি থাকো 

নেই তো কোন ঝড় তুফান।। 

ও বন্ধুরে-------

আল্লাহর কাছে দোয়া করো 

আমরা যেন রক্ষা পাই 

ময়লা পানি তলিয়ে দিলো ভারত মশাই গো 

পাশে থেকো বন্ধুরে।। 

ও বন্ধুরে -----------

আল্লাহর কাছে ফরিয়াদ করি যেন রক্ষা পাই 

বিপদ আপদ হলে প্রবাসীরা আইসো ভাই

পাশে থেকো বন্ধুরে।। 

ও বন্ধুরে ------------

কত জায়গায় মানুষ নাই 

সেখানে কূল কিনার নাই 

উপরে চলে গেছে যারা 

তাদের জন্য দোয়া করিও ভাই 

পাশে থেকো বন্ধুরে।। 

ও বন্ধুরে -----------

লেখক কামাল হোসেন 

তাং ২৩/০৮/২০২৪


কামাল হোসন

 
 


বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪

গান কি ? গানের সুর কয়টি এবং গানের রচয়িতা কি?

 

গান কি ? গান হলো তাল ও সংগিত। গানের প্রথম অংশকে মুখরা বা স্থায়ী বলে আর দ্বিতীয় অংশকে অন্তরা বলে।

গানের সুর কয়টি ? গানের সুর সাধারণত তিনটি সাধারণ সুর ভিন্ন ভিন্ন হয়ে থাকে। সেগুলো হলো  স্থায়ী,অন্তরা ও সঞ্চারী।

গানের রচিয়তা কি ? গানের কথা ও সুর যিনি গীতিকার শুধু মাত্র একটি গানের কথা জন্য দায়ী।তিনি হলেন গীতিকার তার ভাষায় কথা ও সুর এবং গীতিমূলক উপাধান তৈরি করে থাকে।

দর্শকবিন্দ আশা করি বুজতে পেরেছেন। আমার কথা ও লেখা ভুল হলে ক্ষমাপ্রার্থী ।

লেখক কামাল হোসেন
তাং ২২/০৮/২০২৪

সম্মানিত দর্শকবিন্দ আমার লেখা যদি আপনাদের কাছে ভালো  লাগে তাহলে  
আমাকে ফলো দিতে ভুলবেন না।

কামাল হোসেন


মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪

শুকরিয়া করো ভবে ডাকোরে আল্লাহ

 শুকরিয়া করো ভবে ডাকোরে আল্লাহ মনোরে পাখি ভবে
রাজ্জাক বলো মনোরে পাখি একবার আল্লাহ বলো 
মনোরে পাখি-----------ঐ

সদায় সবসময় স্বরণ রাখো রে ময়না পাখি
শুকরিয়া করো ভবে ডাকরো আল্লাহ মনোরে পাখি একবার
রাজ্জাক বলো মনোরে পাখি------------ঐ

হাটা চলার পথে ভেবে হাটো হায়াতের নিশানা চোখে দেখে
হিসাব করে মিলিয়ে দেখো, কি আছে তোমার অবশেষে বন্দিগী 
মনোরে  পাখি একবার আল্লাহ বলো মনোরে পাখি-------ঐ

যা কিছু করেছো পাখি, ইতে হবেনা তোমার ফল আছে কি
রাজ্জাক বলো মনোরে পাখি একবার আল্লাহ বলো মনোরে পাখি----ঐ

 

                                                   লেখক কামাল হোসেন 
                                                   তাং ২০/০৮/২০২৪

কামাল হোসেন



শনিবার, ১৭ আগস্ট, ২০২৪

আমার জীবণ শেষ করিলাম



 

 আমার জীবণ শেষ করিলাম পরের বোঝা বইয়া দিনো বন্ধুরে
 আমার জীবণ শেষ করিলাম যারে----বন্ধু রে-----।।

ওরে কোথায় ছিলাম, কোথায় আইছি,আবার কোথায় যাবো
পথ তো দেখি নারে দিনো বন্ধু রে।।

সাড়া জীবণ কাঠাইলাম হিসাব নিকাস ছাড়া রে
হিসাব নিকাস ছাড়া
এখন শেষ বয়সে কি করিবো রে, দিনো বন্ধু রে।। 

আমার জীবণ শেষ করিলাম পরের বোঝা বইয়া দিনো বন্ধুরে
 আমার জীবণ শেষ করিলাম যারে----বন্ধু রে-----।।

 

লেখক কামাল হোসেন 
তাং ১৭/০৮/২০২৪ 

 

সম্মানিত দর্শক বিন্দ যদি আমার গান আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি কমেন্ট ও শেয়ার  করবেন এবং আপনাদেরকে সুন্দর সুন্দর গান উপহার দিতে আমাকে উৎসাহিত করবেন। ধন্যবাদ


কামাল হোসেন



বুধবার, ১৪ আগস্ট, ২০২৪

বাবলা হাওয়া তরে

               

                                   সুপার হিট  বিচ্ছেদতত্ত গান

                                       বাবলা হাওয়া তরে
                            দেখিছি আমি একদিন তোরে ।।

                            মনে পড়েছে দেখিছি তোরে
                        কেমনে ভুলে গেলি আজ আমারে
                                    বাবলা হাওয়া তরে।।

                        আজ নয় কালতো পড়বি চোখে
                            পালিয়ে যাবি কোথায় 
                            ধরা পড়বি আমার হাতে
                                  বাবলা হাওয়া তরে ।।

                            সময় মতো আইসো তুমি
                        ক্ষমা চাও বাবলা  হাওয়া তরে
                       দেখিছি আমি একদিন তোরে 
                                বাবলা হাওয়া তরে।।

লেখক কামাল হোসেন 
তাং ১৪/০৮/২০২৪

সম্মানিত ভাই ও বোনেরা যদি আমার গান লাগে তাহলে আমার ব্লগ পেইজটি ফলো

দিয়ে রাখুন এবং শেয়ার করুন । সকলকে অসংখ্য ধন্যবাদ 

কামাল হোসেন


Featured Post

একা একা সময় কাটেনা আমার মন

  একা একা সময় কাটেনা আমার মন ও সোহানী তুমি দেখে যাও।। কতো কষ্টে দিন যায়,কেউ দেখেনা ও সোহানী তুমি দেখে যাও।। একবার এসে তোমার স্মৃতি, আমায় দিয়...