সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪

প্রেম কইরনা দেহের সনে।

                                                     ''প্রেম কইরনা দেহের সনে"


প্রেম কইরনা দেহের সনে
ওরে সোনা মনির ছাও
প্রেম কর জীবের সনে
কইরা আত্মার বাও।।

প্রেম কইরাছে ইউসুব নবী
যারে দিয়েছে আত্মার বাণী
খোরাখ পাইলো মহৎ বাণী
কইরা আত্মার বাও।।

দেখে শুনে প্রেম করিও
ওরে সোনা মনির ছাও
দেহের সনে প্রেম কইরনা
আত্মার সনে বাও।।

ঙ্গানী গুনি আছেন যারা
আমার কথা শুনবেন তারা
প্রেম কর জীবের সনে
কইরা আত্মার বাও।।

লেখক কামাল হোসেন
তাং-১২/০২/২০২৪

সুন্দর সুন্দর গান পেতে আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখুন।আপনাদের ভালো লাগা গান কমেন্ট

করুন। 

 

 

শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪

মায়ের মত আপন কেহ নাই।

                                              


                                                        ''মায়ের মত আপন কেহ নাই"



মায়ের মত আপন কেহ নাই

নাইগো------------------------

মায়ের মত আপন কেহ নাই।।

দুনিয়ার জিন্দেগী রহমতের বন্দেগী

মায়ের মত আপন কেহ নাই

নাইগো-----------------------

মায়ের মত আপন কেহ নাই।।

মা আছে যার যতো দিন

রহমতের ছায়া থাকবে ততোদিন

মায়ের মত আপন কেহ নাই

নাইগো------------------------

মায়ের মত আপন কেহ নাই।।

মা নাই যার সংসারে

দুঃখ কষ্ট বুঝে সে

কত যে অসহায় জীবণে

মায়ের মত আপন কেহ নাই

নাইগো-----------------------

মায়ের মত আপন কেহ নাই।।


লেখক কামাল হোসেন 

তাং-৮/২/২০২৪

আমার চ্যানেলটি স্বাবক্রাইব করে রাখুন যাতে ভবিষৎতে সুন্দর সুন্দর গান উপহার

দিতে পারি। 

 

বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪

স্বলাতে মানুষকে শান্তির পথে আনতে পারে।

স্বলাতে মানুষকে শান্তির পথে আনতে পারে।
কামাল হোসেন
লেখক



স্বলাতে মানুষকে শান্তির পথে আনতে পারে-স্বলাতে 

স্বলাত আল্লাহর হুকুম,নির্দেশনায় নবীর হুকুম

হাদীসে প্রমান আছে আল কোরআনে

নবীর বানী প্রমান আছে এই ভবেতে

স্বলাতে মানুষকে শান্তির পথে আনতে পারে।।

স্বলাত হলো শান্তির পয়গাম
কোরআন হল মানব সংবিধান এ কথা সকলে জানে
তবুও বেশির ভাগ মানুষ মানতে নারাজ দুনিয়াতে
স্বলাতে মানুষকে শান্তির পথে আনতে পারে।।

ওরে কামাল বলে স্বলাত ছেড়েছে যারা 
শান্তির পয়গাম পায়না তারা দুনিয়াতে এ
ওরে পরকালে তাদের ভাগ্য মন্দ হবে, 
বানী আছে আল কোরআনে
স্বলাতে মানুষকে শান্তির পথে আনতে পারে।।

লেখক কামাল হোসেন
তাং ২২/১২/২০২২



 

মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪

দয়াল নবী মায়ার নবী গো।

দয়াল নবী মায়ার নবী গো।


দয়াল নবী, মায়ার নবী গো

আপনি আমার জীবনের জীবণ-ঐ

আপনি আমার জীবন সাথী
অন্ধকারের কবরের বাত্তি
আপনার নূরে আলোকিত এ জাহান-ঐ

রাহমাতাল্লিল আলামিন
আপনি এ গুনাগার উম্মেতের জামিন
গুনাগার উম্মেতের আপনজন-ঐ

দেখে আপনার চেহেরা ,ভাগ্যবতী হয় আরবরা
নিশর্তে জীবণ দিলেন অনেক সাহাবা
দেখে আপনার সুন্দর মোজেজা
ভাগ্যবতী হলেন খাদিজা
নিশর্তে দিলেন জীবণ যৌবণ আপনার চরণ মোবারকে
আপনাকে করিল আপন-ঐ

