সোমবার, ২৭ জুন, ২০২২

মৌলিক উপদেশ।

পরিবর্তন করতে হয় যদি করো,যদি মনে করো সুন্দর হয়। পত্যেকটি কাজ,কাজ করে চিন্তা করো না,করার আগে ভেবে নাও, সময় বেচে যাবে। 
 ভূলেই সেই কাজ করিওনা যে কাজের বিনয়ময় সারা জীবন কষ্ঠ করতে হয়। কঠিন কাজকে কঠিন বেবনা,সহজ করে দেখ। অলসতা কে বের করে দাও,আর সফলতাকে ধরে রাখ। যে মেমুরি লিমিট আছে,সে মেমুরি ভরাট করার চেষ্ঠা করো না,যে মেমুরি লিমিট নেই সেই মেমুরি ভরাট করার চেষ্ঠা কর।
 ছোটদেরকে স্নেহ করার অভ্যাস করুন,ওরা আমাদের কাছ থেকে আদব কায়দা শিখবে। প্রথম স্থান অধিকার করা সহজ হয়ে ওঠে,তখন মা ও বাবা দোয়া আছে যখন। প্রত্যেকটি কাজে পিতা ও মাতার অংশীদার।

লেখক কামাল হোসেন 

কোন মন্তব্য নেই:

Featured Post

দে দে পাল তুলে দে

 গানের কথা---------- দে দে পাল তুলে দে                                                       মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা আমি যাবো মদিনা--...