শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪

সুদের বাড়ি টাকা খড়ি।

সুদের বাড়ি টাকা খড়ি।
কামাল হোসেন
লেখক

 

সুদের বাড়ি টাকা খড়ি
কারে দিলা কইরা মন ।।

ও পারেতে শাস্তি পাইবা
ওরে ভোলা মন
জুটবে তোমার কপাল মন্দ
কি করে সইবে তোমার পাগল মন
ওরে ভোলা মন।।

সমাজেতে উঠবে তুমি
ডাকবে তোমার বিচার গন
কি করে জবাব দিবে তোমার মন
ওরে ভোলা মন।।

দুনিয়াতে কি করিলা,কি দেখাইলা তোমার মন
এখন তোমার উপায় নাইরে মন,ধরবে তোমায় সাক্ষীগণ
ওরে ভোলা মন।।

লেখক কামাল হোসেন
তাং-০২/০২/২০২৪


শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪

অধুনা আজ কি ভাবে রাত পোহালো।

 




অধুনা আজ কি ভাবে রাত পোহালো
নিজে জানেনা,আধার কালো সন্ধ্যা হলো
নেইতো ভাবোনা-ওরে ভাববে কিসে,থাকে
মালিক সাই রব্বানা।।

নিজে জানেনা,আধার কালো সন্ধ্যা হলো

নেইতো ভাবোনা-ওরে ভাববে কিসে,থাকে

মালিক সাই রব্বানা।।

নিজে জানেনা,আধার কালো সন্ধ্যা হলো

নেইতো ভাবোনা-ওরে ভাববে কিসে,থাকে

মালিক সাই রব্বানা।।


হাজার জুড়ে কাকলি নিতে পরে থাকে 

অথই ধারে মন, ছোট হলে ধরবে কিসে ওরে ভোলামন

মন খুলে দাও মহত্তের সাথে ওরে ভোলামন।।


আজও কি ভুলে যাবে মাওলার দর্শণ

আবার ডাকে ভোর রজনীতে মাওলার দর্পণ ওরে ভোলামন।।


ওরে পাইতে কি সহজ হবে স্বর্গীয় সাদন

      এমনটা হইছে আর্থবরণ ভাবলি কিসে কামালের এই মন।।


     লেখক কামাল হোসেন

    তাং-২৪/০১/২০২৪

মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪

বন্ধু কই রইলারে

বন্ধু কই রইলারে



বন্ধু কই রইলারে
সময় মতো আইসো বন্ধু ভালো ভাইসোরে।।

ভালো বাসা নাহি যদি পাই
তোর মতো বন্ধু দরকার নাই।।

যদি আসো ভোর রজনীতে ভালো বাসা দিবো মনভরে
তখন মন মেঝাজ ভালো থাকে ভালো বাসা দিবো মন খুলে
এটাইতো ভালো বাসার পরিচয়।।

যেমন রজনীতে ফুল ফুঠে তেমনী আমার যৌবণ ফুঠে
এই সময়ে বুঝেনা পাগলা মন বন্ধুরে 
ভালো বাসা দিও আমারে।।

লেখক কামাল হোসেন
তাং-৩০/০১/২০২৪
 

গান লেখতে হলে আগে কি শিখতে হবে।

গান লেখতে হলে আগে কি শিখতে হবে।



গান লেখতে হলে আগে কি শিখতে হবে ভাষা ও আত্মপ্রকাশ।আঞ্চলিক ভাষা ও সাধু ভাষা
পারদর্শি হতে হয়, না হয় গানের ভাষা ভিন্ন হয়ে যেতে পারে। আপনি চাইলে গান লিখতে
পারবেন না।মানুষের মনের ভাব প্রকাশ পায় এরকম ধরনের ভাষা নির্বাচণ করতে হবে।
যেমন যদি এক লাইন বলি======আধু কি তোমাকে পাবোনা।
আবার আরেকটি লাইন =======আজ কি তোমারে পাবো না। এখন কোনটি সঠিক বাক্য
নির্বাচণ করবেন? তাহলে ভাষা শিক্ষা জরুরী,পাশাপাশি বাংলা ব্যাকরণ শেখা জরুরী। 


কারন অর্থ ছাড়া যেমন শব্দের নাই গতি তাই ব্যাকরণ ছাড়া ভাষা নাই গতি। 
বেশি বেশি অর্থ শিখুন আর মনের ভাব প্রকাশ করুন এবং গানের সুর দেওয়া চেষ্টা করুন
দেখবেন অনেকটাই সহজ হয়ে গেছে।

লেখক কামাল হোসেন

তাং-২৯/০১/২০২৪


সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪

কতো দিন দেখিনি তোমায়।


কতো দিন দেখিনি তোমায়

মা গো ------ও

মনে পরে তাই,মনে পরে তাই

মা গো ------ও।।

মা তুমি কোথায় আছো

মা গো ------ও

দেখা দাও আমায়,দেখা দাও আমায়

মা গো ------ও।।

অ----ও--- কতো কষ্টে  আছি মাগো

কেউ দেখার নাই

তোমার কথা মনে করে চোখের জল ফালাই

মা গো ------ও

কতো দিন দেখিনি তোমায়

মা গো ------ও।।


লেখক কামাল হোসেন

তাং-২৭/০১/২০২৪

শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪

তোরা পানি দে পানি দে।

তোরা পানি দে পানি দে।

 তোরা পানি দে, পানি দে,পানি দে সখী

মাথায় পানি দে তোরা

যা করবার তাই কইরা গেছে

আমার বন্ধু কালা চোরা।।

আমার বন্ধুর মন কেমন ছিলো

সুখের ঘরে দুখের বাসা বাইনদা গেলো।।

সখী দেখে যা,দেখে যা,সখী আমার মনে কতো যন্ত্রনা।।

আমি তারে বিশ্বাস কইরা অন্তরে দিলাম টাই

আসলে এখন বুঝি ভালো বাসনা আমায়,

সখী লাগবে না ,লাগবে না,ভালোবাসা লাগবে না।।

লেখক কামাল হোসেন

২৪/০১/২০২৪

শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪

কতো দিন কতো রাত।

কতো দিন কতো রাত।


 কতো দিন কতো রাত

থাকতে আমার পাশে

তুমি ভুলে গেলে আমাকে,

আমি ভুলিনি তোমাকে।।

কতো রাত কতো দিন

ছিলে একসাথে এভাবে

কাটতো দুজনে মিলে মিশে।।

আমার চাওয়া,আমার পাওয়া শেষ

হয়নি তোমার কাছে থেকে

কি ভাবে ভুলেছো আমাকে

আমি ভুলতে পারিনী তোমাকে ।।

পৃথিবীর যত আশা ছিলো তোমায় নিয়ে

তুমি বলো কি করে ভুলে কামাল তোমাকে

আমি স্বরণ করি তোমাকে।।


লেখক কামাল হোসেন

তাং-২৬/১০/২০-২

Featured Post

একা একা সময় কাটেনা আমার মন

  একা একা সময় কাটেনা আমার মন ও সোহানী তুমি দেখে যাও।। কতো কষ্টে দিন যায়,কেউ দেখেনা ও সোহানী তুমি দেখে যাও।। একবার এসে তোমার স্মৃতি, আমায় দিয়...