লেখক  কামাল হোসেন
তাং-২৮/০৯/২০২২

সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪

একটা নূরের বাত্তি জালাইয়া দে

কামাল হোসেন
লেখক

 

আল্লাহু আল্লাহু 

একটা নূরের বাত্তি জালাইয়া দে

ও দয়াল আমার অন্তরে।।

 

আমি অবাঘিনী পাগলিনী

ডাকি তোমায় অন্তরে,

এসকের বাত্তি জ্বালাইয়া দে

ও দয়াল আমার অন্তরে।।

 

কোটি কোটি বান্দা তোমার

ডাকে তোমায় দিবানিশি

ওরে  সেই ডাকে খুশি হইলো

নিজেই মালিক রব্বানা

একটা নূরের বাত্তি জালাইয়া দে

ও দয়াল আমার অন্তরে।।

 

আরে কত মানুষ অভাব গ্রস্ত

দার প্রান্তে তোমার দরবারে

মোচন করে দাও আমাদের সংসারে

একটা নূরের বাত্তি জালাইয়া দে

ও দয়াল আমার অন্তরে।।

 

                    লেখক কামাল হোসেন 

                   তাং-১৭/০১/২০২৪


শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪

সুদের বাড়ি টাকা খড়ি।

সুদের বাড়ি টাকা খড়ি।
কামাল হোসেন
লেখক

 

সুদের বাড়ি টাকা খড়ি
কারে দিলা কইরা মন ।।

ও পারেতে শাস্তি পাইবা
ওরে ভোলা মন
জুটবে তোমার কপাল মন্দ
কি করে সইবে তোমার পাগল মন
ওরে ভোলা মন।।

সমাজেতে উঠবে তুমি
ডাকবে তোমার বিচার গন
কি করে জবাব দিবে তোমার মন
ওরে ভোলা মন।।

দুনিয়াতে কি করিলা,কি দেখাইলা তোমার মন
এখন তোমার উপায় নাইরে মন,ধরবে তোমায় সাক্ষীগণ
ওরে ভোলা মন।।

লেখক কামাল হোসেন
তাং-০২/০২/২০২৪


শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪

অধুনা আজ কি ভাবে রাত পোহালো।

 




অধুনা আজ কি ভাবে রাত পোহালো
নিজে জানেনা,আধার কালো সন্ধ্যা হলো
নেইতো ভাবোনা-ওরে ভাববে কিসে,থাকে
মালিক সাই রব্বানা।।

নিজে জানেনা,আধার কালো সন্ধ্যা হলো

নেইতো ভাবোনা-ওরে ভাববে কিসে,থাকে

মালিক সাই রব্বানা।।

নিজে জানেনা,আধার কালো সন্ধ্যা হলো

নেইতো ভাবোনা-ওরে ভাববে কিসে,থাকে

মালিক সাই রব্বানা।।


হাজার জুড়ে কাকলি নিতে পরে থাকে 

অথই ধারে মন, ছোট হলে ধরবে কিসে ওরে ভোলামন

মন খুলে দাও মহত্তের সাথে ওরে ভোলামন।।


আজও কি ভুলে যাবে মাওলার দর্শণ

আবার ডাকে ভোর রজনীতে মাওলার দর্পণ ওরে ভোলামন।।


ওরে পাইতে কি সহজ হবে স্বর্গীয় সাদন

      এমনটা হইছে আর্থবরণ ভাবলি কিসে কামালের এই মন।।


     লেখক কামাল হোসেন

    তাং-২৪/০১/২০২৪

Featured Post

একা একা সময় কাটেনা আমার মন

  একা একা সময় কাটেনা আমার মন ও সোহানী তুমি দেখে যাও।। কতো কষ্টে দিন যায়,কেউ দেখেনা ও সোহানী তুমি দেখে যাও।। একবার এসে তোমার স্মৃতি, আমায় দিয়...